নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে ৬২ লাখ ৬ হাজার মার্কিন ডলার ঋণ দেবে কোরিয়া সরকার। ‘এস্টাবলিস্টমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (আইএনইএনএস) প্রজেক্ট’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য কোরিয়া সরকার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ) থেকে এই ঋণ দেবে।
এ লক্ষ্যে আজ মঙ্গলবার বাংলাদেশ সরকার ও কোরিয়া সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব (এশিয়া, জেইসি ও এফঅ্যান্ডএফ) মিরানা মাহরুখ এবং কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে মহাপরিচালক কিম কিসাং সম্পূরক ঋণ চুক্তি স্বাক্ষর করেন।
এই প্রকল্প নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য, উক্ত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৩ কোটি ৭৫ লাখ ইউএস ডলার মূল্যমানের মূল ঋণ চুক্তি এর আগে স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ৭টি লাইটহাউস ও কোস্টাল রেডিও স্টেশন স্থাপন এবং ঢাকায় একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার স্থাপনের মাধ্যমে চলমান জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠা এবং বিদ্যমান লাইটহাউস আধুনিকীকরণ ও নতুন লাইটহাউস স্থাপন করা হবে।
কোরিয়া সরকার কোরি এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে কম শর্তে ঋণ সহায়তা দিয়ে আসছে। এই প্রকল্পে ইডিসিএফ তহবিলের আওতায় ঋণ চুক্তির সুদের হার শূন্য দশমিক শূন্য ১; ঋণ পরিশোধের মেয়াদ ১৫ দশমিক ৫ বছর, গ্রেস পিরিয়ডসহ মোট ৪০ দশমিক ৫ বছর।

বাংলাদেশকে ৬২ লাখ ৬ হাজার মার্কিন ডলার ঋণ দেবে কোরিয়া সরকার। ‘এস্টাবলিস্টমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (আইএনইএনএস) প্রজেক্ট’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য কোরিয়া সরকার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ) থেকে এই ঋণ দেবে।
এ লক্ষ্যে আজ মঙ্গলবার বাংলাদেশ সরকার ও কোরিয়া সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব (এশিয়া, জেইসি ও এফঅ্যান্ডএফ) মিরানা মাহরুখ এবং কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে মহাপরিচালক কিম কিসাং সম্পূরক ঋণ চুক্তি স্বাক্ষর করেন।
এই প্রকল্প নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য, উক্ত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৩ কোটি ৭৫ লাখ ইউএস ডলার মূল্যমানের মূল ঋণ চুক্তি এর আগে স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ৭টি লাইটহাউস ও কোস্টাল রেডিও স্টেশন স্থাপন এবং ঢাকায় একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার স্থাপনের মাধ্যমে চলমান জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠা এবং বিদ্যমান লাইটহাউস আধুনিকীকরণ ও নতুন লাইটহাউস স্থাপন করা হবে।
কোরিয়া সরকার কোরি এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে কম শর্তে ঋণ সহায়তা দিয়ে আসছে। এই প্রকল্পে ইডিসিএফ তহবিলের আওতায় ঋণ চুক্তির সুদের হার শূন্য দশমিক শূন্য ১; ঋণ পরিশোধের মেয়াদ ১৫ দশমিক ৫ বছর, গ্রেস পিরিয়ডসহ মোট ৪০ দশমিক ৫ বছর।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
২০ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
২০ ঘণ্টা আগে