আজকের পত্রিকা ডেস্ক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পর বিশ্ববাজারে ভূরাজনৈতিক ঝুঁকি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে। এর প্রভাব পড়েছে মূল্যবান ধাতু ও প্রতিরক্ষা খাতের শেয়ারে। এ ঘটনায় নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সম্পদের দিকে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। ফলে সোনার দাম প্রায় ২ দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩৩ ডলারে (৩ হাজার ২৯৩ পাউন্ড)। একই সময়ে রুপার দাম বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোকে আটকের পর ইউরোপজুড়ে প্রতিরক্ষা খাতের শেয়ারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিনিয়োগকারীদের ধারণা, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে সামরিক ব্যয় বাড়তে পারে।
আজ সোমবার দিনের শুরুর দিকে তেলের দাম কিছুটা ওঠানামা করেছে। ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬১ দশমিক শূন্য ৬ ডলারে দাঁড়ায়। তবে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর শেয়ার প্রাক্-বাজার লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভেনেজুয়েলায় বর্তমানে কার্যক্রম চালানো একমাত্র মার্কিন কোম্পানি শেভরনের শেয়ার ৭ শতাংশের বেশি বেড়েছে।
সাধারণত অস্থিরতা ও অনিশ্চয়তার সময়ে সোনা ও রুপার মতো মূল্যবান ধাতুর দাম বাড়ে। কারণ, এগুলোকে তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে দেখা হয়। গত বছর সোনার দাম ৬০ শতাংশের বেশি বেড়ে ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি দেখায়। গত ২৬ ডিসেম্বর সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছায়।
এই ঊর্ধ্বগতির পেছনে কয়েকটি কারণ ছিল—সুদের হার কমার প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বড় পরিসরে স্বর্ণ কেনা এবং বৈশ্বিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ।
এদিকে ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইউরোপজুড়ে প্রতিরক্ষা খাতের শেয়ার বেড়েছে। যুক্তরাজ্যের বহুজাতিক অস্ত্র, নিরাপত্তা ও মহাকাশ সংস্থা বিএই সিস্টেমের শেয়ার ৪ দশমিক ৬ শতাংশ এবং জার্মানির রাইনমেটালের শেয়ার ৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ অনলাইন বিনিয়োগ প্ল্যাটফর্ম এজে বেলের পরিচালক (বিনিয়োগ) রাস মোল্ড বিবিসিকে বলেন, দুটি দেশের মধ্যে উত্তেজনা বাড়লে প্রতিরক্ষা খাতের শেয়ার সাধারণত বাড়ে। কারণ, বিনিয়োগকারীরা মনে করেন, সরকারগুলো সামরিক ব্যয় বাড়াতে পারে। মাদুরোকে আটকের পর এই খাতে চাহিদা বাড়া স্বাভাবিক।
এদিকে মূল্যবান ধাতুর দাম বাড়ায় খনি কোম্পানির শেয়ারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিশ্বখ্যাত এন্ডেভার মাইনিং ও ফ্রেসনিলোর শেয়ার ৪ শতাংশের বেশি বেড়েছে।
ভেনেজুয়েলার বাইরে এশিয়ার শেয়ারবাজারগুলোতেও দর বেড়েছে। নতুন বছরের প্রথম কার্যদিবসে জাপানের নিক্কেই-২২৫ সূচক ৩ শতাংশ বেড়েছে। দক্ষিণ কোরিয়া ও চীনের প্রধান সূচকগুলোর দরও বেড়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পর বিশ্ববাজারে ভূরাজনৈতিক ঝুঁকি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে। এর প্রভাব পড়েছে মূল্যবান ধাতু ও প্রতিরক্ষা খাতের শেয়ারে। এ ঘটনায় নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সম্পদের দিকে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। ফলে সোনার দাম প্রায় ২ দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩৩ ডলারে (৩ হাজার ২৯৩ পাউন্ড)। একই সময়ে রুপার দাম বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোকে আটকের পর ইউরোপজুড়ে প্রতিরক্ষা খাতের শেয়ারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিনিয়োগকারীদের ধারণা, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে সামরিক ব্যয় বাড়তে পারে।
