নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক (ইডি) মো. মাহবুবুল আলম পদত্যাগ করেছেন। আজ সোমবার (১০ মার্চ) তিনি অফিস করেন এবং পদত্যাগপত্র বিএসইসির চেয়ারম্যান বরাবর জমা দেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছি। সোমবার অফিস করেছি। সার্বিক দিক বিবেচনা করে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি।’
তবে এ বিষয়ে জানার জন্য ফোন করা হলে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করা হলেও উত্তর দেননি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাহবুবুল আলম দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে বিএসইসিতে কর্মরত ছিলেন। তবে গত ৫ মার্চ চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। সেই ঘটনার জেরে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বিএসইসির ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়।
এরপর রোববার (৯ মার্চ) আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন মাহবুবুল আলম। একই দিনে ও পরদিন আরও ১৩ কর্মকর্তা জামিন নেন। তবে এখনও পর্যন্ত সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা ও উপ-পরিচালক তৌহিদুল ইসলাম জামিন নেননি।
বিএসইসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১৫ জন কর্মকর্তাকে শোকজ এবং গত মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠায় খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বিএসইসির বর্তমান কমিশন। এরপরই কর্মকর্তারা একজোট হয়ে বুধবার পদত্যাগের দাবিতে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন। পরদিন বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন।
তবে অন্যায় দাবির কাছে মাথা নত করবেন না বলে জানান বিএসইসি চেয়ারম্যান। ওই দিনই বিএসইসি চেয়ারম্যানের গানম্যান আশিকুর রহমান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক (ইডি) মো. মাহবুবুল আলম পদত্যাগ করেছেন। আজ সোমবার (১০ মার্চ) তিনি অফিস করেন এবং পদত্যাগপত্র বিএসইসির চেয়ারম্যান বরাবর জমা দেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছি। সোমবার অফিস করেছি। সার্বিক দিক বিবেচনা করে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি।’
তবে এ বিষয়ে জানার জন্য ফোন করা হলে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করা হলেও উত্তর দেননি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাহবুবুল আলম দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে বিএসইসিতে কর্মরত ছিলেন। তবে গত ৫ মার্চ চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। সেই ঘটনার জেরে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বিএসইসির ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়।
এরপর রোববার (৯ মার্চ) আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন মাহবুবুল আলম। একই দিনে ও পরদিন আরও ১৩ কর্মকর্তা জামিন নেন। তবে এখনও পর্যন্ত সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা ও উপ-পরিচালক তৌহিদুল ইসলাম জামিন নেননি।
বিএসইসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১৫ জন কর্মকর্তাকে শোকজ এবং গত মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠায় খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বিএসইসির বর্তমান কমিশন। এরপরই কর্মকর্তারা একজোট হয়ে বুধবার পদত্যাগের দাবিতে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন। পরদিন বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন।
তবে অন্যায় দাবির কাছে মাথা নত করবেন না বলে জানান বিএসইসি চেয়ারম্যান। ওই দিনই বিএসইসি চেয়ারম্যানের গানম্যান আশিকুর রহমান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের বরাদ্দ ১ হাজার ৪৮ কোটি ৯০ লাখ টাকা কমানো হয়েছে। মূল বাজেটে এ প্রকল্পের জন্য ১০ হাজার ৫০২ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ থাকলেও সংশোধিত বাজেটে তা কমিয়ে ৯ হাজার ৪৫৪ কোটি টাকায় নামিয়ে...
১৪ ঘণ্টা আগেদেশের কৃষি খাতের টেকসই উন্নয়নে ব্যাংকগুলোর ঋণ প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাদ্যনিরাপত্তা ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক কৃষিঋণ বিতরণ বাধ্যতামূলক করেছে। তবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাতের অস্থিরতা ও কিছু বাণিজ্যিক ব্যাংকের
১৪ ঘণ্টা আগেমানিকগঞ্জের সাটুরিয়ার তাঁতপল্লিতে ঈদ সামনে রেখে কর্মব্যস্ততা তুঙ্গে। খুটখাট আওয়াজে মুখরিত তাঁতপল্লি যেন এক অনবরত সুরেলা ছন্দ তুলেছে। চলছে পবিত্র মাহে রমজান, এরপরই ঈদ এবং বাঙালির পয়লা বৈশাখের উৎসব।
১৭ ঘণ্টা আগেএলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা করছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। রাজধানীর এক ছায়া সংসদ বিতর্কে তিনি বলেন, শুল্ক সুবিধা হারানো, ঋণের কঠোর শর্ত ও উন্নয়ন সহযোগিতার হ্রাসসহ...
১ দিন আগে