নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার উত্থান হয়েছে। একই সঙ্গে লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়ে ৩৫ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। গত তিন মাসের দরপতনের বিপরীতে এমন উত্থান বিশেষ কিছু মনে না হলেও বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হতে পারে।
ঈদের আগে ধারাবাহিক দরপতনে ডিএসইর বাজার মূলধন কমে যায় ১ লাখ ৯ হাজার কোটি টাকার মতো। ঈদের পরে বাজার ঘুরে দাঁড়ানোর আশা করেছিলেন সবাই। তবে ঈদের পর ১২ কর্মদিবসের মধ্যে গতকালসহ মাত্র ৩ দিন উত্থান হয়েছে।
চরম হতাশার মধ্যে বিনিয়োগকারীদের আশাবাদী করেছিল চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারের উত্থান। ওই দিন বিএসইসির চেয়ারম্যানের পুনর্নিয়োগ পাওয়ার প্রজ্ঞাপনের খবরে ডিএসইতে সূচক বাড়ে ৯৭ পয়েন্ট। পরের দিন সোমবার আবার দরপতন হয়।
এ পরিস্থিতিতে গতকাল লেনদেন শেষে ১৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এর মধ্যেও ৯টির দাম এক দিনে যতটা বাড়া সম্ভব, ততটাই বাড়ে। আর দাম কমেছে ২০৪টির ও ৪৬টির অপরিবর্তিত ছিল। এতে সাধারণ সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮৪ পয়েন্টে উঠে এসেছে।
ফলে ঈদের ছুটিতে যাওয়ার সময় ও সূচকের বর্তমান অবস্থানের পার্থক্য দাঁড়াল ২৭৯ পয়েন্ট। অর্থাৎ ঈদের পরের উত্থান যোগ করার পরও সূচকে ওই পরিমাণ ঘাটতি রয়েছে।
এদিকে মূল্যসূচক বাড়ার সঙ্গে লেনদেন বেড়ে দিনভর হাতবদল হয়েছে ৮৩৫ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিনে ছিল ৬৬৩ কোটি ৪৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৭২ কোটি ২৯ লাখ টাকা।
গতকালের চেয়ে বেশি লেনদেন হয়েছিল ৫ মার্চ, যেটি ৩৪ কর্মদিবস আগে। ওই দিন লেনদেন হয় ৮৪৩ কোটি ৭২ লাখ টাকা।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার উত্থান হয়েছে। একই সঙ্গে লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়ে ৩৫ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। গত তিন মাসের দরপতনের বিপরীতে এমন উত্থান বিশেষ কিছু মনে না হলেও বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হতে পারে।
ঈদের আগে ধারাবাহিক দরপতনে ডিএসইর বাজার মূলধন কমে যায় ১ লাখ ৯ হাজার কোটি টাকার মতো। ঈদের পরে বাজার ঘুরে দাঁড়ানোর আশা করেছিলেন সবাই। তবে ঈদের পর ১২ কর্মদিবসের মধ্যে গতকালসহ মাত্র ৩ দিন উত্থান হয়েছে।
চরম হতাশার মধ্যে বিনিয়োগকারীদের আশাবাদী করেছিল চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারের উত্থান। ওই দিন বিএসইসির চেয়ারম্যানের পুনর্নিয়োগ পাওয়ার প্রজ্ঞাপনের খবরে ডিএসইতে সূচক বাড়ে ৯৭ পয়েন্ট। পরের দিন সোমবার আবার দরপতন হয়।
এ পরিস্থিতিতে গতকাল লেনদেন শেষে ১৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এর মধ্যেও ৯টির দাম এক দিনে যতটা বাড়া সম্ভব, ততটাই বাড়ে। আর দাম কমেছে ২০৪টির ও ৪৬টির অপরিবর্তিত ছিল। এতে সাধারণ সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮৪ পয়েন্টে উঠে এসেছে।
ফলে ঈদের ছুটিতে যাওয়ার সময় ও সূচকের বর্তমান অবস্থানের পার্থক্য দাঁড়াল ২৭৯ পয়েন্ট। অর্থাৎ ঈদের পরের উত্থান যোগ করার পরও সূচকে ওই পরিমাণ ঘাটতি রয়েছে।
এদিকে মূল্যসূচক বাড়ার সঙ্গে লেনদেন বেড়ে দিনভর হাতবদল হয়েছে ৮৩৫ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিনে ছিল ৬৬৩ কোটি ৪৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৭২ কোটি ২৯ লাখ টাকা।
গতকালের চেয়ে বেশি লেনদেন হয়েছিল ৫ মার্চ, যেটি ৩৪ কর্মদিবস আগে। ওই দিন লেনদেন হয় ৮৪৩ কোটি ৭২ লাখ টাকা।

ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
৬ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
৬ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও টানা দুই প্রান্তিকে বাংলাদেশে প্রকৃত বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৯ ঘণ্টা আগে