নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানো ঠিক হয়নি। এতে ব্যবসায়ীরা সমস্যার মধ্যে পড়বে বলে মত দিয়েছেন দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে, সামনে আরও কমবে। তেলের দাম ডলারের দামের সঙ্গে সমন্বয় করা উচিত এবং বাংলাদেশের বাজারে তেলের দাম কমানো দরকার।’
আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআই আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধি দলের যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
একবারে তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রয়োজন ছিল না উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, আমাদের দেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে আর কমানোর ঠিক থাকে না। এ অবস্থার পরিবর্তন হওয়া উচিত। তিনি বলেন, তেলের দাম কম থাকা অবস্থায় ব্যবসায়ীরা যেসব কাজ হাতে নিয়েছেন তাঁদের খরচ এখন বেড়ে যাবে। এতে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হবে।
এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, ‘ব্র্যান্ডিং বাংলাদেশ এখন সময়ের দাবি। আগে আমরা শুধু তৈরি পোশাক শিল্পের কারণে আন্তর্জাতিক বাজারে পরিচিত ছিলাম। এখন আমরা চামড়া, জাহাজ, সিরামিকসসহ অন্যান্য পণ্যও রপ্তানি করছি। রপ্তানি বাজার আরও বাড়াতে হবে। না হলে আগামীতে বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হবে।’
এ ব্যবসায়ী নেতা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে তাঁরা ছয়টি বাণিজ্য চুক্তি করেছেন। যুক্তরাজ্য ও ফ্রান্সে আগামীতে বাণিজ্য আরও বাড়বে। এছাড়া বিদেশে অবস্থানরত দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশিদের ব্যবসার সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে উল্লেখ করে জসিম উদ্দিন বলেন, বর্তমানে আমাদের রপ্তানি বাণিজ্যের পরিমাণ প্রায় ৫০ বিলিয়ন ডলার। বাণিজ্য ঝুঁকি মোকাবিলায় আমাদের এটাকে ৩০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে হবে।
তিনি বলেন, আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পর যদি ২০২৯ সাল পর্যন্ত বাণিজ্য সুবিধা বা জিএসপি সুবিধা পাই, তবে আমরা বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো।
ব্যাংকিং খাতের খেলাপি ঋণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জসিম উদ্দিন বলেন, ‘করোনার প্রভাবে খেলাপি ঋণ কিছুটা বেড়েছে। আমাদের ব্যবসা ঝুঁকির মধ্যে আছে। ৯৯ শতাংশ ব্যবসায়ীই ঋণ নিয়ে তা পরিশোধ করারমনোভাব রাখেন। আর এক শতাংশ ব্যবসায়ী আছেন, যারা বিভিন্ন প্রভাব খাটানোর চেষ্টা করেন। তবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে আমরা সরকারের সঙ্গে কাজ করছি। কারণ ব্যাংকিং খাত আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখছে। বিশেষ করে পাওয়ার সেক্টরে যেসব উন্নয়ন হয়েছে, তার অধিকাংশই দেশীয় ব্যাংকের ঋণের মাধ্যমে হয়েছে।’

এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানো ঠিক হয়নি। এতে ব্যবসায়ীরা সমস্যার মধ্যে পড়বে বলে মত দিয়েছেন দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে, সামনে আরও কমবে। তেলের দাম ডলারের দামের সঙ্গে সমন্বয় করা উচিত এবং বাংলাদেশের বাজারে তেলের দাম কমানো দরকার।’
আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআই আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধি দলের যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
