
রাজধানী ঢাকায় ভূগর্ভস্থ বিদ্যুৎ সঞ্চালন স্থাপন ও বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার আধুনিকায়ন ও পরিবেশবান্ধব করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ১৬ কোটি ডলারের ঋণ সহযোগিতা দিচ্ছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৭৬০ কোটি টাকা। এডিবির সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে এ বিষয়ে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। ‘ঢাকা পাওয়ার সিস্টেম এক্সপ্যানশন অ্যান্ড স্ট্রেংদেনিং প্রজেক্ট’ শীর্ষক এক প্রকল্পের আওতায় এই ঋণ নিচ্ছে সরকার। চুক্তিতে সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির পক্ষে ঢাকায় নিযুক্ত সংস্থাটির উপ-আবাসিক প্রতিনিধি জিয়াংবো নিং স্বাক্ষর করেন।
এডিবির অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্স (ওসিআর) কর্মসূচি থেকে নেওয়া এই ঋণ সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেটের (এসওএফআর) সুদহারের সঙ্গে প্রায় ০.৬৫ শতাংশ সুদ দিয়ে ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এর মধ্যে রেয়াতকাল বা গ্রেস পিরিয়ড হলো পাঁচ বছর। চলমান এসওএফআর সুদহার অনুযায়ী এই ঋণের জন্য ৬ শতাংশের বেশি সুদ গুনতে হবে সরকারকে।
এদিকে ইআরডির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) অধীনে প্রকল্পটি ঢাকার বিদ্যুৎ বিতরণব্যবস্থা বিশ্বমানে উন্নীত করতে বাস্তবায়ন করা হবে। ঢাকার বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে সম্প্রসারণ ও শক্তিশালী করতে এই প্রকল্পের আওতায় আটটি সাবস্টেশন নির্মাণ করা হবে এবং দেশে প্রথমবারের মতো ১০০ কিলোমিটারের বেশি বিদ্যুৎ সঞ্চালন লাইন মাটির নিচ দিয়ে টানা হবে।
এই ব্যবস্থায় পুরো বিদ্যুৎ সঞ্চালন লাইন জলবায়ু ও দুর্যোগ প্রতিরোধী হবে। এ ছাড়া এই প্রকল্পের মাধ্যমে ১৫০ কিলোমিটার ওভারহেড লাইন স্থাপন করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এডিবির সংস্থাটির উপ-আবাসিক প্রতিনিধি জিয়াংবো নিং বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়িত হলে ২ লাখ নতুন এবং ১১ লাখ বিদ্যমান আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহক এবং ঢাকার নতুন বিমানবন্দর টার্মিনালে নির্ভরযোগ্য, দক্ষ ও উন্নত মানের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।’
জিয়াংবো নিং আরও বলেন, ‘এটি বিদ্যুতের যথাযথ ব্যবহারের মাধ্যমে অপচয় কমাবে। এ ছাড়া পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো আধুনিকীকরণের মাধ্যমে বছরে কমপক্ষে ১৪ হাজার ৭০০ টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমাতে সাহায্য করবে।’

রাজধানী ঢাকায় ভূগর্ভস্থ বিদ্যুৎ সঞ্চালন স্থাপন ও বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার আধুনিকায়ন ও পরিবেশবান্ধব করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ১৬ কোটি ডলারের ঋণ সহযোগিতা দিচ্ছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৭৬০ কোটি টাকা। এডিবির সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে এ বিষয়ে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। ‘ঢাকা পাওয়ার সিস্টেম এক্সপ্যানশন অ্যান্ড স্ট্রেংদেনিং প্রজেক্ট’ শীর্ষক এক প্রকল্পের আওতায় এই ঋণ নিচ্ছে সরকার। চুক্তিতে সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির পক্ষে ঢাকায় নিযুক্ত সংস্থাটির উপ-আবাসিক প্রতিনিধি জিয়াংবো নিং স্বাক্ষর করেন।
