আজকের পত্রিকা ডেস্ক

বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে মোট ১০৬ দশমিক তিন কোটি মার্কিন ডলার ঋণ দেবে জাপান। আজ শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টার সফরের তৃতীয় দিনে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়।
এর মধ্যে ৬৪ কোটিরও বেশি ডলার ঋণ দেওয়া হবে জয়দেবপুর-ঈশ্বরদী রুটকে ডুয়েল গেজ ডাবল রেললাইন হিসেবে উন্নীত করার জন্য। প্রায় ৪২ কোটি ডলার দেওয়া হবে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য। এর বাইরে জাপান ৪২ লাখ ডলার অনুদান দেবে মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে বৃত্তি হিসেবে।
বাংলাদেশ সরকারের পক্ষে জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত শিনইচি সাইদা নিজ নিজ দেশের হয়ে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এই স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
৬ সমঝোতা স্মারক সই
প্রধান উপদেষ্টার জাপান সফরের তৃতীয় দিন আজ দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতাসংক্রান্ত ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
জ্বালানি খাতে প্রকল্প বাস্তবায়নের সহযোগিতা জোরদার করতে এমওইউ সই হয় জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) ও বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে।
বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলে একটি জমি লিজসংক্রান্ত চুক্তি হয়েছে জাপানের অনোডা ইনক ও বাংলাদেশ এসইজেড লিমিটেডের মধ্যে। অনোডা জাইকার উদ্যোগে একটি গ্যাস মিটার সংযোজনের কারখানা স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে।
একটি কারখানায় গার্মেন্টস অ্যাকসেসরিজ উৎপাদনের কারখানা স্থাপনের জন্য অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ দেওয়ার বিষয়ে এসইজেড লিমিটেড ও নেক্সিস কো. লিমিটেড একটি এমওইউ সই করেছে।
ব্যাটারিচালিত বাইসাইকেল ও বৈদ্যুতিক মোটরসাইকেল তৈরির একটি কারখানা স্থাপনের বিষয়ে এমওইউ সই করেছে গ্লাগিট, মুসাসি সিমিতিসু ইন্ডাস্ট্রি গ্লাফিট ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরের ক্ষেত্রে তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে দুই কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে একটি প্রকল্প বাস্তবায়নের জন্য জাপানের কিপার কোর কো. লিমিটেডের সঙ্গে বিডা একটি এমওইউ সই করেছে।
বাংলাদেশের বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থার সেবাকে এক-দরজায় একত্রিত করার বিষয়ে এমওইউ সই করেছে বিডা ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
মুহাম্মদ ইউনূস আজ যৌথভাবে জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) ও জাইকার আয়োজনে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে একটি সেমিনারেও বক্তৃতা করেন।
জাপানের সোকা বিশ্ববিদ্যালয় মুহাম্মদ ইউনূসকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে।
মুহাম্মদ ইউনূস নিক্কি ফোরামের আয়োজনে ‘এশিয়ার ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলন ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য গত বুধবার ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়কারী লামিয়া মোরশেদসহ অন্য কর্মকর্তারা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হন।
প্রধান উপদেষ্টার আগামীকাল শনিবার রাতে ঢাকা ফেরার কথা রয়েছে।

বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে মোট ১০৬ দশমিক তিন কোটি মার্কিন ডলার ঋণ দেবে জাপান। আজ শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টার সফরের তৃতীয় দিনে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়।
এর মধ্যে ৬৪ কোটিরও বেশি ডলার ঋণ দেওয়া হবে জয়দেবপুর-ঈশ্বরদী রুটকে ডুয়েল গেজ ডাবল রেললাইন হিসেবে উন্নীত করার জন্য। প্রায় ৪২ কোটি ডলার দেওয়া হবে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য। এর বাইরে জাপান ৪২ লাখ ডলার অনুদান দেবে মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে বৃত্তি হিসেবে।
বাংলাদেশ সরকারের পক্ষে জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত শিনইচি সাইদা নিজ নিজ দেশের হয়ে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এই স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
৬ সমঝোতা স্মারক সই
প্রধান উপদেষ্টার জাপান সফরের তৃতীয় দিন আজ দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতাসংক্রান্ত ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
জ্বালানি খাতে প্রকল্প বাস্তবায়নের সহযোগিতা জোরদার করতে এমওইউ সই হয় জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) ও বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে।
বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলে একটি জমি লিজসংক্রান্ত চুক্তি হয়েছে জাপানের অনোডা ইনক ও বাংলাদেশ এসইজেড লিমিটেডের মধ্যে। অনোডা জাইকার উদ্যোগে একটি গ্যাস মিটার সংযোজনের কারখানা স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে।
একটি কারখানায় গার্মেন্টস অ্যাকসেসরিজ উৎপাদনের কারখানা স্থাপনের জন্য অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ দেওয়ার বিষয়ে এসইজেড লিমিটেড ও নেক্সিস কো. লিমিটেড একটি এমওইউ সই করেছে।
ব্যাটারিচালিত বাইসাইকেল ও বৈদ্যুতিক মোটরসাইকেল তৈরির একটি কারখানা স্থাপনের বিষয়ে এমওইউ সই করেছে গ্লাগিট, মুসাসি সিমিতিসু ইন্ডাস্ট্রি গ্লাফিট ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরের ক্ষেত্রে তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে দুই কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে একটি প্রকল্প বাস্তবায়নের জন্য জাপানের কিপার কোর কো. লিমিটেডের সঙ্গে বিডা একটি এমওইউ সই করেছে।
বাংলাদেশের বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থার সেবাকে এক-দরজায় একত্রিত করার বিষয়ে এমওইউ সই করেছে বিডা ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
মুহাম্মদ ইউনূস আজ যৌথভাবে জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) ও জাইকার আয়োজনে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে একটি সেমিনারেও বক্তৃতা করেন।
জাপানের সোকা বিশ্ববিদ্যালয় মুহাম্মদ ইউনূসকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে।
মুহাম্মদ ইউনূস নিক্কি ফোরামের আয়োজনে ‘এশিয়ার ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলন ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য গত বুধবার ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়কারী লামিয়া মোরশেদসহ অন্য কর্মকর্তারা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হন।
প্রধান উপদেষ্টার আগামীকাল শনিবার রাতে ঢাকা ফেরার কথা রয়েছে।

ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, নতুন নিয়মে উৎপাদন প্রক্রিয়ার শর্ত অনেক শিথিল করা হয়েছে। আগে নিয়ম ছিল, পোশাক তৈরির অন্তত দুটি বড় ধাপ বা প্রক্রিয়া অবশ্যই শ্রীলঙ্কার ভেতরে সম্পন্ন হতে হবে। এখন সেই বাধ্যবাধকতা আর থাকছে না।
১৮ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার ওপর ভারতের জ্বালানি তেলের ক্রমবর্ধমান নির্ভরতা কমিয়ে আনতে বড় ধরনের কৌশলগত চাল দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এখন সেই তেল ভারতের কাছে বিক্রির প্রস্তাব দিতে চলেছে যুক্তরাষ্ট্র।
১ দিন আগে
বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তা যখন ক্রমেই বড় উদ্বেগ আর কৌশলগত ইস্যুতে পরিণত হচ্ছে, তখন কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যের মানসম্মত উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি—উভয় ক্ষেত্রেই দেশের সামনে এক বিরল সুযোগ তৈরি হয়েছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, বৈশ্বিক কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির বাজারের আকার ৪ ট্রিলিয়ন...
১ দিন আগে
‘সরবরাহ সংকটের’ কারণে এমনিতেই নৈরাজ্য চলছিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বাজারে। এর মধ্যে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির ডাকা ধর্মঘটের কারণে গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চরম সংকট দেখা দেয়। এ সুযোগে মজুত করা সিলিন্ডার ইচ্ছামতো দামে বিক্রি করেন কিছু খুচরা ও পাইকারি...
১ দিন আগে