আজকের পত্রিকা ডেস্ক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ প্রকল্পের সঙ্গে আরও নতুন ১ বিলিয়ন ডলার সহায়তার ইঙ্গিত মিলেছে। তবে সংস্থাটি বাংলাদেশকে অতিরিক্ত ১ বিলিয়ন ডলারের জন্য কিছু নতুন শর্ত জুড়ে দিয়েছে। নতুন ঋণ ছাড়ের জন্য বাড়তি ছয় মাস সময় চেয়েছে তারা। অর্থ মন্ত্রণালয়সহ কয়েকটি সংস্থার সঙ্গে তুমুল দর-কষাকষির পর ২০২৬ সালে চলমান ঋণের সর্বশেষ কিস্তি ছাড়ের পরবর্তী ছয় মাসে নতুন ঋণ দিতে সম্মত হয়েছে সংস্থাটি। তবে অর্থ উপদেষ্টার নতুন করে চাওয়া ৩ বিলিয়ন ডলার ঋণের বিষয়ে আইএমএফ আগ্রহ দেখায়নি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আইএমএফের কাছে নতুন করে ৩ বিলিয়ন ডলার ঋণের প্রস্তাব দেন। এই ঋণ নিয়ে ঢাকায় সফররত আইএমএফ মিশনের সঙ্গে কথা হয়। কিন্তু তারা চলমান ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের বাইরে নতুন ঋণে আগ্রহ দেখায়নি। তবে চলমান ঋণের সঙ্গে দু-একটি শর্ত যোগ করে প্রাথমিকভাবে এক বিলিয়নের একটি বিকল্প প্রস্তাব দেয় সংস্থাটি। এ জন্য তারা চলমান ঋণের কিস্তি শেষ হওয়ার পরে বাড়তি ছয় মাস সময় চায়। আইএমএফের চলমান মিশনের সঙ্গে বিভিন্ন বৈঠকে শর্ত পূরণে সম্মতি জানায় বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমাপনী বৈঠকে এসব বিষয়ে চুক্তি হতে পারে।
অপর একটি সূত্র জানায়, অর্থ উপদেষ্টা গত অক্টোবরে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক বৈঠকের ফাঁকে বিদ্যমান ঋণ কর্মসূচির অধীনে ওয়াশিংটনভিত্তিক বহুপক্ষীয় ঋণদাতা সংস্থাটির কাছে নতুন করে ৩ বিলিয়ন ডলার চেয়েছিলেন। আলোচনার পর বাংলাদেশের পারফরম্যান্স ও বিদ্যমান ঋণের চতুর্থ কিস্তির কাঠামোগত সংস্কারের শর্ত পালন নিয়ে পর্যালোচনা করতে চলতি মাসের শুরুতে ১৩ সদস্যের একটি আইএমএফ মিশন বাংলাদেশে আসে। বৈঠকে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানিয়েছেন, ঋণের পরিমাণ বাড়ানোর বিষয়টি মিশনের সঙ্গে আলোচনার পর অতিরিক্ত সংস্কার শর্তের বিনিময়ে প্রায় ১ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকায় সফররত আইএমএফ মিশন চলতি ঋণ নিয়ে দফায় দফায় বৈঠক করেছে। তারা অনেক বিষয়ে ইতিবাচক। নতুন করে চাওয়া ৩ বিলিয়ন ডলার ঋণের বিষয়ে নতুন করে বলার মতো কিছু ঘটেনি। তবে চলমান ঋণের সঙ্গে নতুন ১ বিলিয়ন ডলার ঋণ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আগামীকাল (বুধবার) শেষ বৈঠক হবে। বৈঠকে বিভিন্ন বিষয় খোলাসা করা হবে। তার আগে কিছু বলার নেই।’
গত বছরের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ। এ পর্যন্ত তিন কিস্তিতে ২ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে সংস্থাটি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ প্রকল্পের সঙ্গে আরও নতুন ১ বিলিয়ন ডলার সহায়তার ইঙ্গিত মিলেছে। তবে সংস্থাটি বাংলাদেশকে অতিরিক্ত ১ বিলিয়ন ডলারের জন্য কিছু নতুন শর্ত জুড়ে দিয়েছে। নতুন ঋণ ছাড়ের জন্য বাড়তি ছয় মাস সময় চেয়েছে তারা। অর্থ মন্ত্রণালয়সহ কয়েকটি সংস্থার সঙ্গে তুমুল দর-কষাকষির পর ২০২৬ সালে চলমান ঋণের সর্বশেষ কিস্তি ছাড়ের পরবর্তী ছয় মাসে নতুন ঋণ দিতে সম্মত হয়েছে সংস্থাটি। তবে অর্থ উপদেষ্টার নতুন করে চাওয়া ৩ বিলিয়ন ডলার ঋণের বিষয়ে আইএমএফ আগ্রহ দেখায়নি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আইএমএফের