আমদানির সুফল নেই বাজারে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমদানি শুরুর পর কয়েক দিন কিছুটা কমে বিক্রির পর আবার বেড়েছে পেঁয়াজের দাম। এখন আমদানি ও দেশি দুই ধরনের পেঁয়াজের দামই বাড়তি। সেই সঙ্গে চলতি সপ্তাহে আবার বেড়েছে কাঁচা মরিচের দাম। কোথাও কোথাও বেশি বৃষ্টি ও বন্যার কারণে আলু ছাড়া সব ধরনের সবজি ও চালের দাম আগে থেকেই বেশি। এর মধ্যে বেড়েছে ডিম ও মুরগির দাম। সব মিলিয়ে কাঁচাবাজারে অনেকটাই চাপে পড়েছে সাধারণ ক্রেতারা। তবে অপরিবর্তিত রয়েছে ডাল, ভোজ্যতেল, আটা, ময়দা, চিনিসহ মুদি পণ্যের বাজার।
বাজারের খুচরা বিক্রেতারা বলছেন, ১৪ আগস্ট পেঁয়াজ আমদানি শুরু হলে প্রথম দুই-তিন দিন কিছুটা কমে বিক্রি হয়েছিল। কিন্তু তার পর থেকে পেঁয়াজের দাম আবার আগের জায়গায় ফিরে এসেছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগর, সেগুনবাগিচা, মানিকনগরসহ কয়েকটি বাজারে খুচরায় দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫-৮০ টাকা কেজি। দুই সপ্তাহ আগে হঠাৎ দাম বেড়ে এই অবস্থানে উঠে আসে পেঁয়াজের দাম।
বিক্রেতারা জানিয়েছেন, পাইকারিতে দেশি ও আমদানি করা পেঁয়াজ একই দামে বিক্রি হচ্ছে। ফলে খুচরা বাজারেও দাম কমছে না।
গতকাল রাজধানীর শ্যামবাজার ও কারওয়ান বাজারে পাইকারিতে দেশি ও আমদানির পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৮ থেকে ৭২ টাকা কেজি দরে।
রাজধানীর মানিকনগর বাজারের পেঁয়াজ বিক্রেতা ইউসুফ হাসান বলেন, আমদানির পেঁয়াজের দামও দেশি পেঁয়াজের মতো বেশি। ফলে বাজারে আমদানির তেমন প্রভাব পড়েনি।
মাঝখানে পেঁয়াজ আমদানির অনুমতি নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। সব মিলিয়ে সপ্তাহের শুরুতে কিছুটা কমলেও দাম তাই আবার বেড়েছে।
এদিকে মাসখানেক দাম একটু কম থাকার পর আবার ২৫০-৩০০ টাকায় উঠেছে কাঁচা মরিচের দাম। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে ২৫০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৬০-৭০ টাকায়। বিক্রেতারা জানিয়েছেন, সপ্তাহের শুরুর দিকে তা ৮০ টাকাতেও বিক্রি হয়েছে। গত সপ্তাহেই ২৫০ গ্রাম মরিচ ৪৫-৫০ টাকায় মিলত।
জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে হঠাৎ কাঁচা মরিচের দাম বেড়ে ৩০০ টাকায় ওঠে। এরপর ভারত থেকে আমদানি শুরু হলে দাম কিছুটা কমে আসে।
গতকাল রাজধানীর পাইকারি বাজারগুলোয় প্রতি পাল্লা (৫ কেজি) কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৯৫০-১০০০ টাকায়।
শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা আনোয়ার বলেন, ‘আমরা পাইকারি বাজার থেকে প্রতি কেজি ২০০ টাকায় কিনি। এর মধ্যে প্রতি কেজিতে ১০০-১৫০ গ্রাম থাকে পচা। সেগুলোকে বাছাই করে বাদ দিলে দাম কিছুটা বেড়ে যায়।’
বেনাপোল বন্দর দিয়ে গত ১২ জুলাই মরিচ আমদানি শুরু হয়। ২০ আগস্ট পর্যন্ত ১ হাজার ৩৫৬ টন আমদানি হয়েছে। আমদানিকারক সূত্রে জানা যায়, ভারত থেকে মরিচ এনে স্থলবন্দরে পৌঁছাতে সব মিলিয়ে প্রতি কেজিতে সর্বোচ্চ খরচ পড়ছে ৮০ থেকে ৮৫ টাকা।
এ ছাড়া বাজারে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল, সবজিসহ অন্যান্য পণ্য। গতকাল সাধারণ মানের সরু চাল বিক্রি হয়েছে ৭৫-৮৫ টাকা কেজি, মাঝারি মানের চাল ৬৫-৭২ টাকা কেজি ও মোটা চাল ৫৮-৬২ টাকা কেজি।
পটোল, কাঁকরোল, উচ্ছে, করলা, কচুমুখী, টমেটো, শসাসহ প্রায় সব সবজিই এখন ৮০ টাকা কেজির ওপর। এর মধ্যে করলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকায়, টমেটো ১৮০ টাকায়। বাজারে নতুন সবজি শিম দেখা গেছে, দাম প্রতি কেজি ১৪০-২৫০ টাকা। আলু এখন ২০-২৫ টাকা কেজির মধ্যেই রয়েছে।
বাজারে চলতি সপ্তাহে ফার্মের মুরগির ডিমের দাম বেড়ে প্রতি ডজন ১৪৫ টাকায় উঠেছে, যা গত সপ্তাহে ১৪০ টাকার মধ্যে ছিল। এ ছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৫-১৮৫ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ১৬৫-১৭৫ টাকা।
সেগুনবাগিচা বাজারের ডিম ও মুরগির বিক্রেতা নূরে আলম জানালেন, ডিম ও মুরগির সরবরাহ কিছুটা কমেছে। সবজির দাম বেশি হওয়ায় ডিমের চাহিদা বেড়েছে। ফলে দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা বাড়তি। এই বাড়তি দাম আরও বেশ কিছুদিন থাকতে পারে।

আমদানি শুরুর পর কয়েক দিন কিছুটা কমে বিক্রির পর আবার বেড়েছে পেঁয়াজের দাম। এখন আমদানি ও দেশি দুই ধরনের পেঁয়াজের দামই বাড়তি। সেই সঙ্গে চলতি সপ্তাহে আবার বেড়েছে কাঁচা মরিচের দাম। কোথাও কোথাও বেশি বৃষ্টি ও বন্যার কারণে আলু ছাড়া সব ধরনের সবজি ও চালের দাম আগে থেকেই বেশি। এর মধ্যে বেড়েছে ডিম ও মুরগির দাম। সব মিলিয়ে কাঁচাবাজারে অনেকটাই চাপে পড়েছে সাধারণ ক্রেতারা। তবে অপরিবর্তিত রয়েছে ডাল, ভোজ্যতেল, আটা, ময়দা, চিনিসহ মুদি পণ্যের বাজার।
বাজারের খুচরা বিক্রেতারা বলছেন, ১৪ আগস্ট পেঁয়াজ আমদানি শুরু হলে প্রথম দুই-তিন দিন কিছুটা কমে বিক্রি হয়েছিল। কিন্তু তার পর থেকে পেঁয়াজের দাম আবার আগের জায়গায় ফিরে এসেছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগর, সেগুনবাগিচা, মানিকনগরসহ কয়েকটি বাজারে খুচরায় দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫-৮০ টাকা কেজি। দুই সপ্তাহ আগে হঠাৎ দাম বেড়ে এই অবস্থানে উঠে আসে পেঁয়াজের দাম।
বিক্রেতারা জানিয়েছেন, পাইকারিতে দেশি ও আমদানি করা পেঁয়াজ একই দামে বিক্রি হচ্ছে। ফলে খুচরা বাজারেও দাম কমছে না।
গতকাল রাজধানীর শ্যামবাজার ও কারওয়ান বাজারে পাইকারিতে দেশি ও আমদানির পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৮ থেকে ৭২ টাকা কেজি দরে।
রাজধানীর মানিকনগর বাজারের পেঁয়াজ বিক্রেতা ইউসুফ হাসান বলেন, আমদানির পেঁয়াজের দামও দেশি পেঁয়াজের মতো বেশি। ফলে বাজারে আমদানির তেমন প্রভাব পড়েনি।
মাঝখানে পেঁয়াজ আমদানির অনুমতি নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। সব মিলিয়ে সপ্তাহের শুরুতে কিছুটা কমলেও দাম তাই আবার বেড়েছে।
