নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) অধীনে থাকা আয়কর আপিলাত ট্রাইব্যুনালে সদস্য হিসেবে প্রায় এক যুগ পর দুজন জেলা জজ যোগদান করেছেন। তাঁরা হলেন মোহাম্মদ সামছুল হক ও মোহাম্মদ আনিসুর রহমান।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত জেলা জজ মোহাম্মদ সামছুল হক ২২ তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। জেলা ও দায়রা জজ পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে যশোর জেলার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন জেলায় দেওয়ানি, ফৌজদারি মামলাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা পরিচালনা করেছেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। সামছুল হক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইনে প্রথম শ্রেণিতে সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
অন্যদিকে মোহাম্মদ আনিসুর রহমান ২৪ তম বিসিএসের মাধ্যমে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। তিনি জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ময়মনসিংহ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি মাঠপর্যায়ের বিভিন্ন পদে বিচারিক দায়িত্ব পালন করেছেন। আনিসুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে প্রথম শ্রেণিতে সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্ক থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
তথ্যমতে, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর কমিশনার, জেলা জজ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, অ্যাডভোকেট ও কর আইনজীবীদের আয়কর আপিলাত ট্রাইব্যুনালে সদস্যপদে নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে শুধু কর্মরত কর কমিশনাররা এ দায়িত্ব পালন করে আসছিলেন।
আয়কর আইন অনুযায়ী, কর ক্যাডার-বহির্ভূত পেশাজীবীদের আয়কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য নিয়োগের জন্য করদাতারা অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন।২০১৩-১৪ অর্থবছরের পর কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা আয়কর আপিলাত ট্রাইব্যুনালে নিয়োগ পাননি। প্রায় এক যুগ পর দুজন বিচার বিভাগীয় কর্মকর্তা আবার এ পদে নিয়োগ পেলেন।
এ প্রসঙ্গে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ মনে করে, এ নিয়োগের মাধ্যমে আয়কর আপিলাত ট্রাইব্যুনালের কার্যক্রম অধিকতর গতিশীল হবে। আয়কর বিভাগের প্রতি করদাতাদের আস্থা বৃদ্ধি পাবে; যা দেশের রাজস্ব আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) অধীনে থাকা আয়কর আপিলাত ট্রাইব্যুনালে সদস্য হিসেবে প্রায় এক যুগ পর দুজন জেলা জজ যোগদান করেছেন। তাঁরা হলেন মোহাম্মদ সামছুল হক ও মোহাম্মদ আনিসুর রহমান।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত জেলা জজ মোহাম্মদ সামছুল হক ২২ তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। জেলা ও দায়রা জজ পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে যশোর জেলার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন জেলায় দেওয়ানি, ফৌজদারি মামলাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা পরিচালনা করেছেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। সামছুল হক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইনে প্রথম শ্রেণিতে সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
অন্যদিকে মোহাম্মদ আনিসুর রহমান ২৪ তম বিসিএসের মাধ্যমে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। তিনি জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ময়মনসিংহ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি মাঠপর্যায়ের বিভিন্ন পদে বিচারিক দায়িত্ব পালন করেছেন। আনিসুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে প্রথম শ্রেণিতে সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্ক থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
তথ্যমতে, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর কমিশনার, জেলা জজ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, অ্যাডভোকেট ও কর আইনজীবীদের আয়কর আপিলাত ট্রাইব্যুনালে সদস্যপদে নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে শুধু কর্মরত কর কমিশনাররা এ দায়িত্ব পালন করে আসছিলেন।
আয়কর আইন অনুযায়ী, কর ক্যাডার-বহির্ভূত পেশাজীবীদের আয়কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য নিয়োগের জন্য করদাতারা অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন।২০১৩-১৪ অর্থবছরের পর কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা আয়কর আপিলাত ট্রাইব্যুনালে নিয়োগ পাননি। প্রায় এক যুগ পর দুজন বিচার বিভাগীয় কর্মকর্তা আবার এ পদে নিয়োগ পেলেন।
এ প্রসঙ্গে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ মনে করে, এ নিয়োগের মাধ্যমে আয়কর আপিলাত ট্রাইব্যুনালের কার্যক্রম অধিকতর গতিশীল হবে। আয়কর বিভাগের প্রতি করদাতাদের আস্থা বৃদ্ধি পাবে; যা দেশের রাজস্ব আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তিনজনকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
৪ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাব অনুযায়ী, এ বছর দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। তবে সাময়িক এই মন্থরতার পর আগামী অর্থবছরে অর্থনীতি কিছুটা...
৫ ঘণ্টা আগে
দেশে চলমান এলপি গ্যাসের সরবরাহ সংকট কাটাতে এবার রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে। বিপিসির নিজস্ব সক্ষমতা না থাকায় এলপি...
১২ ঘণ্টা আগে
বাংলাদেশে হিসাববিজ্ঞান পেশার ইতিহাসে এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। ১৭ জানুয়ারি ঢাকার হোটেল লো মেরিডিয়েনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬’। এই সম্মেলনে যোগ দিতে প্রথমবারের মতো ঢাকা আসছেন...
১৭ ঘণ্টা আগে