কাছে নতুন করে ৩ বিলিয়ন ডলার ঋণের প্রস্তাব দেন। এই ঋণ নিয়ে ঢাকায় সফররত আইএমএফ মিশনের সঙ্গে কথা হয়। কিন্তু তারা চলমান ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের বাইরে নতুন ঋণে আগ্রহ দেখায়নি। তবে চলমান ঋণের সঙ্গে দু-একটি শর্ত যোগ করে প্রাথমিকভাবে এক বিলিয়নের একটি বিকল্প প্রস্তাব দেয় সংস্থাটি। এ জন্য তারা চলমান ঋণের কিস্তি শেষ হওয়ার পরে বাড়তি ছয় মাস সময় চায়। আইএমএফের চলমান মিশনের সঙ্গে বিভিন্ন বৈঠকে শর্ত পূরণে সম্মতি জানায় বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমাপনী বৈঠকে এসব বিষয়ে চুক্তি হতে পারে।
অপর একটি সূত্র জানায়, অর্থ উপদেষ্টা গত অক্টোবরে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক বৈঠকের ফাঁকে বিদ্যমান ঋণ কর্মসূচির অধীনে ওয়াশিংটনভিত্তিক বহুপক্ষীয় ঋণদাতা সংস্থাটির কাছে নতুন করে ৩ বিলিয়ন ডলার চেয়েছিলেন। আলোচনার পর বাংলাদেশের পারফরম্যান্স ও বিদ্যমান ঋণের চতুর্থ কিস্তির কাঠামোগত সংস্কারের শর্ত পালন নিয়ে পর্যালোচনা করতে চলতি মাসের শুরুতে ১৩ সদস্যের একটি আইএমএফ মিশন বাংলাদেশে আসে। বৈঠকে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানিয়েছেন, ঋণের পরিমাণ বাড়ানোর বিষয়টি মিশনের সঙ্গে আলোচনার পর অতিরিক্ত সংস্কার শর্তের বিনিময়ে প্রায় ১ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকায় সফররত আইএমএফ মিশন চলতি ঋণ নিয়ে দফায় দফায় বৈঠক করেছে। তারা অনেক বিষয়ে ইতিবাচক। নতুন করে চাওয়া ৩ বিলিয়ন ডলার ঋণের বিষয়ে নতুন করে বলার মতো কিছু ঘটেনি। তবে চলমান ঋণের সঙ্গে নতুন ১ বিলিয়ন ডলার ঋণ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আগামীকাল (বুধবার) শেষ বৈঠক হবে। বৈঠকে বিভিন্ন বিষয় খোলাসা করা হবে। তার আগে কিছু বলার নেই।’
গত বছরের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ। এ পর্যন্ত তিন কিস্তিতে ২ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে সংস্থাটি।

সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—রাষ্ট্রায়ত্ত এই ৬ ব্যাংকের ১ লাখ ৪৮ হাজার ২৮৮ কোটি টাকা আর হিসাবে ফিরে আসার সম্ভাবনা নেই; যা এই ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক বা ৪৬ দশমিক ৩৭ শতাংশ।
১৫ ঘণ্টা আগে
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ বাস্তবতাই এবার আসন্ন মুদ্রানীতির মূল সুর নির্ধারণ করে দিচ্ছে। গত বছরের অক্টোবরের পর নভেম্বর ও ডিসেম্বর টানা দুই মাস মূল্যস্ফীতি বাড়ায় বাংলাদেশ ব্যাংক আপাতত নীতি সুদহার কমানোর ঝুঁকিতে যেতে চাইছে না।
১৫ ঘণ্টা আগে
উন্নয়ন বিবেচনায় বাংলাদেশের পুঁজিবাজার এখনো আঞ্চলিক প্রতিযোগী পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় পিছিয়ে আছে বলে মনে করছেন বিদেশি বিনিয়োগকারীরা। মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের উদ্যোগে অনুষ্ঠিত ‘নির্বাচন-পরবর্তী ২০২৬ দিগন্ত...
১৫ ঘণ্টা আগে
অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) শেয়ার হঠাৎ করেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন দরপতনের পর এক টাকার নিচে নেমে যাওয়া এসব শেয়ার আজ মঙ্গলবার সর্বোচ্চ সার্কিট ব্রেকারে ঠেকে যায়। এতে প্রশ্ন উঠেছে, আর্থিকভাবে দেউলিয়া
১৯ ঘণ্টা আগে