নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দ্রুত সমাধানের কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার কনফারেন্স কক্ষে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
দেশে বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের জন্য ফিকির প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে আশিক চৌধুরী বলেন, ‘আপনারা এফডিআই অর্জনের জন্য বহির্বিশ্বে বাংলাদেশের দূত হিসেবে কাজ করে থাকেন। আপনাদের মাধ্যমেই বিদেশে বাংলাদেশের প্রচার ঘটে। দেশে-বিদেশি বিনিয়োগ আসে।’
বিনিয়োগের জন্য বাংলাদেশ নিরাপদ স্থান দাবি করে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক বলেন, ‘বাংলাদেশ বরাবরই বিশ্বের অন্যতম নিরাপদ বিনিয়োগ গন্তব্য। আমরা আশা করছি, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বর্তমানে যে সমস্ত চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে তা আমরা দ্রুতই সমাধান করতে পারব।’ এ ছাড়া বৈদেশিক বিনিয়োগ উন্নয়নে বিডা ও ফিকির এক টিম হিসেবে কাজ করার প্রত্যয়ও জানান তিনি।
বিডা ও ফিকির মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি যোগ দেন নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফিকির সভাপতি জাভেদ আখতার। সভাপতিত্ব করেন বিডার সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম।
এর আগে, খন্দকার আজিজুল ইসলাম ও জাভেদ আখতার বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, পরিস্থিতি, নীতিমালা, বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন আইনের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা এবং বর্তমান প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) চিত্র তুলে ধরেন। এ সময়ে বিডা ও ফিকির কাজ এবং দেশে বিনিয়োগের তথ্য তুলে ধরা হয়।
প্রধান অতিথি লুৎফে সিদ্দিকী বিনিয়োগের ধারাবাহিকতা রক্ষা করে নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরির আহ্বান জানান। বেশি হারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিডা ও ফিকিকে যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলা করে এক হয়ে কাজ করার পরামর্শ দেন।
ড. খন্দকার আজিজুল ইসলাম বিডার সেবার কথা উল্লেখ করে ফিকির প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ‘গ্লোবাল নেটওয়ার্ক তৈরির মাধ্যমে এফডিআই আকর্ষণের অনুরোধ জানাই। বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বিডা সব সময় প্রস্তুত।’

দেশে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দ্রুত সমাধানের কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার কনফারেন্স কক্ষে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
দেশে বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের জন্য ফিকির প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে আশিক চৌধুরী বলেন, ‘আপনারা এফডিআই অর্জনের জন্য বহির্বিশ্বে বাংলাদেশের দূত হিসেবে কাজ করে থাকেন। আপনাদের মাধ্যমেই বিদেশে বাংলাদেশের প্রচার ঘটে। দেশে-বিদেশি বিনিয়োগ আসে।’
বিনিয়োগের জন্য বাংলাদেশ নিরাপদ স্থান দাবি করে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক বলেন, ‘বাংলাদেশ বরাবরই বিশ্বের অন্যতম নিরাপদ বিনিয়োগ গন্তব্য। আমরা আশা করছি, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বর্তমানে যে সমস্ত চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে তা আমরা দ্রুতই সমাধান করতে পারব।’ এ ছাড়া বৈদেশিক বিনিয়োগ উন্নয়নে বিডা ও ফিকির এক টিম হিসেবে কাজ করার প্রত্যয়ও জানান তিনি।
বিডা ও ফিকির মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি যোগ দেন নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফিকির সভাপতি জাভেদ আখতার। সভাপতিত্ব করেন বিডার সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম।
এর আগে, খন্দকার আজিজুল ইসলাম ও জাভেদ আখতার বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, পরিস্থিতি, নীতিমালা, বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন আইনের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা এবং বর্তমান প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) চিত্র তুলে ধরেন। এ সময়ে বিডা ও ফিকির কাজ এবং দেশে বিনিয়োগের তথ্য তুলে ধরা হয়।
প্রধান অতিথি লুৎফে সিদ্দিকী বিনিয়োগের ধারাবাহিকতা রক্ষা করে নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরির আহ্বান জানান। বেশি হারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিডা ও ফিকিকে যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলা করে এক হয়ে কাজ করার পরামর্শ দেন।
ড. খন্দকার আজিজুল ইসলাম বিডার সেবার কথা উল্লেখ করে ফিকির প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ‘গ্লোবাল নেটওয়ার্ক তৈরির মাধ্যমে এফডিআই আকর্ষণের অনুরোধ জানাই। বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বিডা সব সময় প্রস্তুত।’

বাংলাদেশে হিসাববিজ্ঞান পেশার ইতিহাসে এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। ১৭ জানুয়ারি ঢাকার হোটেল লো মেরিডিয়েনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬’। এই সম্মেলনে যোগ দিতে প্রথমবারের মতো ঢাকা আসছেন...
৩ ঘণ্টা আগে
বেজার সঙ্গে চুক্তি অনুযায়ী, জ্যান্ট অ্যাকসেসরিজ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পাঁচ একর জমিতে একটি পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্প ইউনিট স্থাপন করবে, যেখানে তুলনামূলকভাবে কম পানি ও বিদ্যুৎ ব্যবহার করা হবে এবং গ্যাসের প্রয়োজন হবে না।
৮ ঘণ্টা আগে
উন্নয়নশীল বিশ্বের প্রতি চারটি দেশের মধ্যে একটি দেশ এখনো ২০১৯ সালের তুলনায় দরিদ্র। ২০১৯ সাল ছিল কোভিড-১৯ মহামারির আগের সময়। এমনটাই জানিয়েছে, বিশ্ব ব্যাংক। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি বলেছে, নিম্নআয়ের অনেক দেশ গত বছরের শেষ পর্যন্ত ৬ বছরে বড় ধরনের নেতিবাচক ধাক্কা খেয়েছে।
১০ ঘণ্টা আগে
আবুল কালাম বলেন, ‘নতুন কমিশন দায়িত্ব নিয়েই পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে উদ্যোগ নেয়। কিন্তু ইস্যুয়ার কোম্পানি ও ইস্যু ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি, এখানে ভালো কোম্পানি তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে প্রাইসিংসহ আরও কয়েকটি সমস্যা বিদ্যমান। পরে টাস্কফোর্সের পরামর্শ ও সুপারিশ অনুযায়ী আইপিও
১২ ঘণ্টা আগে