অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরের ধাক্কা কাটিয়ে সক্রিয় হয়ে উঠছে দেশের উৎপাদন খাত, যার প্রতিফলন ঘটেছে রপ্তানিতে। গত অক্টোবরে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেড়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে, বাংলাদেশ থেকে গত অক্টোবরে ৪১৩ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই মাসে এটি ছিল ৩৪৮ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের তুলনায় রপ্তানি বেড়েছে ৬৫ কোটি ডলার বা ১৮ দশমিক ৬৮ শতাংশ।
তবে গত অক্টোবরে কোন খাতের রপ্তানি কতটা বেড়েছে, তা এনবিআরের পরিসংখ্যান থেকে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গাজীপুর ও আশুলিয়ার কারখানাগুলোতে বেশ কিছুদিন অসন্তোষ চলার পর শ্রমিকেরা কাজে ফিরেছেন গত মাসে।
তা ছাড়া শীত মৌসুম ও ক্রিসমাস উৎসবের জন্য পোশাক জাহাজীকরণ হচ্ছে। সে জন্য রপ্তানির গতি বেড়েছে বলে তিনি মনে করেন।
বিকেএমইএ সভাপতি বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে আগামী গ্রীষ্মের ক্রয়াদেশ ২০ থেকে ২৫ শতাংশ কম এসেছে। তবে আগামী শীত মৌসুমের জন্য ক্রয়াদেশ কিছুটা বাড়তে পারে।
তবে গ্যাস-সংকটের কারণে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ব্যাংকগুলো সময়মতো ঋণপত্র খুলতে পারছে না। তাই ভবিষ্যতে পোশাক রপ্তানি কতটা বৃদ্ধি পাবে, তা নির্ভর করছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও ব্যাংক খাতের সহায়তার ওপর।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরের ধাক্কা কাটিয়ে সক্রিয় হয়ে উঠছে দেশের উৎপাদন খাত, যার প্রতিফলন ঘটেছে রপ্তানিতে। গত অক্টোবরে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেড়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে, বাংলাদেশ থেকে গত অক্টোবরে ৪১৩ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই মাসে এটি ছিল ৩৪৮ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের তুলনায় রপ্তানি বেড়েছে ৬৫ কোটি ডলার বা ১৮ দশমিক ৬৮ শতাংশ।
তবে গত অক্টোবরে কোন খাতের রপ্তানি কতটা বেড়েছে, তা এনবিআরের পরিসংখ্যান থেকে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গাজীপুর ও আশুলিয়ার কারখানাগুলোতে বেশ কিছুদিন অসন্তোষ চলার পর শ্রমিকেরা কাজে ফিরেছেন গত মাসে।
তা ছাড়া শীত মৌসুম ও ক্রিসমাস উৎসবের জন্য পোশাক জাহাজীকরণ হচ্ছে। সে জন্য রপ্তানির গতি বেড়েছে বলে তিনি মনে করেন।
বিকেএমইএ সভাপতি বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে আগামী গ্রীষ্মের ক্রয়াদেশ ২০ থেকে ২৫ শতাংশ কম এসেছে। তবে আগামী শীত মৌসুমের জন্য ক্রয়াদেশ কিছুটা বাড়তে পারে।
তবে গ্যাস-সংকটের কারণে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ব্যাংকগুলো সময়মতো ঋণপত্র খুলতে পারছে না। তাই ভবিষ্যতে পোশাক রপ্তানি কতটা বৃদ্ধি পাবে, তা নির্ভর করছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও ব্যাংক খাতের সহায়তার ওপর।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রভাবে শুল্ক আদায়ে রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৫ অর্থবছরের প্রথম ৯ মাসেই শুল্ক থেকে রাজস্ব আদায় ছাড়িয়েছে ১০০ বিলিয়ন ডলার। জুন মাসেই শুল্ক আদায় হয় প্রায় ২৭ বিলিয়ন ডলার। যার ফলে দেশটির বাজেটে ২৭ বিলিয়ন ডলারের চমকপ্রদ উদ্বৃত্ত এসেছে। খবর রয়টার্সের।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক খুচরা বিক্রেতা চেইনশপ ওয়ালমার্টের কিছু সরবরাহকারী বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারকদের কাছ থেকে অর্ডার দেওয়া স্থগিত বা বিলম্বিত করেছেন। বাংলাদেশের তিন কারখানামালিক ও রয়টার্সের পাওয়া সরবরাহকারীর সঙ্গে যোগাযোগের নথির সূত্র ধরে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে। তবে কয়েকটি বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। দুই পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, নিজেদের মধ্যে আন্তমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে।
৮ ঘণ্টা আগেবহুল প্রত্যাশিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন দিনব্যাপী শুল্ক আলোচনা শেষ হয়েছে কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই। বৈশ্বিক বাণিজ্য ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট একাধিক মৌলিক ইস্যুতে মতপার্থক্য থাকায়, আলোচনার ফলাফল এখনই স্পষ্ট নয়। ফলে মার্কিন বাজারে পণ্যের ওপর শুল্ক হ্রাসের যে আশাবাদ ছিল, তা বাস্তবায়নে...
১৩ ঘণ্টা আগে