এডিবির অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্স (ওসিআর) কর্মসূচি থেকে নেওয়া এই ঋণ সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেটের (এসওএফআর) সুদহারের সঙ্গে প্রায় ০.৬৫ শতাংশ সুদ দিয়ে ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এর মধ্যে রেয়াতকাল বা গ্রেস পিরিয়ড হলো পাঁচ বছর। চলমান এসওএফআর সুদহার অনুযায়ী এই ঋণের জন্য ৬ শতাংশের বেশি সুদ গুনতে হবে সরকারকে।
এদিকে ইআরডির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) অধীনে প্রকল্পটি ঢাকার বিদ্যুৎ বিতরণব্যবস্থা বিশ্বমানে উন্নীত করতে বাস্তবায়ন করা হবে। ঢাকার বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে সম্প্রসারণ ও শক্তিশালী করতে এই প্রকল্পের আওতায় আটটি সাবস্টেশন নির্মাণ করা হবে এবং দেশে প্রথমবারের মতো ১০০ কিলোমিটারের বেশি বিদ্যুৎ সঞ্চালন লাইন মাটির নিচ দিয়ে টানা হবে।
এই ব্যবস্থায় পুরো বিদ্যুৎ সঞ্চালন লাইন জলবায়ু ও দুর্যোগ প্রতিরোধী হবে। এ ছাড়া এই প্রকল্পের মাধ্যমে ১৫০ কিলোমিটার ওভারহেড লাইন স্থাপন করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এডিবির সংস্থাটির উপ-আবাসিক প্রতিনিধি জিয়াংবো নিং বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়িত হলে ২ লাখ নতুন এবং ১১ লাখ বিদ্যমান আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহক এবং ঢাকার নতুন বিমানবন্দর টার্মিনালে নির্ভরযোগ্য, দক্ষ ও উন্নত মানের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।’
জিয়াংবো নিং আরও বলেন, ‘এটি বিদ্যুতের যথাযথ ব্যবহারের মাধ্যমে অপচয় কমাবে। এ ছাড়া পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো আধুনিকীকরণের মাধ্যমে বছরে কমপক্ষে ১৪ হাজার ৭০০ টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমাতে সাহায্য করবে।’

সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—রাষ্ট্রায়ত্ত এই ৬ ব্যাংকের ১ লাখ ৪৮ হাজার ২৮৮ কোটি টাকা আর হিসাবে ফিরে আসার সম্ভাবনা নেই; যা এই ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক বা ৪৬ দশমিক ৩৭ শতাংশ।
১৬ ঘণ্টা আগে
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ বাস্তবতাই এবার আসন্ন মুদ্রানীতির মূল সুর নির্ধারণ করে দিচ্ছে। গত বছরের অক্টোবরের পর নভেম্বর ও ডিসেম্বর টানা দুই মাস মূল্যস্ফীতি বাড়ায় বাংলাদেশ ব্যাংক আপাতত নীতি সুদহার কমানোর ঝুঁকিতে যেতে চাইছে না।
১৬ ঘণ্টা আগে
উন্নয়ন বিবেচনায় বাংলাদেশের পুঁজিবাজার এখনো আঞ্চলিক প্রতিযোগী পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় পিছিয়ে আছে বলে মনে করছেন বিদেশি বিনিয়োগকারীরা। মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের উদ্যোগে অনুষ্ঠিত ‘নির্বাচন-পরবর্তী ২০২৬ দিগন্ত...
১৭ ঘণ্টা আগে
অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) শেয়ার হঠাৎ করেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন দরপতনের পর এক টাকার নিচে নেমে যাওয়া এসব শেয়ার আজ মঙ্গলবার সর্বোচ্চ সার্কিট ব্রেকারে ঠেকে যায়। এতে প্রশ্ন উঠেছে, আর্থিকভাবে দেউলিয়া
২১ ঘণ্টা আগে