Ajker Patrika

আয়কর আপিলাত ট্রাইব্যুনালে এক যুগ পর ২ জেলা জজ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আয়কর আপিলাত ট্রাইব্যুনালে এক যুগ পর ২ জেলা জজ নিয়োগ

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) অধীনে থাকা আয়কর আপিলাত ট্রাইব্যুনালে সদস্য হিসেবে প্রায় এক যুগ পর দুজন জেলা জজ যোগদান করেছেন। তাঁরা হলেন মোহাম্মদ সামছুল হক ও মোহাম্মদ আনিসুর রহমান।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত জেলা জজ মোহাম্মদ সামছুল হক ২২ তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। জেলা ও দায়রা জজ পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে যশোর জেলার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন জেলায় দেওয়ানি, ফৌজদারি মামলাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা পরিচালনা করেছেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। সামছুল হক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইনে প্রথম শ্রেণিতে সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

অন্যদিকে মোহাম্মদ আনিসুর রহমান ২৪ তম বিসিএসের মাধ্যমে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। তিনি জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ময়মনসিংহ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি মাঠপর্যায়ের বিভিন্ন পদে বিচারিক দায়িত্ব পালন করেছেন। আনিসুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে প্রথম শ্রেণিতে সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্ক থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

তথ্যমতে, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর কমিশনার, জেলা জজ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, অ্যাডভোকেট ও কর আইনজীবীদের আয়কর আপিলাত ট্রাইব্যুনালে সদস্যপদে নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে শুধু কর্মরত কর কমিশনাররা এ দায়িত্ব পালন করে আসছিলেন।

আয়কর আইন অনুযায়ী, কর ক্যাডার-বহির্ভূত পেশাজীবীদের আয়কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য নিয়োগের জন্য করদাতারা অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন।২০১৩-১৪ অর্থবছরের পর কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা আয়কর আপিলাত ট্রাইব্যুনালে নিয়োগ পাননি। প্রায় এক যুগ পর দুজন বিচার বিভাগীয় কর্মকর্তা আবার এ পদে নিয়োগ পেলেন।

এ প্রসঙ্গে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ মনে করে, এ নিয়োগের মাধ্যমে আয়কর আপিলাত ট্রাইব্যুনালের কার্যক্রম অধিকতর গতিশীল হবে। আয়কর বিভাগের প্রতি করদাতাদের আস্থা বৃদ্ধি পাবে; যা দেশের রাজস্ব আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত