নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনের সাবেক সভাপতি কাজী মুনিরুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন না থাকে, তবে শ্রমিকদের বেতন-বোনাসের দায়িত্ব কারখানা মালিকরা নিতে পারবে না।
আজ বুধবার বিজিএমইএ নির্বাচন উপলক্ষে সম্মিলিত পরিষদ আয়োজিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মিলিত পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন কাজী মুনির।
অনুষ্ঠানে কাজী মুনিরুজ্জামান পোশাক খাতের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, ‘আমরা যখন তৈরি পোশাক ব্যবসা শুরু করি, তখন রপ্তানি ছিল মাত্র ১২ হাজার ডলার। এখন এটি প্রায় ৫০ বিলিয়ন ডলারের বাজার। কলমাকান্দার যে নারী নিগৃহীত ছিল, সে এখন নিজে উপার্জন করে সুখের জীবন পেয়েছে। এই খাতের উন্নয়নে আগেও আমরা কাজ করেছি, ভবিষ্যতেও করব।’
তবে তিনি বর্তমান চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘যদি আমরা রপ্তানি না করতে পারি, তবে বেতন-বোনাস কী করে দেব? আমাদের হাত-পা বেঁধে সাঁতার কাটতে বললে কি তা সম্ভব?’ "
অনুষ্ঠানে বিজিএমইএর সাবেক সভাপতি ও প্যানেলের সমন্বয়ক ফারুক হাসান, প্যানেল লিডার আবুল কালামসহ সম্মিলিত পরিষদের অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আবুল কালাম তাঁর নির্বাচনী ইশতেহারে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে সহায়তা এবং বিদ্যুৎ-জ্বালানি নিরাপত্তায় বিকল্প প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নসহ মোট ১২টি পরিকল্পনা’ তুলে ধরেন। ফারুক হাসান ব্যবসার বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে পোশাক খাতের সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনের সাবেক সভাপতি কাজী মুনিরুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন না থাকে, তবে শ্রমিকদের বেতন-বোনাসের দায়িত্ব কারখানা মালিকরা নিতে পারবে না।
আজ বুধবার বিজিএমইএ নির্বাচন উপলক্ষে সম্মিলিত পরিষদ আয়োজিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মিলিত পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন কাজী মুনির।
অনুষ্ঠানে কাজী মুনিরুজ্জামান পোশাক খাতের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, ‘আমরা যখন তৈরি পোশাক ব্যবসা শুরু করি, তখন রপ্তানি ছিল মাত্র ১২ হাজার ডলার। এখন এটি প্রায় ৫০ বিলিয়ন ডলারের বাজার। কলমাকান্দার যে নারী নিগৃহীত ছিল, সে এখন নিজে উপার্জন করে সুখের জীবন পেয়েছে। এই খাতের উন্নয়নে আগেও আমরা কাজ করেছি, ভবিষ্যতেও করব।’
তবে তিনি বর্তমান চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘যদি আমরা রপ্তানি না করতে পারি, তবে বেতন-বোনাস কী করে দেব? আমাদের হাত-পা বেঁধে সাঁতার কাটতে বললে কি তা সম্ভব?’ "
অনুষ্ঠানে বিজিএমইএর সাবেক সভাপতি ও প্যানেলের সমন্বয়ক ফারুক হাসান, প্যানেল লিডার আবুল কালামসহ সম্মিলিত পরিষদের অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আবুল কালাম তাঁর নির্বাচনী ইশতেহারে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে সহায়তা এবং বিদ্যুৎ-জ্বালানি নিরাপত্তায় বিকল্প প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নসহ মোট ১২টি পরিকল্পনা’ তুলে ধরেন। ফারুক হাসান ব্যবসার বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে পোশাক খাতের সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
৯ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
৯ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
৯ ঘণ্টা আগে
দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৯ ঘণ্টা আগে