Ajker Patrika

উদ্যোক্তাদের জন্য ডলার বিনিময় হার অনুকূলে রাখার আহ্বান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উদ্যোক্তাদের জন্য ডলার বিনিময় হার অনুকূলে রাখার আহ্বান 

উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক পরিমণ্ডলে মূল্যস্ফীতির হার কমাতে হবে এবং ডলারের বিনিময় হার উদ্যোক্তাদের অনুকূলে রাখতে হবে। এ ছাড়া শ্রম বাজার তৈরির জন্য বেসরকারি খাতকে প্রণোদনা দিয়ে চাঙা রাখার আহ্বান জানিয়েছে দেশি–বিদেশি বিশেষজ্ঞরা।

আজ বুধবার তিন দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স উদ্যোক্তা অর্থনীতি ক্লাবের উদ্যোগে ঢাকা স্কুল অব ইকোনমিকস–এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

‘বৈশ্বিক মন্দার মধ্যেও এগিয়ে যাওয়া এবং উদ্যোক্তা শ্রেণির করণীয়’ শীর্ষক এই কনফারেন্সে সেশন চেয়ার ছিলেন আইটি বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের কো–অর্ডিনেটর অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেক্রেটারি অ্যাম্বাসেডর অ্যান্ড রাইটার এ কে এম আতিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিআইডিএস–এর রিসার্চ ডিরেক্টর ড. আনোয়ারা বেগম। অনুষ্ঠানের তিন দিনে কনফারেন্সে মোট ৫৪টি প্রবন্ধ দেশ–বিদেশ থেকে উপস্থাপিত হয়। এতে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পান কানাডার নিউ ব্রুসউইক সেন্ট জন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাক এম. হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ দেশে ব্যাংকিং খাতকে ঋণখেলাপি থেকে বেরিয়ে আসতে হবে। এ দেশে বেসরকারি স্বাস্থ্য খাতের গলাকাটা ব্যবস্থা বন্ধ করার জন্য সরকারকে নতুন উদ্যোক্তা তৈরির ব্যবস্থা নিতে হবে।

ড. মুহাম্মদ মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনকল্যাণমূলক নীতির কারণে ৫ম বার নির্বাচিত হয়েছেন। তিনি আশা করেন, ঢাকা স্কুল অব ইকোনমিকস উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের আওতায় অনার্স, মাস্টার্স এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে অধিকতর সহায়তা আর্থিক এবং ইনকিউবেটর স্থাপনে সহায়তা করবেন। এ ছাড়া উদ্যোক্তাদের প্রসারে একদিন বিশেষ দিবস ঘোষণা করবেন।

সমাপনী অধিবেশনে বরেণ্য অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদের প্রবন্ধ পাঠ করেন মাস্টার্স–এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের ছাত্রী জাহেরা কুদ্দুস। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— উনমুননাহার আজমিন, ড. সারা তাসনিম, রেহানা পারভীন, শামিম আহমেদ এবং নাভিদ শাহরিয়ার রহমান অর্ণব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত