
পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য ৮০০ ডলারে বেঁধে দেওয়ার দেড় মাস না পেরোতেই এবার রপ্তানিই নিষিদ্ধ করল ভারত। এই রপ্তানি নিষেধাজ্ঞা আজ শুক্রবার থেকেই কার্যকর হয়েছে। এবিষয়ে গতকাল দেশটির বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের (ডিজিএফটিআই) কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ভারতের গণমাধ্যমগুলো বলছে, দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে এমন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। রাজধানী নয়াদিল্লির বাজারগুলোতে প্রতিকেজি পেঁয়াজ শুক্রবার ৭০ থেকে ৮০ রুপিতে বিক্রি হচ্ছে।
ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় গত ২৯ অক্টোবর প্রতি টন পেঁয়াজের রপ্তানিমূল্য ৮০০ ডলার নির্ধারণ করা হয়। প্রথমে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ বিধিনিষেধ দেওয়া হয়েছিল। গতকাল তা সংশোধন করে নিষিদ্ধ করা হয়।
ডিজিএফটিআইয়ের প্রজ্ঞাপনে বলা হয়, পেঁয়াজের রপ্তানি নীতি সংশোধন করে ‘উন্মুক্ত’ থেকে ‘২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত নিষিদ্ধ’ করা হয়েছে। অর্থাৎ ৮ ডিসেম্বর থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ থাকবে। এতোদিন রপ্তানি মূল্যের শর্তে চালু ছিল।
বাণিজ্যিক রপ্তানি নিষিদ্ধ হলেও অন্য দেশের সরকারের অনুরোধের ভিত্তিতে ভারত সরকারের অনুমতির মাধ্যমে পেঁয়াজ রপ্তানির সুযোগ থাকবে। এছাড়াও কোন কোন ক্ষেত্রে রপ্তানি নিষেধাজ্ঞা কার্যকর হবে না, তা প্রজ্ঞাপনে তুলে ধরা হয়েছে-
১. এই প্রজ্ঞাপন জারির আগেই ইতোমধ্যে রপ্তানির জন্য যেসব পেঁয়াজ বোঝাই করা শুরু হয়েছে, সেগুলোর জন্য নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
২. প্রজ্ঞাপন জারির আগে জাহাজের ভাড়া পরিশোধ হয়ে থাকলে ও পেঁয়াজ বোঝাই করার জন্য নৌযান বন্দরে নোঙর করে থাকলে এবং রোটেশন নম্বর বরাদ্দ হয়ে থাকলে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রমাণপত্র লাগবে।
৩. এছাড়া প্রজ্ঞাপন জারি আগে পেঁয়াজের চালান শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হয়ে গেলে ও সিস্টেমে নিবন্ধিত হলে অথবা চালান রপ্তানির জন্য শুল্ক স্টেশনে পৌঁছে গেলে ও স্টেশনের কাস্টডিয়ানের সিস্টেমে নিবন্ধিত হলে এবং সিল ও তারিখসহ সত্যায়িত থাকলে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত করা যাবে।
দেশে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে গত আগস্টে ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। তখন এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, এমনকি তাঁরা ধর্মঘটও করেন। এর মধ্যেই ন্যূনতম রপ্তানিমূল্য বেঁধে দেওয়া হয়েছিল।
সরকারি তথ্যানুযায়ী, গত ২৯ নভেম্বর ভারতে পেঁয়াজের খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৫৮ দশমিক ৮৫ রুপি। এক বছর আগে দাম ছিল ২৯ দশমিক ৭৬ রুপি। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটিতে পেঁয়াজের দাম বেড়েছে ৯৪ দশমিক ৩৯ শতাংশ।

পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য ৮০০ ডলারে বেঁধে দেওয়ার দেড় মাস না পেরোতেই এবার রপ্তানিই নিষিদ্ধ করল ভারত। এই রপ্তানি নিষেধাজ্ঞা আজ শুক্রবার থেকেই কার্যকর হয়েছে। এবিষয়ে গতকাল দেশটির বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের (ডিজিএফটিআই) কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ভারতের গণমাধ্যমগুলো বলছে, দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে এমন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। রাজধানী নয়াদিল্লির বাজারগুলোতে প্রতিকেজি পেঁয়াজ শুক্রবার ৭০ থেকে ৮০ রুপিতে বিক্রি হচ্ছে।
ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় গত ২৯ অক্টোবর প্রতি টন পেঁয়াজের রপ্তানিমূল্য ৮০০ ডলার নির্ধারণ করা হয়। প্রথমে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ বিধিনিষেধ দেওয়া হয়েছিল। গতকাল তা সংশোধন করে নিষিদ্ধ করা হয়।
ডিজিএফটিআইয়ের প্রজ্ঞাপনে বলা হয়, পেঁয়াজের রপ্তানি নীতি সংশোধন করে ‘উন্মুক্ত’ থেকে ‘২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত নিষিদ্ধ’ করা হয়েছে। অর্থাৎ ৮ ডিসেম্বর থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ থাকবে। এতোদিন রপ্তানি মূল্যের শর্তে চালু ছিল।
বাণিজ্যিক রপ্তানি নিষিদ্ধ হলেও অন্য দেশের সরকারের অনুরোধের ভিত্তিতে ভারত সরকারের অনুমতির মাধ্যমে পেঁয়াজ রপ্তানির সুযোগ থাকবে। এছাড়াও কোন কোন ক্ষেত্রে রপ্তানি নিষেধাজ্ঞা কার্যকর হবে না, তা প্রজ্ঞাপনে তুলে ধরা হয়েছে-
১. এই প্রজ্ঞাপন জারির আগেই ইতোমধ্যে রপ্তানির জন্য যেসব পেঁয়াজ বোঝাই করা শুরু হয়েছে, সেগুলোর জন্য নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
২. প্রজ্ঞাপন জারির আগে জাহাজের ভাড়া পরিশোধ হয়ে থাকলে ও পেঁয়াজ বোঝাই করার জন্য নৌযান বন্দরে নোঙর করে থাকলে এবং রোটেশন নম্বর বরাদ্দ হয়ে থাকলে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রমাণপত্র লাগবে।
৩. এছাড়া প্রজ্ঞাপন জারি আগে পেঁয়াজের চালান শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হয়ে গেলে ও সিস্টেমে নিবন্ধিত হলে অথবা চালান রপ্তানির জন্য শুল্ক স্টেশনে পৌঁছে গেলে ও স্টেশনের কাস্টডিয়ানের সিস্টেমে নিবন্ধিত হলে এবং সিল ও তারিখসহ সত্যায়িত থাকলে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত করা যাবে।
দেশে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে গত আগস্টে ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। তখন এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, এমনকি তাঁরা ধর্মঘটও করেন। এর মধ্যেই ন্যূনতম রপ্তানিমূল্য বেঁধে দেওয়া হয়েছিল।
সরকারি তথ্যানুযায়ী, গত ২৯ নভেম্বর ভারতে পেঁয়াজের খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৫৮ দশমিক ৮৫ রুপি। এক বছর আগে দাম ছিল ২৯ দশমিক ৭৬ রুপি। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটিতে পেঁয়াজের দাম বেড়েছে ৯৪ দশমিক ৩৯ শতাংশ।

নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৩ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১১ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১১ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
১১ ঘণ্টা আগে