নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই পুঁজিবাজারে দাম বাড়ার চেয়ে কমার তালিকায় ছিল বেশির ভাগ প্রতিষ্ঠান। এতে করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহটিতে কমেছে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ। তবে এরপরও বেড়েছে বাজার মূলধন।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি পুঁজিবাজারের পঞ্চম সপ্তাহ। এই সরকারের অধীনে লেনদেন হওয়া পাঁচ সপ্তাহের মধ্যে চার সপ্তাহেই পুঁজিবাজারে দরপতন হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর পুঁজিবাজারে উল্লম্ফন হলেও নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই সপ্তাহ বড় দরপতন হয়। তবে তৃতীয় সপ্তাহে এসে বাজার ঊর্ধ্বমুখী হয়; কিন্তু চতুর্থ সপ্তাহে আবার দরপতন হয়। পঞ্চম সপ্তাহেও দাম কমার তালিকা বড় হয়েছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৭টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়, বিপরীতে কমেছে ২৭১টির, আর ১৮টির অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় আড়াই গুণ বেশি প্রতিষ্ঠান রয়েছে।
এর প্রভাবে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে কমেছে ২ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক শূন্য ৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৭৫ পয়েন্ট এবং তারও আগের সপ্তাহে বাড়ে ১০৪ পয়েন্ট। আর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক কমে ২০৩ পয়েন্ট এবং ২০ পয়েন্ট। অর্থাৎ, অন্তর্বর্তী সরকারের পাঁচ সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ১৯৬ পয়েন্ট।
এরপরও গত সপ্তাহ ডিএসইর বাজার মূলধন ৮৯৮ কোটি টাকা বা দশমিক ১৩ শতাংশ বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৩ হাজার ৩২৯ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯২ হাজার ৪৩১ কোটি টাকা। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমে ৭ হাজার ১৫০ কোটি টাকা বা ১ দশমিক শূন্য ২ শতাংশ।

বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই পুঁজিবাজারে দাম বাড়ার চেয়ে কমার তালিকায় ছিল বেশির ভাগ প্রতিষ্ঠান। এতে করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহটিতে কমেছে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ। তবে এরপরও বেড়েছে বাজার মূলধন।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি পুঁজিবাজারের পঞ্চম সপ্তাহ। এই সরকারের অধীনে লেনদেন হওয়া পাঁচ সপ্তাহের মধ্যে চার সপ্তাহেই পুঁজিবাজারে দরপতন হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর পুঁজিবাজারে উল্লম্ফন হলেও নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই সপ্তাহ বড় দরপতন হয়। তবে তৃতীয় সপ্তাহে এসে বাজার ঊর্ধ্বমুখী হয়; কিন্তু চতুর্থ সপ্তাহে আবার দরপতন হয়। পঞ্চম সপ্তাহেও দাম কমার তালিকা বড় হয়েছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৭টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়, বিপরীতে কমেছে ২৭১টির, আর ১৮টির অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় আড়াই গুণ বেশি প্রতিষ্ঠান রয়েছে।
এর প্রভাবে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে কমেছে ২ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক শূন্য ৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৭৫ পয়েন্ট এবং তারও আগের সপ্তাহে বাড়ে ১০৪ পয়েন্ট। আর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক কমে ২০৩ পয়েন্ট এবং ২০ পয়েন্ট। অর্থাৎ, অন্তর্বর্তী সরকারের পাঁচ সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ১৯৬ পয়েন্ট।
এরপরও গত সপ্তাহ ডিএসইর বাজার মূলধন ৮৯৮ কোটি টাকা বা দশমিক ১৩ শতাংশ বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৩ হাজার ৩২৯ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯২ হাজার ৪৩১ কোটি টাকা। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমে ৭ হাজার ১৫০ কোটি টাকা বা ১ দশমিক শূন্য ২ শতাংশ।

দেশে চলমান এলপি গ্যাসের সরবরাহ সংকট কাটাতে এবার রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে। বিপিসির নিজস্ব সক্ষমতা না থাকায় এলপি...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে হিসাববিজ্ঞান পেশার ইতিহাসে এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। ১৭ জানুয়ারি ঢাকার হোটেল লো মেরিডিয়েনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬’। এই সম্মেলনে যোগ দিতে প্রথমবারের মতো ঢাকা আসছেন...
৮ ঘণ্টা আগে
বেজার সঙ্গে চুক্তি অনুযায়ী, জ্যান্ট অ্যাকসেসরিজ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পাঁচ একর জমিতে একটি পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্প ইউনিট স্থাপন করবে, যেখানে তুলনামূলকভাবে কম পানি ও বিদ্যুৎ ব্যবহার করা হবে এবং গ্যাসের প্রয়োজন হবে না।
১২ ঘণ্টা আগে
উন্নয়নশীল বিশ্বের প্রতি চারটি দেশের মধ্যে একটি দেশ এখনো ২০১৯ সালের তুলনায় দরিদ্র। ২০১৯ সাল ছিল কোভিড-১৯ মহামারির আগের সময়। এমনটাই জানিয়েছে, বিশ্ব ব্যাংক। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি বলেছে, নিম্নআয়ের অনেক দেশ গত বছরের শেষ পর্যন্ত ৬ বছরে বড় ধরনের নেতিবাচক ধাক্কা খেয়েছে।
১৫ ঘণ্টা আগে