বিশেষ প্রতিনিধি, ঢাকা

শুল্ক ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত চূড়ান্ত আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯ জুলাই। তবে এই গুরুত্বপূর্ণ বৈঠক সরাসরি নয়, ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈঠকটি চলবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। আড়াই ঘণ্টার এ বৈঠকে দুই দেশের মনোনীত প্রতিনিধিরা আগেভাগেই প্রস্তুত করা খসড়া প্রস্তাবের ভিত্তিতে নিজেদের অবস্থান তুলে ধরবেন এবং শুল্ক ইস্যুতে জোরালো দর-কষাকষিতে অংশ নেবেন।
বাণিজ্যসচিব মো. মাহবুবুর রহমান এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের (ইউএসটিআর) সঙ্গে এই আলোচনা হবে মূলত টেকনিক্যাল ফরমেটে, কিন্তু এর কূটনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব অত্যন্ত উচ্চমাত্রার। তাঁরা বৈঠকটি ভার্চুয়ালি করার প্রস্তাব দিলেও আমরা চেষ্টা করছি যেন সশরীরে গিয়ে আলোচনা করা যায়।’
এর আগে আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৈঠকের সম্ভাব্য তারিখ হিসেবে ২৫ জুলাইয়ের কথা বলেছিলেন। তবে পরে তারিখ পরিবর্তন করে ২৯ জুলাই নির্ধারণ করা হয়।
বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হওয়ার আর মাত্র দুই দিন বাকি থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ জুলাই বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকরের সিদ্ধান্ত জানান। এতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ৫০ শতাংশ শুল্ক বসতে পারে, যা দেশটির বাজারে রপ্তানি প্রতিযোগিতায় বড় ধরনের ধাক্কা হবে।
এরই মধ্যে পাল্টা শুল্ক নিয়ে দুই দফা আলোচনা হলেও কার্যত কোনো অগ্রগতি হয়নি। ফলে এই চূড়ান্ত দফার আলোচনাকেই ‘শেষ মুহূর্তের সুযোগ’ হিসেবে দেখা হচ্ছে।
এমন পরিস্থিতিতে বাংলাদেশ কতটা আশাবাদী, এ প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা প্রত্যাশা করছি ভালো কিছু হবে। যা যা করণীয়, তা আমরা করছি। আমাদের কাছে মনে হচ্ছে, ভালো কিছু আসবে ইনশা আল্লাহ।’

শুল্ক ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত চূড়ান্ত আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯ জুলাই। তবে এই গুরুত্বপূর্ণ বৈঠক সরাসরি নয়, ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈঠকটি চলবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। আড়াই ঘণ্টার এ বৈঠকে দুই দেশের মনোনীত প্রতিনিধিরা আগেভাগেই প্রস্তুত করা খসড়া প্রস্তাবের ভিত্তিতে নিজেদের অবস্থান তুলে ধরবেন এবং শুল্ক ইস্যুতে জোরালো দর-কষাকষিতে অংশ নেবেন।
বাণিজ্যসচিব মো. মাহবুবুর রহমান এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের (ইউএসটিআর) সঙ্গে এই আলোচনা হবে মূলত টেকনিক্যাল ফরমেটে, কিন্তু এর কূটনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব অত্যন্ত উচ্চমাত্রার। তাঁরা বৈঠকটি ভার্চুয়ালি করার প্রস্তাব দিলেও আমরা চেষ্টা করছি যেন সশরীরে গিয়ে আলোচনা করা যায়।’
এর আগে আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৈঠকের সম্ভাব্য তারিখ হিসেবে ২৫ জুলাইয়ের কথা বলেছিলেন। তবে পরে তারিখ পরিবর্তন করে ২৯ জুলাই নির্ধারণ করা হয়।
বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হওয়ার আর মাত্র দুই দিন বাকি থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ জুলাই বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকরের সিদ্ধান্ত জানান। এতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ৫০ শতাংশ শুল্ক বসতে পারে, যা দেশটির বাজারে রপ্তানি প্রতিযোগিতায় বড় ধরনের ধাক্কা হবে।
এরই মধ্যে পাল্টা শুল্ক নিয়ে দুই দফা আলোচনা হলেও কার্যত কোনো অগ্রগতি হয়নি। ফলে এই চূড়ান্ত দফার আলোচনাকেই ‘শেষ মুহূর্তের সুযোগ’ হিসেবে দেখা হচ্ছে।
এমন পরিস্থিতিতে বাংলাদেশ কতটা আশাবাদী, এ প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা প্রত্যাশা করছি ভালো কিছু হবে। যা যা করণীয়, তা আমরা করছি। আমাদের কাছে মনে হচ্ছে, ভালো কিছু আসবে ইনশা আল্লাহ।’

সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে বাজারে এলপি গ্যাস, চিনি ও ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংস্থাটি জানিয়েছে, এলপিজির ১২ কেজির সিলিন্ডারের নির্ধারিত দাম ১ হাজার ২৫৪ টাকা হলেও ব্যবসায়ীরা ২ হাজার টাকার বেশি রাখছেন।
৬ ঘণ্টা আগে
প্রতিবেশী দেশগুলোতে কয়লা রপ্তানি বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘কোল ইন্ডিয়া লিমিটেড’ (সিআইএল)। এখন থেকে বাংলাদেশ, ভুটান ও নেপালের ক্রেতারা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি কোল ইন্ডিয়ার ই-নিলামে অংশ নিতে পারবেন।
৯ ঘণ্টা আগে
গত ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠানকে নতুন করে ভ্যাট নিবন্ধনের আওতায় এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার। আজ শনিবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।
১০ ঘণ্টা আগে
পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মো. মনির হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল। তাঁরা আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব দেবেন।
১ দিন আগে