আজ সোমবার দিনের শুরুর দিকে তেলের দাম কিছুটা ওঠানামা করেছে। ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬১ দশমিক শূন্য ৬ ডলারে দাঁড়ায়। তবে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর শেয়ার প্রাক্-বাজার লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভেনেজুয়েলায় বর্তমানে কার্যক্রম চালানো একমাত্র মার্কিন কোম্পানি শেভরনের শেয়ার ৭ শতাংশের বেশি বেড়েছে।
সাধারণত অস্থিরতা ও অনিশ্চয়তার সময়ে সোনা ও রুপার মতো মূল্যবান ধাতুর দাম বাড়ে। কারণ, এগুলোকে তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে দেখা হয়। গত বছর সোনার দাম ৬০ শতাংশের বেশি বেড়ে ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি দেখায়। গত ২৬ ডিসেম্বর সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছায়।
এই ঊর্ধ্বগতির পেছনে কয়েকটি কারণ ছিল—সুদের হার কমার প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বড় পরিসরে স্বর্ণ কেনা এবং বৈশ্বিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ।
এদিকে ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইউরোপজুড়ে প্রতিরক্ষা খাতের শেয়ার বেড়েছে। যুক্তরাজ্যের বহুজাতিক অস্ত্র, নিরাপত্তা ও মহাকাশ সংস্থা বিএই সিস্টেমের শেয়ার ৪ দশমিক ৬ শতাংশ এবং জার্মানির রাইনমেটালের শেয়ার ৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ অনলাইন বিনিয়োগ প্ল্যাটফর্ম এজে বেলের পরিচালক (বিনিয়োগ) রাস মোল্ড বিবিসিকে বলেন, দুটি দেশের মধ্যে উত্তেজনা বাড়লে প্রতিরক্ষা খাতের শেয়ার সাধারণত বাড়ে। কারণ, বিনিয়োগকারীরা মনে করেন, সরকারগুলো সামরিক ব্যয় বাড়াতে পারে। মাদুরোকে আটকের পর এই খাতে চাহিদা বাড়া স্বাভাবিক।
এদিকে মূল্যবান ধাতুর দাম বাড়ায় খনি কোম্পানির শেয়ারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিশ্বখ্যাত এন্ডেভার মাইনিং ও ফ্রেসনিলোর শেয়ার ৪ শতাংশের বেশি বেড়েছে।
ভেনেজুয়েলার বাইরে এশিয়ার শেয়ারবাজারগুলোতেও দর বেড়েছে। নতুন বছরের প্রথম কার্যদিবসে জাপানের নিক্কেই-২২৫ সূচক ৩ শতাংশ বেড়েছে। দক্ষিণ কোরিয়া ও চীনের প্রধান সূচকগুলোর দরও বেড়েছে।

৯টি দুর্বল ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়নের সিদ্ধান্তে পুঁজিবাজারে আরেকটি বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। পাঁচটি ব্যাংক একীভূত করার পর বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে আমানতকারীদের অর্থ ফেরতের ব্যবস্থা নেওয়া হলেও এগুলোর শেয়ারে বিনিয়োগকারীরা কার্যত পুরোপুরি উপেক্ষিতই থাকছেন।
১০ ঘণ্টা আগে
পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
সোনার দাম ২০২৬ সালের চতুর্থ প্রান্তিকে আউন্সপ্রতি ৪ হাজার ৮০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মরগ্যান স্ট্যানলি। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, সুদের হার কমে যাওয়া, ফেডারেল রিজার্ভের নেতৃত্বে পরিবর্তন এবং কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগ তহবিলের ক্রয়।
১৫ ঘণ্টা আগে
‘কয়েক বছর আগেও আমাদের গ্রামে অপরাজিতা ফুলের গাছ লতানো ফুল গাছের লতা ছাড়া আর কিছুই ছিল না।’ গাছ থেকে নীল রঙের এই মনোমুগ্ধকর ফুলটি তুলতে তুলতে বলছিলেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের আনথাইগ্লাও গ্রামের বাসিন্দা নীলাম ব্রহ্মা।
১৯ ঘণ্টা আগে