নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উত্তরাঞ্চল ও যশোরের মানুষের সঙ্গে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মেলবন্ধনে এগিয়ে এল ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামীকাল বৃহস্পতিবার থেকে বেসরকারি এ বিমান সংস্থাটি যশোর থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও সৈয়দপুর থেকে চট্টগ্রামে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ফ্লাইট রুটের মাধ্যমে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের ব্যবসায়ীদের কষ্ট লাঘবে এক নবদিগন্তের সূচনা হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যশোর বিমানবন্দর সকাল ৯টা ও সৈয়দপুর বিমানবন্দর সকাল ১১টায় ফ্লাইটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এ সময় উপস্থিত থাকবেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সৈয়দপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করবে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সৈয়দপুর থেকে সকাল ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং একই দিন দুপুর ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যশোর থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করবে বিমান। একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সেটি যাত্রা করবে যশোরের উদ্দেশে। এ ছাড়া পর্যটকদের সময় ও অর্থ সাশ্রয় করার উদ্দেশে যশোর থেকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারে সপ্তাহে চার দিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রাথমিকভাবে শনি, সোম, বুধ ও শুক্রবার যশোর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। অপরদিকে কক্সবাজার থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে যশোরের উদ্দেশে ছেড়ে যাবে।

উত্তরাঞ্চল ও যশোরের মানুষের সঙ্গে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মেলবন্ধনে এগিয়ে এল ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামীকাল বৃহস্পতিবার থেকে বেসরকারি এ বিমান সংস্থাটি যশোর থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও সৈয়দপুর থেকে চট্টগ্রামে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ফ্লাইট রুটের মাধ্যমে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের ব্যবসায়ীদের কষ্ট লাঘবে এক নবদিগন্তের সূচনা হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যশোর বিমানবন্দর সকাল ৯টা ও সৈয়দপুর বিমানবন্দর সকাল ১১টায় ফ্লাইটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এ সময় উপস্থিত থাকবেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সৈয়দপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করবে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সৈয়দপুর থেকে সকাল ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং একই দিন দুপুর ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যশোর থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করবে বিমান। একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সেটি যাত্রা করবে যশোরের উদ্দেশে। এ ছাড়া পর্যটকদের সময় ও অর্থ সাশ্রয় করার উদ্দেশে যশোর থেকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারে সপ্তাহে চার দিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রাথমিকভাবে শনি, সোম, বুধ ও শুক্রবার যশোর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। অপরদিকে কক্সবাজার থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে যশোরের উদ্দেশে ছেড়ে যাবে।

জেসিআই বাংলাদেশ গর্বের সঙ্গে ২০২৬ সালের ন্যাশনাল জেসিআই ইন বিজনেস (জেবিআই) কমিটি ঘোষণা করছে। এই কমিটিতে রয়েছেন অভিজ্ঞ ও উদ্যমী ব্যবসায়ী নেতারা, যাঁরা উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক নেটওয়ার্ক শক্তিশালীকরণ ও সারা দেশে অর্থবহ ব্যবসায়িক সংযোগ তৈরিতে কাজ করবেন।
২ ঘণ্টা আগে
বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে অচলাবস্থার কারণে চীন আন্তর্জাতিক বাজার থেকে ব্যাপক পরিমাণে পাইকারি এলপিজি কিনেছে। গত নভেম্বর-ডিসেম্বরে অসংখ্য জাহাজ কালোতালিকাভুক্ত করা হয়।
৬ ঘণ্টা আগে
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তিনজনকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
১০ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাব অনুযায়ী, এ বছর দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। তবে সাময়িক এই মন্থরতার পর আগামী অর্থবছরে অর্থনীতি কিছুটা...
১২ ঘণ্টা আগে