নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবারও দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এ দফায় ভরিতে দাম কমেছে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা। সর্বোচ্চ দাম ছোঁয়ার দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে তিন দফায় দাম কমল মূল্যবান এ ধাতুর।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমায় নতুন দাম ঠিক করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।
নতুন দাম অনুসারে, সব থেকে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমে বিক্রি হবে ৮১ হাজার ২৯৮ টাকা। সোমবার পর্যন্ত দাম ছিল ৮২ হাজার ৩৪৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা কমিয়ে ৭৭ হাজার ৬২৪ টাকা করা হয়েছে। আগের দাম ছিল ৭৮ হাজার ৬১৫ টাকা। ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৪১৮ টাকা থেকে ৯৩৩ টাকা কমিয়ে বিক্রি হবে ৬৬ হাজার ৪৮৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৫৫ হাজার ৮৭০ টাকা থেকে ৭০০ টাকা কমে প্রতি ভরি বিক্রি হবে ৫৫ হাজার ১৭০ টাকায়।
তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।
এ নিয়ে এ মাসে চারবার স্বর্ণের দাম কম–বেশি করেছে বাজুস। এর মধ্যে গত ১১ সেপ্টেম্বর দাম বাড়ায় ২২ ক্যারেট স্বর্ণ ভরিপ্রতি রেকর্ড ৮৪ হাজার ৫৬৪ টাকা বিক্রি হয়। তারপর ১৫ সেপ্টেম্বর এবং ১৯ সেপ্টেম্বরের পর মঙ্গলবার থেকে আবারও দাম কমবে। এতে তিন দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ৩ হাজার ২৭৫ টাকা।

আবারও দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এ দফায় ভরিতে দাম কমেছে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা। সর্বোচ্চ দাম ছোঁয়ার দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে তিন দফায় দাম কমল মূল্যবান এ ধাতুর।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমায় নতুন দাম ঠিক করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।
নতুন দাম অনুসারে, সব থেকে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমে বিক্রি হবে ৮১ হাজার ২৯৮ টাকা। সোমবার পর্যন্ত দাম ছিল ৮২ হাজার ৩৪৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা কমিয়ে ৭৭ হাজার ৬২৪ টাকা করা হয়েছে। আগের দাম ছিল ৭৮ হাজার ৬১৫ টাকা। ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৪১৮ টাকা থেকে ৯৩৩ টাকা কমিয়ে বিক্রি হবে ৬৬ হাজার ৪৮৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৫৫ হাজার ৮৭০ টাকা থেকে ৭০০ টাকা কমে প্রতি ভরি বিক্রি হবে ৫৫ হাজার ১৭০ টাকায়।
তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।
এ নিয়ে এ মাসে চারবার স্বর্ণের দাম কম–বেশি করেছে বাজুস। এর মধ্যে গত ১১ সেপ্টেম্বর দাম বাড়ায় ২২ ক্যারেট স্বর্ণ ভরিপ্রতি রেকর্ড ৮৪ হাজার ৫৬৪ টাকা বিক্রি হয়। তারপর ১৫ সেপ্টেম্বর এবং ১৯ সেপ্টেম্বরের পর মঙ্গলবার থেকে আবারও দাম কমবে। এতে তিন দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ৩ হাজার ২৭৫ টাকা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল ও আমদানি বন্ধের প্রতিশ্রুতি চেয়েছে ক্যাব যুব সংসদ।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
৭ ঘণ্টা আগে
কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
২১ ঘণ্টা আগে