নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক পরিমণ্ডলে মূল্যস্ফীতির হার কমাতে হবে এবং ডলারের বিনিময় হার উদ্যোক্তাদের অনুকূলে রাখতে হবে। এ ছাড়া শ্রম বাজার তৈরির জন্য বেসরকারি খাতকে প্রণোদনা দিয়ে চাঙা রাখার আহ্বান জানিয়েছে দেশি–বিদেশি বিশেষজ্ঞরা।
আজ বুধবার তিন দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স উদ্যোক্তা অর্থনীতি ক্লাবের উদ্যোগে ঢাকা স্কুল অব ইকোনমিকস–এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
‘বৈশ্বিক মন্দার মধ্যেও এগিয়ে যাওয়া এবং উদ্যোক্তা শ্রেণির করণীয়’ শীর্ষক এই কনফারেন্সে সেশন চেয়ার ছিলেন আইটি বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের কো–অর্ডিনেটর অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেক্রেটারি অ্যাম্বাসেডর অ্যান্ড রাইটার এ কে এম আতিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিআইডিএস–এর রিসার্চ ডিরেক্টর ড. আনোয়ারা বেগম। অনুষ্ঠানের তিন দিনে কনফারেন্সে মোট ৫৪টি প্রবন্ধ দেশ–বিদেশ থেকে উপস্থাপিত হয়। এতে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পান কানাডার নিউ ব্রুসউইক সেন্ট জন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাক এম. হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ দেশে ব্যাংকিং খাতকে ঋণখেলাপি থেকে বেরিয়ে আসতে হবে। এ দেশে বেসরকারি স্বাস্থ্য খাতের গলাকাটা ব্যবস্থা বন্ধ করার জন্য সরকারকে নতুন উদ্যোক্তা তৈরির ব্যবস্থা নিতে হবে।
ড. মুহাম্মদ মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনকল্যাণমূলক নীতির কারণে ৫ম বার নির্বাচিত হয়েছেন। তিনি আশা করেন, ঢাকা স্কুল অব ইকোনমিকস উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের আওতায় অনার্স, মাস্টার্স এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে অধিকতর সহায়তা আর্থিক এবং ইনকিউবেটর স্থাপনে সহায়তা করবেন। এ ছাড়া উদ্যোক্তাদের প্রসারে একদিন বিশেষ দিবস ঘোষণা করবেন।
সমাপনী অধিবেশনে বরেণ্য অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদের প্রবন্ধ পাঠ করেন মাস্টার্স–এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের ছাত্রী জাহেরা কুদ্দুস। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— উনমুননাহার আজমিন, ড. সারা তাসনিম, রেহানা পারভীন, শামিম আহমেদ এবং নাভিদ শাহরিয়ার রহমান অর্ণব।

উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক পরিমণ্ডলে মূল্যস্ফীতির হার কমাতে হবে এবং ডলারের বিনিময় হার উদ্যোক্তাদের অনুকূলে রাখতে হবে। এ ছাড়া শ্রম বাজার তৈরির জন্য বেসরকারি খাতকে প্রণোদনা দিয়ে চাঙা রাখার আহ্বান জানিয়েছে দেশি–বিদেশি বিশেষজ্ঞরা।
আজ বুধবার তিন দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স উদ্যোক্তা অর্থনীতি ক্লাবের উদ্যোগে ঢাকা স্কুল অব ইকোনমিকস–এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
‘বৈশ্বিক মন্দার মধ্যেও এগিয়ে যাওয়া এবং উদ্যোক্তা শ্রেণির করণীয়’ শীর্ষক এই কনফারেন্সে সেশন চেয়ার ছিলেন আইটি বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের কো–অর্ডিনেটর অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেক্রেটারি অ্যাম্বাসেডর অ্যান্ড রাইটার এ কে এম আতিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিআইডিএস–এর রিসার্চ ডিরেক্টর ড. আনোয়ারা বেগম। অনুষ্ঠানের তিন দিনে কনফারেন্সে মোট ৫৪টি প্রবন্ধ দেশ–বিদেশ থেকে উপস্থাপিত হয়। এতে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পান কানাডার নিউ ব্রুসউইক সেন্ট জন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাক এম. হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ দেশে ব্যাংকিং খাতকে ঋণখেলাপি থেকে বেরিয়ে আসতে হবে। এ দেশে বেসরকারি স্বাস্থ্য খাতের গলাকাটা ব্যবস্থা বন্ধ করার জন্য সরকারকে নতুন উদ্যোক্তা তৈরির ব্যবস্থা নিতে হবে।
ড. মুহাম্মদ মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনকল্যাণমূলক নীতির কারণে ৫ম বার নির্বাচিত হয়েছেন। তিনি আশা করেন, ঢাকা স্কুল অব ইকোনমিকস উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের আওতায় অনার্স, মাস্টার্স এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে অধিকতর সহায়তা আর্থিক এবং ইনকিউবেটর স্থাপনে সহায়তা করবেন। এ ছাড়া উদ্যোক্তাদের প্রসারে একদিন বিশেষ দিবস ঘোষণা করবেন।
সমাপনী অধিবেশনে বরেণ্য অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদের প্রবন্ধ পাঠ করেন মাস্টার্স–এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের ছাত্রী জাহেরা কুদ্দুস। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— উনমুননাহার আজমিন, ড. সারা তাসনিম, রেহানা পারভীন, শামিম আহমেদ এবং নাভিদ শাহরিয়ার রহমান অর্ণব।

দেশে চলমান এলপি গ্যাসের সরবরাহ সংকট কাটাতে এবার রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে। বিপিসির নিজস্ব সক্ষমতা না থাকায় এলপি...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশে হিসাববিজ্ঞান পেশার ইতিহাসে এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। ১৭ জানুয়ারি ঢাকার হোটেল লো মেরিডিয়েনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬’। এই সম্মেলনে যোগ দিতে প্রথমবারের মতো ঢাকা আসছেন...
৯ ঘণ্টা আগে
বেজার সঙ্গে চুক্তি অনুযায়ী, জ্যান্ট অ্যাকসেসরিজ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পাঁচ একর জমিতে একটি পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্প ইউনিট স্থাপন করবে, যেখানে তুলনামূলকভাবে কম পানি ও বিদ্যুৎ ব্যবহার করা হবে এবং গ্যাসের প্রয়োজন হবে না।
১৪ ঘণ্টা আগে
উন্নয়নশীল বিশ্বের প্রতি চারটি দেশের মধ্যে একটি দেশ এখনো ২০১৯ সালের তুলনায় দরিদ্র। ২০১৯ সাল ছিল কোভিড-১৯ মহামারির আগের সময়। এমনটাই জানিয়েছে, বিশ্ব ব্যাংক। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি বলেছে, নিম্নআয়ের অনেক দেশ গত বছরের শেষ পর্যন্ত ৬ বছরে বড় ধরনের নেতিবাচক ধাক্কা খেয়েছে।
১৬ ঘণ্টা আগে