নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্স আয় কমে যাওয়া নিয়ে চিন্তিত সরকার। তাই প্রবাসী আয়ের ধারা আগের অবস্থানে নিতে বৈধ পথে অর্থ দেশে প্রেরণে ২ দশমিক ৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করা হয়।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য জাতীয় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এতে তিনি দেশে রেমিট্যান্স প্রবাহ পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে এ প্রস্তাব করেন। একই সঙ্গে এ অর্থবছরে ৮ লাখ ১০ হাজার শ্রমিক বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরে দেশের প্রবাসী আয় রেকর্ড ৩৬ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। তবে ২০২১-২২ অর্থবছরের শুরু থেকে বিদেশ থেকে আয় কিছুটা কমতে শুরু করে। এ জন্য বৈধ পথে বিদেশ থেকে আরও বেশি করে টাকা পাঠানোকে উৎসাহিত করতে আগের ২ শতাংশের সঙ্গে আরও দশমিক ৫ শতাংশ নগদ প্রণোদনা ২০২২ সালের জানুয়ারিতে নির্ধারণ করা হয়েছিল।
আ হ ম মোস্তফা কামাল বলেন, ‘আগে ৫ হাজার মার্কিন ডলারের বেশি অর্থ পাঠাতে হলে তা বিদেশের এক্সচেঞ্জ হাউস থেকে পাঠানোর বাধ্যবাধকতা ছিল, যা সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে। এ পদক্ষেপগুলোর কারণে সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স আসা আবারও বাড়তে শুরু করেছে। আশা করা যায় যে, শিগগিরই প্রবাসী আয়ে প্রবৃদ্ধির ধারা ফিরে আসবে। আগামী অর্থবছরেও এ খাতে ২ দশমিক ৫ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করছি।’
জাতীয় বাজেট সম্পর্কে জানতে: এখানে ক্লিক করুন
২০২১-২২ অর্থবছরে বিদেশে শ্রমিক রপ্তানির বিস্তারিত তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরে উপজেলা পর্যায়ে ১০০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ আরম্ভ করা হবে। এ ছাড়া এ অর্থবছরে ৮ লাখ ১০ হাজার বাংলাদেশি কর্মীর বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করা এবং ৫ লাখ ২০ হাজার জনকে বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে।
এই সম্পর্কিত পড়ুন:

প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্স আয় কমে যাওয়া নিয়ে চিন্তিত সরকার। তাই প্রবাসী আয়ের ধারা আগের অবস্থানে নিতে বৈধ পথে অর্থ দেশে প্রেরণে ২ দশমিক ৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করা হয়।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য জাতীয় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এতে তিনি দেশে রেমিট্যান্স প্রবাহ পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে এ প্রস্তাব করেন। একই সঙ্গে এ অর্থবছরে ৮ লাখ ১০ হাজার শ্রমিক বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরে দেশের প্রবাসী আয় রেকর্ড ৩৬ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। তবে ২০২১-২২ অর্থবছরের শুরু থেকে বিদেশ থেকে আয় কিছুটা কমতে শুরু করে। এ জন্য বৈধ পথে বিদেশ থেকে আরও বেশি করে টাকা পাঠানোকে উৎসাহিত করতে আগের ২ শতাংশের সঙ্গে আরও দশমিক ৫ শতাংশ নগদ প্রণোদনা ২০২২ সালের জানুয়ারিতে নির্ধারণ করা হয়েছিল।
আ হ ম মোস্তফা কামাল বলেন, ‘আগে ৫ হাজার মার্কিন ডলারের বেশি অর্থ পাঠাতে হলে তা বিদেশের এক্সচেঞ্জ হাউস থেকে পাঠানোর বাধ্যবাধকতা ছিল, যা সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে। এ পদক্ষেপগুলোর কারণে সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স আসা আবারও বাড়তে শুরু করেছে। আশা করা যায় যে, শিগগিরই প্রবাসী আয়ে প্রবৃদ্ধির ধারা ফিরে আসবে। আগামী অর্থবছরেও এ খাতে ২ দশমিক ৫ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করছি।’
জাতীয় বাজেট সম্পর্কে জানতে: এখানে ক্লিক করুন
২০২১-২২ অর্থবছরে বিদেশে শ্রমিক রপ্তানির বিস্তারিত তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরে উপজেলা পর্যায়ে ১০০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ আরম্ভ করা হবে। এ ছাড়া এ অর্থবছরে ৮ লাখ ১০ হাজার বাংলাদেশি কর্মীর বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করা এবং ৫ লাখ ২০ হাজার জনকে বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে।
এই সম্পর্কিত পড়ুন:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার দেশের সব পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে পোশাকমালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ মঙ্গলবার পোশাকমালিকদের কাছে পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়। একই সঙ্গে জানাজার আগপর্যন্ত দেশের বিপণ
১ দিন আগে
জ্বালানি তেল প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. জাহাঙ্গীর আলম মামলাটি করেন।
২ দিন আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ।
২ দিন আগে
শীতের রাত পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই যশোরের গ্রামাঞ্চলে শুরু হয় ব্যস্ততা। খেজুরগাছের নিচে হাজির হন গাছিরা। আগের বিকেলে কাটা গাছের ‘চোখ’ বেয়ে সারা রাত মাটির হাঁড়িতে জমেছে সুমিষ্ট খেজুর রস।
৩ দিন আগে