Ajker Patrika

ভেস্তে গেল হোন্ডা-নিশান একীভূতকরণ আলোচনা

এএফপি, টোকিও
ছবি: এএফপি
ছবি: এএফপি

হোন্ডার সঙ্গে একীভূতকরণ আলোচনার ইতি টানছে নিশান এবং তারা নতুন অংশীদারের সন্ধানে রয়েছে। এএফপিকে এমনটাই জানিয়েছে এক ঘনিষ্ঠ সূত্র। গতকাল বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমেও একই তথ্য প্রকাশিত হয়েছে।

আলোচনাটি ভেস্তে যায় যখন হোন্ডা ডিসেম্বরে ঘোষিত নতুন হোল্ডিং কোম্পানির অধীনে একীভূত হওয়ার পরিবর্তে নিশানকে তার একটি সহায়ক প্রতিষ্ঠান বানানোর প্রস্তাব দেয়।

সূত্র ও জাপানি সংবাদমাধ্যমের প্রতিবেদনের তথ্যমতে, হোন্ডার সর্বশেষ শর্তগুলো নিশানের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অপমানজনক ছিল। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা বাকি, তবে কার্যত আলোচনার সমাপ্তি ঘটেছে।

সূত্রটি জানিয়েছে, এখন নতুন কৌশলগত অংশীদার খুঁজছে নিশান, যা হতে পারে প্রযুক্তি বা অটোমোবাইল খাতের কোনো প্রতিষ্ঠান। কোম্পানিকে অবশ্যই সৃজনশীল হতে হবে এবং যেকোনো সম্ভাব্য অংশীদারির উপযোগিতা গভীরভাবে বিবেচনা করতে হবে।

গতকাল ব্লুমবার্গের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিশান যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানির সঙ্গে নতুন মৈত্রী গঠনের সম্ভাবনা খুঁজছে।

নিশান ও হোন্ডার একীভূত হওয়ার পরিকল্পনা, যা বিশ্বে তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারত—প্রাথমিকভাবে টেসলা এবং চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতার জন্য নেওয়া হয়েছিল।

ডিসেম্বরে এক ঘোষণায় হোন্ডার সিইও জোর দিয়ে বলেছিলেন, এটি নিশানের জন্য কোনো আর্থিক সহায়তার পদক্ষেপ নয়, যদিও নিশানের প্রথমার্ধের নিট মুনাফায় ৯৩ শতাংশ পতন ও হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল।

গত বুধবার নিশান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মধ্য ফেব্রুয়ারির মধ্যে একটি সিদ্ধান্ত নেবে এবং আনুষ্ঠানিক ঘোষণা দেবে, যখন বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে যে কোম্পানিটি হোন্ডার সঙ্গে আলোচনা থেকে সরে আসছে।

ডিসেম্বরে প্রকাশিত এক রিপোর্টে জানা যায়, তাইওয়ানের ইলেকট্রনিকস জায়ান্ট ফক্সকন নিশানের অধিকাংশ শেয়ার কেনার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়। পরে তারা রেনল্টকে নিশানের ৩৫ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাব দেয়, তবে সেটিও স্থগিত করা হয়, একীভূতকরণ আলোচনার আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই।

সূত্রটি আরও জানিয়েছে, নিশানের পরিচালনা পর্ষদ গত মঙ্গলবার হোন্ডার সঙ্গে আলোচনা চূড়ান্তভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। জাপানের সংবাদ সংস্থা কিয়োডো জানিয়েছে যে নিশানের সিইও মাকোতো উচিদা বৃহস্পতিবার টোকিওতে হোন্ডার প্রধান তোশিহিরো মিবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একীভূতকরণ আলোচনা বন্ধ করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান।

নিশান এক দশক ধরে নানা সংকটে রয়েছে। বিশেষ করে ২০১৮ সালে সাবেক প্রধান কার্লোস ঘোসনের গ্রেপ্তার এবং তাঁর চমকপ্রদভাবে জাপান থেকে পলায়নের ঘটনা কোম্পানিটিকে ব্যাপক অস্থিরতার মধ্যে ফেলে। এ ছাড়া নিশানের ওপর রয়েছে বিলিয়ন ডলারের ঋণের চাপ, যা আগামী দুই বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

ভারতে বসেছে বিশ্বের গোয়েন্দাপ্রধানদের আসর, কী হচ্ছে সেখানে

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা রাফি, কনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত