নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিনি আমদানির সিদ্ধান্তের এক সপ্তাহের মাথায় এবার যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আমদানি করার সিদ্ধান্ত নিল সরকার। প্রতি লিটার সয়াবিনের দাম পড়বে ১১৭ টাকা ৮১ পয়সা। সরকারি বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে এই তেল খোলাবাজারে বিক্রি করা হবে।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গতকাল বুধবার এক সভায় ভোজ্যতেল কেনার এই প্রস্তাব অনুমোদন করেছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। এর আগে ১৭ মে ক্রয় কমিটি যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি আমদানির অনুমোদন দেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ মে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, যারা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেবে, তাদের কাছ থেকে কিছু কেনা হবে না। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং সংস্থার কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। নতুন নিষেধাজ্ঞা আসতে পারে বলেও কয়েক দিন ধরে গুঞ্জন চলছে।
গতকাল মন্ত্রিসভা কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান ব্রিফিংয়ে বলেন, আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। টিসিবির চাহিদা মেটাতে এ তেল কেনা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাকসেনচুয়েট টেকনোলজি ইনকরপোরেশনের কাছ থেকে স্থানীয় এজেন্ট ওএমসি লিমিটেড ঢাকার মাধ্যমে ২ লিটার পেটজাত বোতলে এই তেল আমদানি করা হবে। এতে খরচ হবে ১২৯ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১১৭ টাকা ৮১ পয়সা।
অতিরিক্ত সচিব জানান, একই সভায় টিসিবির জন্য স্থানীয় বাজার থেকেও ৭০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত হয়েছে। তবে এ তেলের দাম যুক্তরাষ্ট্রের তেলের প্রায় ৫৫ শতাংশ বেশি বা লিটারে ৬৪ টাকা ৮৪ পয়সা বেশি। দেশি কোম্পানি সিটি এডিবল অয়েল এই সয়াবিন তেল সরবরাহ করবে। এতে মোট খরচ পড়বে ১২৭ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা।

চিনি আমদানির সিদ্ধান্তের এক সপ্তাহের মাথায় এবার যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আমদানি করার সিদ্ধান্ত নিল সরকার। প্রতি লিটার সয়াবিনের দাম পড়বে ১১৭ টাকা ৮১ পয়সা। সরকারি বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে এই তেল খোলাবাজারে বিক্রি করা হবে।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গতকাল বুধবার এক সভায় ভোজ্যতেল কেনার এই প্রস্তাব অনুমোদন করেছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। এর আগে ১৭ মে ক্রয় কমিটি যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি আমদানির অনুমোদন দেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ মে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, যারা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেবে, তাদের কাছ থেকে কিছু কেনা হবে না। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং সংস্থার কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। নতুন নিষেধাজ্ঞা আসতে পারে বলেও কয়েক দিন ধরে গুঞ্জন চলছে।
গতকাল মন্ত্রিসভা কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান ব্রিফিংয়ে বলেন, আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। টিসিবির চাহিদা মেটাতে এ তেল কেনা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাকসেনচুয়েট টেকনোলজি ইনকরপোরেশনের কাছ থেকে স্থানীয় এজেন্ট ওএমসি লিমিটেড ঢাকার মাধ্যমে ২ লিটার পেটজাত বোতলে এই তেল আমদানি করা হবে। এতে খরচ হবে ১২৯ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১১৭ টাকা ৮১ পয়সা।
অতিরিক্ত সচিব জানান, একই সভায় টিসিবির জন্য স্থানীয় বাজার থেকেও ৭০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত হয়েছে। তবে এ তেলের দাম যুক্তরাষ্ট্রের তেলের প্রায় ৫৫ শতাংশ বেশি বা লিটারে ৬৪ টাকা ৮৪ পয়সা বেশি। দেশি কোম্পানি সিটি এডিবল অয়েল এই সয়াবিন তেল সরবরাহ করবে। এতে মোট খরচ পড়বে ১২৭ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা।

ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
২ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
২ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও টানা দুই প্রান্তিকে বাংলাদেশে প্রকৃত বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে