আজকের পত্রিকা ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরের ধাক্কা কাটিয়ে সক্রিয় হয়ে উঠছে দেশের উৎপাদন খাত, যার প্রতিফলন ঘটেছে রপ্তানিতে। গত অক্টোবরে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেড়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে, বাংলাদেশ থেকে গত অক্টোবরে ৪১৩ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই মাসে এটি ছিল ৩৪৮ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের তুলনায় রপ্তানি বেড়েছে ৬৫ কোটি ডলার বা ১৮ দশমিক ৬৮ শতাংশ।
তবে গত অক্টোবরে কোন খাতের রপ্তানি কতটা বেড়েছে, তা এনবিআরের পরিসংখ্যান থেকে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গাজীপুর ও আশুলিয়ার কারখানাগুলোতে বেশ কিছুদিন অসন্তোষ চলার পর শ্রমিকেরা কাজে ফিরেছেন গত মাসে।
তা ছাড়া শীত মৌসুম ও ক্রিসমাস উৎসবের জন্য পোশাক জাহাজীকরণ হচ্ছে। সে জন্য রপ্তানির গতি বেড়েছে বলে তিনি মনে করেন।
বিকেএমইএ সভাপতি বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে আগামী গ্রীষ্মের ক্রয়াদেশ ২০ থেকে ২৫ শতাংশ কম এসেছে। তবে আগামী শীত মৌসুমের জন্য ক্রয়াদেশ কিছুটা বাড়তে পারে।
তবে গ্যাস-সংকটের কারণে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ব্যাংকগুলো সময়মতো ঋণপত্র খুলতে পারছে না। তাই ভবিষ্যতে পোশাক রপ্তানি কতটা বৃদ্ধি পাবে, তা নির্ভর করছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও ব্যাংক খাতের সহায়তার ওপর।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরের ধাক্কা কাটিয়ে সক্রিয় হয়ে উঠছে দেশের উৎপাদন খাত, যার প্রতিফলন ঘটেছে রপ্তানিতে। গত অক্টোবরে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেড়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে, বাংলাদেশ থেকে গত অক্টোবরে ৪১৩ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই মাসে এটি ছিল ৩৪৮ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের তুলনায় রপ্তানি বেড়েছে ৬৫ কোটি ডলার বা ১৮ দশমিক ৬৮ শতাংশ।
তবে গত অক্টোবরে কোন খাতের রপ্তানি কতটা বেড়েছে, তা এনবিআরের পরিসংখ্যান থেকে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গাজীপুর ও আশুলিয়ার কারখানাগুলোতে বেশ কিছুদিন অসন্তোষ চলার পর শ্রমিকেরা কাজে ফিরেছেন গত মাসে।
তা ছাড়া শীত মৌসুম ও ক্রিসমাস উৎসবের জন্য পোশাক জাহাজীকরণ হচ্ছে। সে জন্য রপ্তানির গতি বেড়েছে বলে তিনি মনে করেন।
বিকেএমইএ সভাপতি বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে আগামী গ্রীষ্মের ক্রয়াদেশ ২০ থেকে ২৫ শতাংশ কম এসেছে। তবে আগামী শীত মৌসুমের জন্য ক্রয়াদেশ কিছুটা বাড়তে পারে।
তবে গ্যাস-সংকটের কারণে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ব্যাংকগুলো সময়মতো ঋণপত্র খুলতে পারছে না। তাই ভবিষ্যতে পোশাক রপ্তানি কতটা বৃদ্ধি পাবে, তা নির্ভর করছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও ব্যাংক খাতের সহায়তার ওপর।

নতুন বছরের শুরুতেই পাওয়া গেল দারুণ এক স্বস্তির খবর। সদ্য বিদায়ী বছরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩২ দশমিক ৮২ বিলিয়ন ডলার; যা আগের বছরের (২০২৪ সাল) তুলনায় প্রায় ৬ বিলিয়ন ডলার বা ২২ দশমিক ১০ শতাংশ বেশি।
৭ ঘণ্টা আগে
নতুন বছর শুরু হতেই ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছে দেশের পুঁজিবাজার। ২০২৬ সালের প্রথম কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার উভয় স্টক এক্সচেঞ্জেই লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে।
৮ ঘণ্টা আগে
রাজধানীর মুগদাপাড়ার গৃহিণী মাহবুবা আলম সাথীর বাসায় তিতাসের গ্যাস লাইন আছে। কিন্তু প্রায়ই রান্নার সময় গ্যাস না থাকায় তাঁকে প্রতি মাসেই ১২ কেজি এলপি গ্যাসের একটি সিলিন্ডার কিনতে হয়। তবে বিইআরসির নির্ধারণ করা দামে কখনোই কিনতে পারেন না।
৮ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই ক্রেতা-ভোক্তাদের জন্য সুখবর আসছে চালের বাজার থেকে। নতুন মৌসুমের আমন ধানের সরবরাহে পাইজাম, গুটি, স্বর্ণা, ব্রি-২৮, শম্পা কাটারিসহ প্রায় সব ধরনের চালের দাম কমেছে। সবজির বাজারে স্বস্তি বাড়িয়েছে হরেক রকম শাক।
৯ ঘণ্টা আগে