নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাংক খাতের বহুল আলোচিত ব্যক্তি এস আলম থেকে মুক্ত হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও (এফএসআইবি)। ব্যাংকটি এস আলমের মালিকানাধীন হিসেবে পরিচিতি পেয়ে আসছিল। এখন শেয়ারবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে রাখা হয়নি এস আলম বা তাঁর আগের কোনো শেয়ারহোল্ডার পরিচালককে। পুরোনো পর্ষদ ভেঙে সেখানে ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। পর্ষদে নতুন চেয়ারম্যান করা হয়েছে স্বতন্ত্র পরিচালক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানকে। অন্য স্বতন্ত্র পরিচালকেরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম, এসিএমএ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. রাগিব আহসান।
গতকাল বাংলাদেশ ব্যাংকের এক আদেশে এফএসআইবির পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক ১৯৯৯ সালের ২৫ অক্টোবর যাত্রা শুরু করে। ২০০৯ সালের ১ জানুয়ারি এটিকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তর করা হয়। ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ ৫৬ হাজার ৯১৭ কোটি টাকা। চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের একটি স্বতন্ত্র ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছিল এফএসআইবি। কিন্তু সম্প্রতি সরকার বদলের ফলে ব্যাংকটির পর্ষদ ভেঙে দিয়ে এস আলম থেকে মুক্ত করা হলো। এর আগে এস আলম গ্রুপের দখলে থাকা বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

ব্যাংক খাতের বহুল আলোচিত ব্যক্তি এস আলম থেকে মুক্ত হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও (এফএসআইবি)। ব্যাংকটি এস আলমের মালিকানাধীন হিসেবে পরিচিতি পেয়ে আসছিল। এখন শেয়ারবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে রাখা হয়নি এস আলম বা তাঁর আগের কোনো শেয়ারহোল্ডার পরিচালককে। পুরোনো পর্ষদ ভেঙে সেখানে ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। পর্ষদে নতুন চেয়ারম্যান করা হয়েছে স্বতন্ত্র পরিচালক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানকে। অন্য স্বতন্ত্র পরিচালকেরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম, এসিএমএ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. রাগিব আহসান।
গতকাল বাংলাদেশ ব্যাংকের এক আদেশে এফএসআইবির পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক ১৯৯৯ সালের ২৫ অক্টোবর যাত্রা শুরু করে। ২০০৯ সালের ১ জানুয়ারি এটিকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তর করা হয়। ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ ৫৬ হাজার ৯১৭ কোটি টাকা। চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের একটি স্বতন্ত্র ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছিল এফএসআইবি। কিন্তু সম্প্রতি সরকার বদলের ফলে ব্যাংকটির পর্ষদ ভেঙে দিয়ে এস আলম থেকে মুক্ত করা হলো। এর আগে এস আলম গ্রুপের দখলে থাকা বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

৯টি দুর্বল ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়নের সিদ্ধান্তে পুঁজিবাজারে আরেকটি বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। পাঁচটি ব্যাংক একীভূত করার পর বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে আমানতকারীদের অর্থ ফেরতের ব্যবস্থা নেওয়া হলেও এগুলোর শেয়ারে বিনিয়োগকারীরা কার্যত পুরোপুরি উপেক্ষিতই থাকছেন।
৫ ঘণ্টা আগে
পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
সোনার দাম ২০২৬ সালের চতুর্থ প্রান্তিকে আউন্সপ্রতি ৪ হাজার ৮০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মরগ্যান স্ট্যানলি। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, সুদের হার কমে যাওয়া, ফেডারেল রিজার্ভের নেতৃত্বে পরিবর্তন এবং কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগ তহবিলের ক্রয়।
৯ ঘণ্টা আগে
‘কয়েক বছর আগেও আমাদের গ্রামে অপরাজিতা ফুলের গাছ লতানো ফুল গাছের লতা ছাড়া আর কিছুই ছিল না।’ গাছ থেকে নীল রঙের এই মনোমুগ্ধকর ফুলটি তুলতে তুলতে বলছিলেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের আনথাইগ্লাও গ্রামের বাসিন্দা নীলাম ব্রহ্মা।
১৩ ঘণ্টা আগে