নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানো ঠিক হয়নি। এতে ব্যবসায়ীরা সমস্যার মধ্যে পড়বে বলে মত দিয়েছেন দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে, সামনে আরও কমবে। তেলের দাম ডলারের দামের সঙ্গে সমন্বয় করা উচিত এবং বাংলাদেশের বাজারে তেলের দাম কমানো দরকার।’
আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআই আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধি দলের যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
একবারে তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রয়োজন ছিল না উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, আমাদের দেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে আর কমানোর ঠিক থাকে না। এ অবস্থার পরিবর্তন হওয়া উচিত। তিনি বলেন, তেলের দাম কম থাকা অবস্থায় ব্যবসায়ীরা যেসব কাজ হাতে নিয়েছেন তাঁদের খরচ এখন বেড়ে যাবে। এতে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হবে।
এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, ‘ব্র্যান্ডিং বাংলাদেশ এখন সময়ের দাবি। আগে আমরা শুধু তৈরি পোশাক শিল্পের কারণে আন্তর্জাতিক বাজারে পরিচিত ছিলাম। এখন আমরা চামড়া, জাহাজ, সিরামিকসসহ অন্যান্য পণ্যও রপ্তানি করছি। রপ্তানি বাজার আরও বাড়াতে হবে। না হলে আগামীতে বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হবে।’
এ ব্যবসায়ী নেতা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে তাঁরা ছয়টি বাণিজ্য চুক্তি করেছেন। যুক্তরাজ্য ও ফ্রান্সে আগামীতে বাণিজ্য আরও বাড়বে। এছাড়া বিদেশে অবস্থানরত দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশিদের ব্যবসার সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে উল্লেখ করে জসিম উদ্দিন বলেন, বর্তমানে আমাদের রপ্তানি বাণিজ্যের পরিমাণ প্রায় ৫০ বিলিয়ন ডলার। বাণিজ্য ঝুঁকি মোকাবিলায় আমাদের এটাকে ৩০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে হবে।
তিনি বলেন, আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পর যদি ২০২৯ সাল পর্যন্ত বাণিজ্য সুবিধা বা জিএসপি সুবিধা পাই, তবে আমরা বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো।
ব্যাংকিং খাতের খেলাপি ঋণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জসিম উদ্দিন বলেন, ‘করোনার প্রভাবে খেলাপি ঋণ কিছুটা বেড়েছে। আমাদের ব্যবসা ঝুঁকির মধ্যে আছে। ৯৯ শতাংশ ব্যবসায়ীই ঋণ নিয়ে তা পরিশোধ করারমনোভাব রাখেন। আর এক শতাংশ ব্যবসায়ী আছেন, যারা বিভিন্ন প্রভাব খাটানোর চেষ্টা করেন। তবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে আমরা সরকারের সঙ্গে কাজ করছি। কারণ ব্যাংকিং খাত আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখছে। বিশেষ করে পাওয়ার সেক্টরে যেসব উন্নয়ন হয়েছে, তার অধিকাংশই দেশীয় ব্যাংকের ঋণের মাধ্যমে হয়েছে।’

এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানো ঠিক হয়নি। এতে ব্যবসায়ীরা সমস্যার মধ্যে পড়বে বলে মত দিয়েছেন দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে, সামনে আরও কমবে। তেলের দাম ডলারের দামের সঙ্গে সমন্বয় করা উচিত এবং বাংলাদেশের বাজারে তেলের দাম কমানো দরকার।’
আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআই আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধি দলের যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
একবারে তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রয়োজন ছিল না উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, আমাদের দেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে আর কমানোর ঠিক থাকে না। এ অবস্থার পরিবর্তন হওয়া উচিত। তিনি বলেন, তেলের দাম কম থাকা অবস্থায় ব্যবসায়ীরা যেসব কাজ হাতে নিয়েছেন তাঁদের খরচ এখন বেড়ে যাবে। এতে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হবে।
এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, ‘ব্র্যান্ডিং বাংলাদেশ এখন সময়ের দাবি। আগে আমরা শুধু তৈরি পোশাক শিল্পের কারণে আন্তর্জাতিক বাজারে পরিচিত ছিলাম। এখন আমরা চামড়া, জাহাজ, সিরামিকসসহ অন্যান্য পণ্যও রপ্তানি করছি। রপ্তানি বাজার আরও বাড়াতে হবে। না হলে আগামীতে বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হবে।’
এ ব্যবসায়ী নেতা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে তাঁরা ছয়টি বাণিজ্য চুক্তি করেছেন। যুক্তরাজ্য ও ফ্রান্সে আগামীতে বাণিজ্য আরও বাড়বে। এছাড়া বিদেশে অবস্থানরত দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশিদের ব্যবসার সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে উল্লেখ করে জসিম উদ্দিন বলেন, বর্তমানে আমাদের রপ্তানি বাণিজ্যের পরিমাণ প্রায় ৫০ বিলিয়ন ডলার। বাণিজ্য ঝুঁকি মোকাবিলায় আমাদের এটাকে ৩০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে হবে।
তিনি বলেন, আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পর যদি ২০২৯ সাল পর্যন্ত বাণিজ্য সুবিধা বা জিএসপি সুবিধা পাই, তবে আমরা বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো।
ব্যাংকিং খাতের খেলাপি ঋণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জসিম উদ্দিন বলেন, ‘করোনার প্রভাবে খেলাপি ঋণ কিছুটা বেড়েছে। আমাদের ব্যবসা ঝুঁকির মধ্যে আছে। ৯৯ শতাংশ ব্যবসায়ীই ঋণ নিয়ে তা পরিশোধ করারমনোভাব রাখেন। আর এক শতাংশ ব্যবসায়ী আছেন, যারা বিভিন্ন প্রভাব খাটানোর চেষ্টা করেন। তবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে আমরা সরকারের সঙ্গে কাজ করছি। কারণ ব্যাংকিং খাত আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখছে। বিশেষ করে পাওয়ার সেক্টরে যেসব উন্নয়ন হয়েছে, তার অধিকাংশই দেশীয় ব্যাংকের ঋণের মাধ্যমে হয়েছে।’

বাংলাদেশে ভোটের দিন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন—এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক মূল্যায়নে।
১ ঘণ্টা আগে
স্বতন্ত্র ধারার কবি, উত্তর-ঔপনিবেশিক তাত্ত্বিক ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান গত শনিবার (১০ জানুয়ারি) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়। ‘ফয়েজ আলম: তার সৃষ্টিশীল পথরেখা’ শিরোনামে অনুষ্ঠিত ওই শুভেচ্ছা জ্ঞাপন ও আলোচনা সভায় অতিথি হিসেবে
১ ঘণ্টা আগে
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এই অর্থ দিয়ে ১৪ জানুয়ারি শরিয়াহভিত্তিক সুকুক বন্ড ইস্যু করা হচ্ছে। ইজারা পদ্ধতিতে ১০ বছর মেয়াদি এই বন্ড থেকে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা মিলবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
৩ ঘণ্টা আগে
দেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
৪ ঘণ্টা আগে