নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাংক খাতের বহুল আলোচিত ব্যক্তি এস আলম থেকে মুক্ত হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও (এফএসআইবি)। ব্যাংকটি এস আলমের মালিকানাধীন হিসেবে পরিচিতি পেয়ে আসছিল। এখন শেয়ারবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে রাখা হয়নি এস আলম বা তাঁর আগের কোনো শেয়ারহোল্ডার পরিচালককে। পুরোনো পর্ষদ ভেঙে সেখানে ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। পর্ষদে নতুন চেয়ারম্যান করা হয়েছে স্বতন্ত্র পরিচালক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানকে। অন্য স্বতন্ত্র পরিচালকেরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম, এসিএমএ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. রাগিব আহসান।
গতকাল বাংলাদেশ ব্যাংকের এক আদেশে এফএসআইবির পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক ১৯৯৯ সালের ২৫ অক্টোবর যাত্রা শুরু করে। ২০০৯ সালের ১ জানুয়ারি এটিকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তর করা হয়। ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ ৫৬ হাজার ৯১৭ কোটি টাকা। চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের একটি স্বতন্ত্র ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছিল এফএসআইবি। কিন্তু সম্প্রতি সরকার বদলের ফলে ব্যাংকটির পর্ষদ ভেঙে দিয়ে এস আলম থেকে মুক্ত করা হলো। এর আগে এস আলম গ্রুপের দখলে থাকা বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

ব্যাংক খাতের বহুল আলোচিত ব্যক্তি এস আলম থেকে মুক্ত হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও (এফএসআইবি)। ব্যাংকটি এস আলমের মালিকানাধীন হিসেবে পরিচিতি পেয়ে আসছিল। এখন শেয়ারবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে রাখা হয়নি এস আলম বা তাঁর আগের কোনো শেয়ারহোল্ডার পরিচালককে। পুরোনো পর্ষদ ভেঙে সেখানে ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। পর্ষদে নতুন চেয়ারম্যান করা হয়েছে স্বতন্ত্র পরিচালক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানকে। অন্য স্বতন্ত্র পরিচালকেরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম, এসিএমএ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. রাগিব আহসান।
গতকাল বাংলাদেশ ব্যাংকের এক আদেশে এফএসআইবির পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক ১৯৯৯ সালের ২৫ অক্টোবর যাত্রা শুরু করে। ২০০৯ সালের ১ জানুয়ারি এটিকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তর করা হয়। ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ ৫৬ হাজার ৯১৭ কোটি টাকা। চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের একটি স্বতন্ত্র ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছিল এফএসআইবি। কিন্তু সম্প্রতি সরকার বদলের ফলে ব্যাংকটির পর্ষদ ভেঙে দিয়ে এস আলম থেকে মুক্ত করা হলো। এর আগে এস আলম গ্রুপের দখলে থাকা বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ কোম্পানিগুলোর আর্থিক স্বাস্থ্যচিত্র এখন শুধু দুর্বল তকমার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এদের ব্যবসার ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ টিকে থাকা নিয়েই তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। কোম্পানির সঙ্গে সরকারি ক্রয় চুক্তি (পিপিএ) মেয়াদ শেষ ও নতুন চুক্তির অনিশ্চয়তা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ
১১ ঘণ্টা আগে
ডিসেম্বরে প্রবাসী আয় নতুন রেকর্ড স্পর্শ করলেও বিশ্ববাজারে ধাক্কা খেয়েছে দেশের রপ্তানি খাত। বৈশ্বিক চাহিদার দুর্বলতা, মার্কিন শুল্ক, ঊর্ধ্বমুখী উৎপাদন ব্যয় এবং প্রতিযোগী দেশগুলোর চাপ বাংলাদেশি পণ্যের রপ্তানি আয় ১৪ শতাংশ কমিয়ে দিয়েছে। যার প্রভাব পড়েছে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের রপ্তানি আয়ের সার্বিক
১১ ঘণ্টা আগে
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে তীব্র রাজনৈতিক উত্তেজনা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারের মতো নাটকীয় ঘটনার মধ্যেও তেল উৎপাদনে কোনো পরিবর্তন আনছে না ওপেক প্লাস জোট। গতকাল রোববারের বৈঠকে উৎপাদনে স্থিতাবস্থা বজায় রাখার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন জোটের একাধিক প্রতিন
১১ ঘণ্টা আগে
বিএনপি ক্ষমতায় গেলে দেশে একটি বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তুলতে চায় এবং এ লক্ষ্যে দলের সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে বলে জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের আড়াই ঘণ্টাব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়।
১৩ ঘণ্টা আগে