অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে আহ্বায়ক ও প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২৯ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির ২১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়েছে। সমিতির বর্তমান সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।
অন্তর্বর্তীকালীন কমিটির অন্য সদস্যরা হলেন– অধ্যাপক আবু আহমেদ, এ কে এম ফজলুল হক মিলন, অধ্যাপক ড. এ কে এম আতিকুর রহমান, অধ্যাপক ড. এম এ তসলিম, অধ্যাপক ড. এ টি এম নূরুল আমিন, অধ্যাপক ড. অতনু রব্বানী, প্রফেসর ড. আবুল কালাম আজাদ, প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা, মো. নূরুল আমিন, শহীদুল ইসলাম, মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল, অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম, অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, আশরাফুজ্জামান খান, আব্দুল বাকি, অধ্যাপক ড. মোহাম্মদ মুজাফ্ফর আহমেদ, অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান, অধ্যাপক ড. এ এইচ এম সেলিমউল্লাহ, অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, সৈয়দা নাজমা পারভীন পাপড়ি, পার্থ সারথী ঘোষ, ড. নাজমুল ইসলাম ও সৈয়দ এসরারুল হক সোপেন।
চলতি বছরের ১৮ মে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহক কমিটির নির্বাচনে সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের নেতৃত্বে ২৯ সদস্যের কমিটি নির্বাচিত হয়েছিলেন। ওই কমিটি দুই বছরের (২০২৪-২৬) জন্য দায়িত্ব পালন করার কথা ছিল।
কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ড. মো. আজিজুর রহমানকে সভাপতি করে বাংলাদেশ অর্থনীতি সমিতির এডহক কমিটি গঠন করা হয়।

ম্যানচেস্টার রুট স্থগিতের পূর্বঘোষিত সময় ১ ফেব্রুয়ারি থেকে পরিবর্তন করে ১ মার্চ নির্ধারণ করা হয়েছে। যাত্রীদের জন্য কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড, ফ্লাইট পরিবর্তন কিংবা লন্ডন হয়ে যাত্রার সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে সুবিধাজনক অন্য তারিখে ফ্লাইট পরিবর্তনের ক্ষেত্রেও অতিরিক্ত ফি প্রযোজ্য...
২৬ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার এখন ছয়টি মেগা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব তোলা হবে। প্রস্তাবিত মেগা প্রকল্পগুলোর মধ্যে পাঁচটির মেয়াদ চতুর্থবার এবং একটির পঞ্চমবার বাড়ানোর প্রক্রিয়ায় রয়েছে।
১৩ ঘণ্টা আগে
বাণিজ্যিক পোলট্রি খামারের জন্য এক দিন বয়সী প্যারেন্ট স্টক বা প্রজননকারী মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ করতে চায় সরকার। জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা, ২০২৬-এর চূড়ান্ত খসড়ায় এ ধরনের প্রস্তাব রাখা হয়েছে। খসড়ায় বলা হয়, দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়িয়ে ধাপে ধাপে আমদানিনির্ভরতা কমানোই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
১৩ ঘণ্টা আগে
এক দিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৫২ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম।
১৬ ঘণ্টা আগে