নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেখ হাসিনা সরকারের পতনের পর জনগণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পুঁজিবাজারে যে উত্থান হয়েছিল, তা সমন্বয় হয়েছে গত কয়েক দিনের দরপতনে। গতকাল বৃহস্পতিবার ফের সূচক লাফ ও লেনদেনে গতি ফিরেছে। তবে অনেকেই বলছেন, দেশের অন্য খাতের মতো পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পুঁজিবাজারও। তাই কিছুটা অস্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে।
৫ আগস্ট সরকার পতনের পর ৬ আগস্ট থেকে পুঁজিবাজারে টানা চার কর্মদিবস উল্লম্ফন দেখা যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বাড়ে ৮০০ পয়েন্টের কাছাকাছি। এরপর টানা পাঁচ কার্যদিবস পতনে সূচক কমে ৩৪৫ পয়েন্ট। এরপর গতকাল বৃহস্পতিবার ডিএসইর সাধারণ সূচক ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৯৯ পয়েন্টে উঠে এসেছে। লেনদেন বেড়েছে ২৪১ কোটি টাকা। দিনভর ডিএসইতে হাতবদল হয়েছে ৭৭৮ কোটি ৫৫ লাখ টাকা, যা আগের দিন ছিল ৫৩৬ কোটি ৮৩ লাখ টাকা।
এর মধ্যে ১১ আগস্ট বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। ১২ আগস্ট পদত্যাগ করেন সংস্থাটির দুজন কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম।
১৮ আগস্ট বিশিষ্ট ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে বেছে নেয় অর্থ মন্ত্রণালয়। তবে বিএসইসির দুজন কমিশনারের পদ ফাঁকা রয়েছে। নতুন কমিশনার নিয়োগের মধ্য দিয়ে নতুন কমিশনের যাত্রা শুরু হবে।
এ ছাড়াও সিডিবিএল ও সিসিবিএলেও সংস্কারের সম্ভাবনা রয়েছে। এসব পরিবর্তনের ওপর নজর রাখছেন পুঁজিবাজার বিশ্লেষক, বিভিন্ন অংশী প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীরা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক আল-আমিন বলেন, এখনো পরিপূর্ণভাবে সব সংগঠিত হয়নি। পরিবর্তন চলছে, এটা পুরোপুরি গঠিত না হওয়া পর্যন্ত আরেকটু অপেক্ষা করতে হবে। এ মুহূর্তে সবাই অপেক্ষায় আছেন, পর্যবেক্ষণে আছেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর জনগণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পুঁজিবাজারে যে উত্থান হয়েছিল, তা সমন্বয় হয়েছে গত কয়েক দিনের দরপতনে। গতকাল বৃহস্পতিবার ফের সূচক লাফ ও লেনদেনে গতি ফিরেছে। তবে অনেকেই বলছেন, দেশের অন্য খাতের মতো পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পুঁজিবাজারও। তাই কিছুটা অস্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে।
৫ আগস্ট সরকার পতনের পর ৬ আগস্ট থেকে পুঁজিবাজারে টানা চার কর্মদিবস উল্লম্ফন দেখা যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বাড়ে ৮০০ পয়েন্টের কাছাকাছি। এরপর টানা পাঁচ কার্যদিবস পতনে সূচক কমে ৩৪৫ পয়েন্ট। এরপর গতকাল বৃহস্পতিবার ডিএসইর সাধারণ সূচক ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৯৯ পয়েন্টে উঠে এসেছে। লেনদেন বেড়েছে ২৪১ কোটি টাকা। দিনভর ডিএসইতে হাতবদল হয়েছে ৭৭৮ কোটি ৫৫ লাখ টাকা, যা আগের দিন ছিল ৫৩৬ কোটি ৮৩ লাখ টাকা।
এর মধ্যে ১১ আগস্ট বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। ১২ আগস্ট পদত্যাগ করেন সংস্থাটির দুজন কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম।
১৮ আগস্ট বিশিষ্ট ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে বেছে নেয় অর্থ মন্ত্রণালয়। তবে বিএসইসির দুজন কমিশনারের পদ ফাঁকা রয়েছে। নতুন কমিশনার নিয়োগের মধ্য দিয়ে নতুন কমিশনের যাত্রা শুরু হবে।
এ ছাড়াও সিডিবিএল ও সিসিবিএলেও সংস্কারের সম্ভাবনা রয়েছে। এসব পরিবর্তনের ওপর নজর রাখছেন পুঁজিবাজার বিশ্লেষক, বিভিন্ন অংশী প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীরা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক আল-আমিন বলেন, এখনো পরিপূর্ণভাবে সব সংগঠিত হয়নি। পরিবর্তন চলছে, এটা পুরোপুরি গঠিত না হওয়া পর্যন্ত আরেকটু অপেক্ষা করতে হবে। এ মুহূর্তে সবাই অপেক্ষায় আছেন, পর্যবেক্ষণে আছেন।

সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—রাষ্ট্রায়ত্ত এই ৬ ব্যাংকের ১ লাখ ৪৮ হাজার ২৮৮ কোটি টাকা আর হিসাবে ফিরে আসার সম্ভাবনা নেই; যা এই ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক বা ৪৬ দশমিক ৩৭ শতাংশ।
১ ঘণ্টা আগে
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ বাস্তবতাই এবার আসন্ন মুদ্রানীতির মূল সুর নির্ধারণ করে দিচ্ছে। গত বছরের অক্টোবরের পর নভেম্বর ও ডিসেম্বর টানা দুই মাস মূল্যস্ফীতি বাড়ায় বাংলাদেশ ব্যাংক আপাতত নীতি সুদহার কমানোর ঝুঁকিতে যেতে চাইছে না।
২ ঘণ্টা আগে
উন্নয়ন বিবেচনায় বাংলাদেশের পুঁজিবাজার এখনো আঞ্চলিক প্রতিযোগী পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় পিছিয়ে আছে বলে মনে করছেন বিদেশি বিনিয়োগকারীরা। মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের উদ্যোগে অনুষ্ঠিত ‘নির্বাচন-পরবর্তী ২০২৬ দিগন্ত...
২ ঘণ্টা আগে
অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) শেয়ার হঠাৎ করেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন দরপতনের পর এক টাকার নিচে নেমে যাওয়া এসব শেয়ার আজ মঙ্গলবার সর্বোচ্চ সার্কিট ব্রেকারে ঠেকে যায়। এতে প্রশ্ন উঠেছে, আর্থিকভাবে দেউলিয়া
৬ ঘণ্টা আগে