নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রচলিত রীতি মেনে এবার ঈদের আগে নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনিবার্য কারণে ঈদের আগে নতুন নোট বাজারের ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ফলে দেশের ব্যাংকগুলো থেকে এবার কোনো নতুন নোট মিলবে না।
আজ সোমবার ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হলো। পাশাপাশি ব্যাংকের শাখায় যে নতুন নোট গচ্ছিত রয়েছে, তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করার জন্য বলা হলো।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট পাওয়া যাবে বলে এর আগে কেন্দ্রীয় ব্যাংক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল। সে অনুযায়ী, এবার ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট দেওয়ার কথা ছিল। বাংলাদেশ ব্যাংক ও কয়েকটি ব্যাংকের শাখার মাধ্যমে এসব নতুন নোট বিনিময় হওয়ার কথা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এবার ঈদে নতুন নোট বিনিময় করা হবে না। তবে বাজারে যেসব নোট রয়েছে, তার প্রচলন অব্যাহত থাকবে।
সূত্রের তথ্য অনুযায়ী, এপ্রিল-মে মাসে নতুন নকশার নোট বাজারে আসবে। এবার টাকার নকশা থেকে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বাদ দেওয়া হচ্ছে। এর পরিবর্তে জুলাই বিপ্লবের গ্রাফিতিসহ বিভিন্ন স্থাপনা নতুন নোটের নকশায় স্থান পাচ্ছে।
প্রচলিত রীতি মেনে এবার ঈদের আগে নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনিবার্য কারণে ঈদের আগে নতুন নোট বাজারের ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ফলে দেশের ব্যাংকগুলো থেকে এবার কোনো নতুন নোট মিলবে না।
আজ সোমবার ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হলো। পাশাপাশি ব্যাংকের শাখায় যে নতুন নোট গচ্ছিত রয়েছে, তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করার জন্য বলা হলো।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট পাওয়া যাবে বলে এর আগে কেন্দ্রীয় ব্যাংক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল। সে অনুযায়ী, এবার ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট দেওয়ার কথা ছিল। বাংলাদেশ ব্যাংক ও কয়েকটি ব্যাংকের শাখার মাধ্যমে এসব নতুন নোট বিনিময় হওয়ার কথা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এবার ঈদে নতুন নোট বিনিময় করা হবে না। তবে বাজারে যেসব নোট রয়েছে, তার প্রচলন অব্যাহত থাকবে।
সূত্রের তথ্য অনুযায়ী, এপ্রিল-মে মাসে নতুন নকশার নোট বাজারে আসবে। এবার টাকার নকশা থেকে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বাদ দেওয়া হচ্ছে। এর পরিবর্তে জুলাই বিপ্লবের গ্রাফিতিসহ বিভিন্ন স্থাপনা নতুন নোটের নকশায় স্থান পাচ্ছে।
বাজারে চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। যদিও সরকারি ও বেসরকারি পর্যায়ে চালের ব্যাপক আমদানি হচ্ছে এবং এতে সরকারি গুদামে মজুত আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাজারে এর কোনো প্রভাবই পড়ছে না। কমছে না চালের দাম।
৯ ঘণ্টা আগেবাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ রোববার সচিবালয়ে এ সাক্ষাৎকালে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
৯ ঘণ্টা আগেদেশের বাজারে সোনার দাম প্রতি ভরি এবার বাড়ল ২ হাজার ৬১৩ টাকা। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৫৩ হাজার টাকা। নতুন এই দর কাল সোমবার থেকে কার্যকর হবে।
১০ ঘণ্টা আগেস্কুল ব্যাংকিং কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে এবং তাদের অর্থ ব্যবস্থাপনায় দক্ষ করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
১০ ঘণ্টা আগে