এদিকে মাসখানেক দাম একটু কম থাকার পর আবার ২৫০-৩০০ টাকায় উঠেছে কাঁচা মরিচের দাম। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে ২৫০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৬০-৭০ টাকায়। বিক্রেতারা জানিয়েছেন, সপ্তাহের শুরুর দিকে তা ৮০ টাকাতেও বিক্রি হয়েছে। গত সপ্তাহেই ২৫০ গ্রাম মরিচ ৪৫-৫০ টাকায় মিলত।
জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে হঠাৎ কাঁচা মরিচের দাম বেড়ে ৩০০ টাকায় ওঠে। এরপর ভারত থেকে আমদানি শুরু হলে দাম কিছুটা কমে আসে।
গতকাল রাজধানীর পাইকারি বাজারগুলোয় প্রতি পাল্লা (৫ কেজি) কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৯৫০-১০০০ টাকায়।
শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা আনোয়ার বলেন, ‘আমরা পাইকারি বাজার থেকে প্রতি কেজি ২০০ টাকায় কিনি। এর মধ্যে প্রতি কেজিতে ১০০-১৫০ গ্রাম থাকে পচা। সেগুলোকে বাছাই করে বাদ দিলে দাম কিছুটা বেড়ে যায়।’
বেনাপোল বন্দর দিয়ে গত ১২ জুলাই মরিচ আমদানি শুরু হয়। ২০ আগস্ট পর্যন্ত ১ হাজার ৩৫৬ টন আমদানি হয়েছে। আমদানিকারক সূত্রে জানা যায়, ভারত থেকে মরিচ এনে স্থলবন্দরে পৌঁছাতে সব মিলিয়ে প্রতি কেজিতে সর্বোচ্চ খরচ পড়ছে ৮০ থেকে ৮৫ টাকা।
এ ছাড়া বাজারে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল, সবজিসহ অন্যান্য পণ্য। গতকাল সাধারণ মানের সরু চাল বিক্রি হয়েছে ৭৫-৮৫ টাকা কেজি, মাঝারি মানের চাল ৬৫-৭২ টাকা কেজি ও মোটা চাল ৫৮-৬২ টাকা কেজি।
পটোল, কাঁকরোল, উচ্ছে, করলা, কচুমুখী, টমেটো, শসাসহ প্রায় সব সবজিই এখন ৮০ টাকা কেজির ওপর। এর মধ্যে করলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকায়, টমেটো ১৮০ টাকায়। বাজারে নতুন সবজি শিম দেখা গেছে, দাম প্রতি কেজি ১৪০-২৫০ টাকা। আলু এখন ২০-২৫ টাকা কেজির মধ্যেই রয়েছে।
বাজারে চলতি সপ্তাহে ফার্মের মুরগির ডিমের দাম বেড়ে প্রতি ডজন ১৪৫ টাকায় উঠেছে, যা গত সপ্তাহে ১৪০ টাকার মধ্যে ছিল। এ ছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৫-১৮৫ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ১৬৫-১৭৫ টাকা।
সেগুনবাগিচা বাজারের ডিম ও মুরগির বিক্রেতা নূরে আলম জানালেন, ডিম ও মুরগির সরবরাহ কিছুটা কমেছে। সবজির দাম বেশি হওয়ায় ডিমের চাহিদা বেড়েছে। ফলে দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা বাড়তি। এই বাড়তি দাম আরও বেশ কিছুদিন থাকতে পারে।

এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
২ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
৪ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
এখন থেকে পদ্মাসেতু পারাপারে যাত্রীরা টোল পরিশোধ করতে পারবেন নগদের মাধ্যমে। আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ডাকঘরের ডিজিটাল আর্থিক পরিষেবা নগদ।
৯ ঘণ্টা আগে