নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আজ শনিবার দুপুরে নিত্যপণ্য সামগ্রীর মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার বণিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এফবিসিসিআই এ আহ্বান জানায়।
আগামী কোরবানির ঈদ পর্যন্ত সরকারনির্ধারিত মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি ও বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোগ্যপণ্যের বৈশ্বিক বাজারের সংকটকে পুঁজি করে কেউ যাতে দেশের বাজারকে অস্থির না করে। এ সময় তিনি সরকারনির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে বাজার কমিটিকে বিশেষভাবে তদারকির নির্দেশনা দেন।
এফবিসিসিআইয়ের নেতারা বলেন, কোরবানির ঈদ সামনে রেখে মসলার সংকটের কোনো তথ্য তাঁদের কাছে নেই। কোনো ব্যবসায়ী পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে এবং নির্ধারিত দামের বেশিতে বিক্রি করলে এফবিসিসিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এ সময় এফবিসিসিআই নেতারা চিনি, লবণ, আটা, ময়দা ইত্যাদি পণ্যের ডিলারদের তালিকা এফবিসিসিআইতে পাঠানোর জন্য মিলমালিকদের আহ্বান জানান।
এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বাজার সমিতিগুলোকে দোকানিদের নিয়ে মসলা, লবণ, চিনি পণ্যভিক্তিক সভা করা, দোকানে নিত্যপণ্যের মূল্যতালিকা টাঙানোসহ বিশ্ববাজারে পণ্যের মূল্য বৃদ্ধি ও হ্রাসের সঙ্গে সমন্বয় রেখে সীমিত মুনাফায় ব্যবসা করতে তাদের প্রতি আহ্বান জানানো হয়। ১৫ দিন পরপর সয়াবিন তেলের দাম সমন্বয়ের সুপারিশ করা হয়।
মোহাম্মদপুর টাউন হল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি লুৎফর রহমান বাবুল বলেন, যেসব দোকানি পণ্য মজুত ও সরকারনির্ধারিত মূল্যের বেশি বিক্রির চেষ্টা করেছে, সমিতি তাদের দোকান বন্ধ করে দিয়েছে। বাজার স্থিতিশীল রাখার স্বার্থে ভবিষ্যতেও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সমিতি একই ব্যবস্থা নেবে।
বাজারে স্থিতিশীলতা রাখতে প্রয়োজনের তুলনায় বাড়তি পণ্য না কিনতে ভোক্তাদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআইর পরিচালক আবু মোতালেব।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, হারুন অর রশীদ, মোহাম্মদপুর টাউন হল সিটি করপোরেশন বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিন শিকদারসহ অন্যরা।

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আজ শনিবার দুপুরে নিত্যপণ্য সামগ্রীর মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার বণিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এফবিসিসিআই এ আহ্বান জানায়।
আগামী কোরবানির ঈদ পর্যন্ত সরকারনির্ধারিত মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি ও বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোগ্যপণ্যের বৈশ্বিক বাজারের সংকটকে পুঁজি করে কেউ যাতে দেশের বাজারকে অস্থির না করে। এ সময় তিনি সরকারনির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে বাজার কমিটিকে বিশেষভাবে তদারকির নির্দেশনা দেন।
এফবিসিসিআইয়ের নেতারা বলেন, কোরবানির ঈদ সামনে রেখে মসলার সংকটের কোনো তথ্য তাঁদের কাছে নেই। কোনো ব্যবসায়ী পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে এবং নির্ধারিত দামের বেশিতে বিক্রি করলে এফবিসিসিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এ সময় এফবিসিসিআই নেতারা চিনি, লবণ, আটা, ময়দা ইত্যাদি পণ্যের ডিলারদের তালিকা এফবিসিসিআইতে পাঠানোর জন্য মিলমালিকদের আহ্বান জানান।
এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বাজার সমিতিগুলোকে দোকানিদের নিয়ে মসলা, লবণ, চিনি পণ্যভিক্তিক সভা করা, দোকানে নিত্যপণ্যের মূল্যতালিকা টাঙানোসহ বিশ্ববাজারে পণ্যের মূল্য বৃদ্ধি ও হ্রাসের সঙ্গে সমন্বয় রেখে সীমিত মুনাফায় ব্যবসা করতে তাদের প্রতি আহ্বান জানানো হয়। ১৫ দিন পরপর সয়াবিন তেলের দাম সমন্বয়ের সুপারিশ করা হয়।
মোহাম্মদপুর টাউন হল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি লুৎফর রহমান বাবুল বলেন, যেসব দোকানি পণ্য মজুত ও সরকারনির্ধারিত মূল্যের বেশি বিক্রির চেষ্টা করেছে, সমিতি তাদের দোকান বন্ধ করে দিয়েছে। বাজার স্থিতিশীল রাখার স্বার্থে ভবিষ্যতেও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সমিতি একই ব্যবস্থা নেবে।
বাজারে স্থিতিশীলতা রাখতে প্রয়োজনের তুলনায় বাড়তি পণ্য না কিনতে ভোক্তাদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআইর পরিচালক আবু মোতালেব।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, হারুন অর রশীদ, মোহাম্মদপুর টাউন হল সিটি করপোরেশন বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিন শিকদারসহ অন্যরা।

১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ঘিরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে দেশের দুই শীর্ষ খাত—বস্ত্রকল ও রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের মালিকেরা। দেশীয় সুতাশিল্প সুরক্ষার যুক্তিতে বাণিজ্য মন্ত্রণালয় এ সুবিধা তুলে নেওয়ার পথে হাঁটলেও, তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা
২ ঘণ্টা আগে
২০২৫-২৬ অর্থবছরের অর্ধেক সময় পেরিয়ে গেলেও সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কার্যত স্থবিরতা কাটেনি। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন সর্বনিম্ন পর্যায়ে নেমে এস
২ ঘণ্টা আগে
পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হবে—সমালোচিত ও বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিত আবুল খায়ের হিরুর এমন বার্তার পরই দেশের পুঁজিবাজারে বড় উত্থান দেখা গেছে। গতকাল রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তুলনায় দরবৃদ্ধি হয়েছে প্রায় ৭ গুণ।
২ ঘণ্টা আগে
বন্ড সুবিধার আড়ালে কেএলডি অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধে শুল্ক-কর ফাঁকি ও রপ্তানি জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে কাস্টমসের এক তদন্তে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত তিন বছরে প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় আমদানি করা ১৭৯ টন কাপড় ও অ্যাকসেসরিজ উৎপাদনে ব্যবহার না করে ইসলামপুরসহ বিভিন্ন অনুমোদনহীন বাজারে
২ ঘণ্টা আগে