একবারে তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রয়োজন ছিল না উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, আমাদের দেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে আর কমানোর ঠিক থাকে না। এ অবস্থার পরিবর্তন হওয়া উচিত। তিনি বলেন, তেলের দাম কম থাকা অবস্থায় ব্যবসায়ীরা যেসব কাজ হাতে নিয়েছেন তাঁদের খরচ এখন বেড়ে যাবে। এতে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হবে।
এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, ‘ব্র্যান্ডিং বাংলাদেশ এখন সময়ের দাবি। আগে আমরা শুধু তৈরি পোশাক শিল্পের কারণে আন্তর্জাতিক বাজারে পরিচিত ছিলাম। এখন আমরা চামড়া, জাহাজ, সিরামিকসসহ অন্যান্য পণ্যও রপ্তানি করছি। রপ্তানি বাজার আরও বাড়াতে হবে। না হলে আগামীতে বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হবে।’
এ ব্যবসায়ী নেতা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে তাঁরা ছয়টি বাণিজ্য চুক্তি করেছেন। যুক্তরাজ্য ও ফ্রান্সে আগামীতে বাণিজ্য আরও বাড়বে। এছাড়া বিদেশে অবস্থানরত দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশিদের ব্যবসার সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে উল্লেখ করে জসিম উদ্দিন বলেন, বর্তমানে আমাদের রপ্তানি বাণিজ্যের পরিমাণ প্রায় ৫০ বিলিয়ন ডলার। বাণিজ্য ঝুঁকি মোকাবিলায় আমাদের এটাকে ৩০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে হবে।
তিনি বলেন, আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পর যদি ২০২৯ সাল পর্যন্ত বাণিজ্য সুবিধা বা জিএসপি সুবিধা পাই, তবে আমরা বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো।
ব্যাংকিং খাতের খেলাপি ঋণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জসিম উদ্দিন বলেন, ‘করোনার প্রভাবে খেলাপি ঋণ কিছুটা বেড়েছে। আমাদের ব্যবসা ঝুঁকির মধ্যে আছে। ৯৯ শতাংশ ব্যবসায়ীই ঋণ নিয়ে তা পরিশোধ করারমনোভাব রাখেন। আর এক শতাংশ ব্যবসায়ী আছেন, যারা বিভিন্ন প্রভাব খাটানোর চেষ্টা করেন। তবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে আমরা সরকারের সঙ্গে কাজ করছি। কারণ ব্যাংকিং খাত আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখছে। বিশেষ করে পাওয়ার সেক্টরে যেসব উন্নয়ন হয়েছে, তার অধিকাংশই দেশীয় ব্যাংকের ঋণের মাধ্যমে হয়েছে।’

ঢাকায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৬ সালের জন্য নিজেদের নবনির্বাচিত নির্বাহী কমিটির নাম ঘোষণা করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা হেরিটেজ। জেসিআই একটি বৈশ্বিক সংগঠন, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নেতৃত্ব বিকাশ, কমিউনিটি সেবা এবং টেকসই সামাজিক উন্নয়নে কাজ করার সুযোগ করে দেয়।
৩০ মিনিট আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) কাছে মোট ৩৩ হাজার ৩৩৭ কোটি টাকা পাওনা রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের। এর মধ্যে বিপিসির পাওনা ১১ হাজার ৬৪৭ কোটি ৪ লাখ টাকা এবং পেট্রোবাংলার পাওনা ২১ হাজার ৬৯০ কোটি ৩৩ লাখ টাকা।
১ ঘণ্টা আগে
সভায় জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে বিমানের মোট আয় দাঁড়িয়েছে ১১ হাজার ৫৫৯ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৯ দশমিক ৪৬ শতাংশ বেশি। একই সময়ে অপারেশনাল মুনাফা হয়েছে ১ হাজার ৬০২ কোটি টাকা।
২ ঘণ্টা আগে
চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও সৌদি আরব; যা বিনোদন, ব্যবসা ও ধর্মীয় ভ্রমণের মধ্যে ভারসাম্যপূর্ণ চাহিদার ইঙ্গিত দেয়। নেপাল, ভারত, ভুটান ও ইন্দোনেশিয়া যথাক্রমে সপ্তম থেকে দশম স্থানে থেকে শীর্ষ দশের তালিকা সম্পূর্ণ করেছে।
৩ ঘণ্টা আগে