নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাজারভিত্তিক ডলার দরের শর্ত পূরণ না করায় চরম ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। বিশেষ করে রেমিট্যান্স, রপ্তানি ও আমদানিকারকদের জন্য ভিন্ন পৃথক দর বেঁধে দেওয়া অবাস্তব হিসেবে দেখছেন তাঁরা। এমনকি বাংলাদেশ ব্যাংক যে দরে রিজার্ভ থেকে বাণিজ্যিক ব্যাংকের কাছে ডলার বিক্রি করে সেটিও বাজারভিত্তিক নয় বলে জানিয়েছে আইএমএফ।
আন্তর্জাতিক ঋণ দাতা সংস্থাটির ধারণা, বাজারভিত্তিক ডলার রেট না করায় রিজার্ভ আশঙ্কাজনক হারে কমছে। বৈঠকের পর সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গেও বৈঠক করেছেন আইএমএফ প্রতিনিধিরা। সেখানও শর্ত পালনের ব্যর্থতার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন সংস্থার সফররত সদস্যরা।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ও এনবিআরে অনুষ্ঠিত পৃথক বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সকালে বাংলাদেশ ব্যাংকে আইএমএফ ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় আইএমএফকে ঋণের শর্ত হিসেবে রিজার্ভ, ডলারের দর, সুদের হার, বাণিজ্য ঘাটতি, ব্যাংকের তারল্যসহ নানা বিষয়ে নেওয়া কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়।
আইএমএফের সদস্যরা রিজার্ভ কমে যাওয়া, ডলারের ভিন্ন ভিন্ন দর এবং দর নির্ধারণের পদ্ধতি নিয়ে অসন্তোষ জানানোর পাশাপাশি বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) কর্তৃক ডলারের দাম নির্ধারণ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের প্রশ্নে জর্জরিত করেছে সংস্থার কর্মকর্তারা।
কেন্দ্রীয় ব্যাংকের কোনো জবাবেই সন্তুষ্ট হতে পারেননি আইএমএফ প্রতিনিধিরা। তবে ডলারের মজুত বাড়াতে প্রচেষ্টা অব্যাহত রাখা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকে বৈঠকের পর বিকেলে এনবিআরের সঙ্গে বৈঠক করেন আইএমএফ কর্মকর্তারা। এ সময় এনবিআরের পক্ষ থেকে রাজস্ব খাতে নেওয়া নানান সংস্কার পদক্ষেপের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। তবে এতে অর্থবছরের প্রথম দুই মাসে কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে ব্যর্থতা, অটোমেশনে ধীর গতি ও গতানুগতিক রাজস্ব আদায়ের রূপরেখায় সন্তুষ্ট হতে পারেনি তাঁরা।
এ বিষয়ে বৈঠকে উপস্থিত এনবিআরের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ২০২৩–২৪ অর্থবছরের বাজেটে কর অব্যাহতি কমানো, আমদানি পর্যায়ের শুল্কহার ধীরে ধীরে কমানো ও করের আওতা বৃদ্ধির পরামর্শ ছিল আইএমএফের। সংস্থাটি আয়কর, ভ্যাট ও কাস্টমসের অটোমেশনে ধীর গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আগামী ৯ অক্টোবর এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে বৈঠকের পর তিন বিভাগের প্রশাসনের সঙ্গে বসতে চায় সংস্থাটি।

বাজারভিত্তিক ডলার দরের শর্ত পূরণ না করায় চরম ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। বিশেষ করে রেমিট্যান্স, রপ্তানি ও আমদানিকারকদের জন্য ভিন্ন পৃথক দর বেঁধে দেওয়া অবাস্তব হিসেবে দেখছেন তাঁরা। এমনকি বাংলাদেশ ব্যাংক যে দরে রিজার্ভ থেকে বাণিজ্যিক ব্যাংকের কাছে ডলার বিক্রি করে সেটিও বাজারভিত্তিক নয় বলে জানিয়েছে আইএমএফ।
আন্তর্জাতিক ঋণ দাতা সংস্থাটির ধারণা, বাজারভিত্তিক ডলার রেট না করায় রিজার্ভ আশঙ্কাজনক হারে কমছে। বৈঠকের পর সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গেও বৈঠক করেছেন আইএমএফ প্রতিনিধিরা। সেখানও শর্ত পালনের ব্যর্থতার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন সংস্থার সফররত সদস্যরা।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ও এনবিআরে অনুষ্ঠিত পৃথক বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সকালে বাংলাদেশ ব্যাংকে আইএমএফ ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় আইএমএফকে ঋণের শর্ত হিসেবে রিজার্ভ, ডলারের দর, সুদের হার, বাণিজ্য ঘাটতি, ব্যাংকের তারল্যসহ নানা বিষয়ে নেওয়া কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়।
আইএমএফের সদস্যরা রিজার্ভ কমে যাওয়া, ডলারের ভিন্ন ভিন্ন দর এবং দর নির্ধারণের পদ্ধতি নিয়ে অসন্তোষ জানানোর পাশাপাশি বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) কর্তৃক ডলারের দাম নির্ধারণ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের প্রশ্নে জর্জরিত করেছে সংস্থার কর্মকর্তারা।
কেন্দ্রীয় ব্যাংকের কোনো জবাবেই সন্তুষ্ট হতে পারেননি আইএমএফ প্রতিনিধিরা। তবে ডলারের মজুত বাড়াতে প্রচেষ্টা অব্যাহত রাখা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকে বৈঠকের পর বিকেলে এনবিআরের সঙ্গে বৈঠক করেন আইএমএফ কর্মকর্তারা। এ সময় এনবিআরের পক্ষ থেকে রাজস্ব খাতে নেওয়া নানান সংস্কার পদক্ষেপের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। তবে এতে অর্থবছরের প্রথম দুই মাসে কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে ব্যর্থতা, অটোমেশনে ধীর গতি ও গতানুগতিক রাজস্ব আদায়ের রূপরেখায় সন্তুষ্ট হতে পারেনি তাঁরা।
এ বিষয়ে বৈঠকে উপস্থিত এনবিআরের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ২০২৩–২৪ অর্থবছরের বাজেটে কর অব্যাহতি কমানো, আমদানি পর্যায়ের শুল্কহার ধীরে ধীরে কমানো ও করের আওতা বৃদ্ধির পরামর্শ ছিল আইএমএফের। সংস্থাটি আয়কর, ভ্যাট ও কাস্টমসের অটোমেশনে ধীর গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আগামী ৯ অক্টোবর এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে বৈঠকের পর তিন বিভাগের প্রশাসনের সঙ্গে বসতে চায় সংস্থাটি।

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
৪ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
৪ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
৭ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
৮ ঘণ্টা আগে