নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আজ শনিবার দুপুরে নিত্যপণ্য সামগ্রীর মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার বণিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এফবিসিসিআই এ আহ্বান জানায়।
আগামী কোরবানির ঈদ পর্যন্ত সরকারনির্ধারিত মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি ও বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোগ্যপণ্যের বৈশ্বিক বাজারের সংকটকে পুঁজি করে কেউ যাতে দেশের বাজারকে অস্থির না করে। এ সময় তিনি সরকারনির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে বাজার কমিটিকে বিশেষভাবে তদারকির নির্দেশনা দেন।
এফবিসিসিআইয়ের নেতারা বলেন, কোরবানির ঈদ সামনে রেখে মসলার সংকটের কোনো তথ্য তাঁদের কাছে নেই। কোনো ব্যবসায়ী পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে এবং নির্ধারিত দামের বেশিতে বিক্রি করলে এফবিসিসিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এ সময় এফবিসিসিআই নেতারা চিনি, লবণ, আটা, ময়দা ইত্যাদি পণ্যের ডিলারদের তালিকা এফবিসিসিআইতে পাঠানোর জন্য মিলমালিকদের আহ্বান জানান।
এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বাজার সমিতিগুলোকে দোকানিদের নিয়ে মসলা, লবণ, চিনি পণ্যভিক্তিক সভা করা, দোকানে নিত্যপণ্যের মূল্যতালিকা টাঙানোসহ বিশ্ববাজারে পণ্যের মূল্য বৃদ্ধি ও হ্রাসের সঙ্গে সমন্বয় রেখে সীমিত মুনাফায় ব্যবসা করতে তাদের প্রতি আহ্বান জানানো হয়। ১৫ দিন পরপর সয়াবিন তেলের দাম সমন্বয়ের সুপারিশ করা হয়।
মোহাম্মদপুর টাউন হল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি লুৎফর রহমান বাবুল বলেন, যেসব দোকানি পণ্য মজুত ও সরকারনির্ধারিত মূল্যের বেশি বিক্রির চেষ্টা করেছে, সমিতি তাদের দোকান বন্ধ করে দিয়েছে। বাজার স্থিতিশীল রাখার স্বার্থে ভবিষ্যতেও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সমিতি একই ব্যবস্থা নেবে।
বাজারে স্থিতিশীলতা রাখতে প্রয়োজনের তুলনায় বাড়তি পণ্য না কিনতে ভোক্তাদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআইর পরিচালক আবু মোতালেব।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, হারুন অর রশীদ, মোহাম্মদপুর টাউন হল সিটি করপোরেশন বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিন শিকদারসহ অন্যরা।

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আজ শনিবার দুপুরে নিত্যপণ্য সামগ্রীর মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার বণিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এফবিসিসিআই এ আহ্বান জানায়।
আগামী কোরবানির ঈদ পর্যন্ত সরকারনির্ধারিত মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি ও বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোগ্যপণ্যের বৈশ্বিক বাজারের সংকটকে পুঁজি করে কেউ যাতে দেশের বাজারকে অস্থির না করে। এ সময় তিনি সরকারনির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে বাজার কমিটিকে বিশেষভাবে তদারকির নির্দেশনা দেন।
এফবিসিসিআইয়ের নেতারা বলেন, কোরবানির ঈদ সামনে রেখে মসলার সংকটের কোনো তথ্য তাঁদের কাছে নেই। কোনো ব্যবসায়ী পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে এবং নির্ধারিত দামের বেশিতে বিক্রি করলে এফবিসিসিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এ সময় এফবিসিসিআই নেতারা চিনি, লবণ, আটা, ময়দা ইত্যাদি পণ্যের ডিলারদের তালিকা এফবিসিসিআইতে পাঠানোর জন্য মিলমালিকদের আহ্বান জানান।
এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বাজার সমিতিগুলোকে দোকানিদের নিয়ে মসলা, লবণ, চিনি পণ্যভিক্তিক সভা করা, দোকানে নিত্যপণ্যের মূল্যতালিকা টাঙানোসহ বিশ্ববাজারে পণ্যের মূল্য বৃদ্ধি ও হ্রাসের সঙ্গে সমন্বয় রেখে সীমিত মুনাফায় ব্যবসা করতে তাদের প্রতি আহ্বান জানানো হয়। ১৫ দিন পরপর সয়াবিন তেলের দাম সমন্বয়ের সুপারিশ করা হয়।
মোহাম্মদপুর টাউন হল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি লুৎফর রহমান বাবুল বলেন, যেসব দোকানি পণ্য মজুত ও সরকারনির্ধারিত মূল্যের বেশি বিক্রির চেষ্টা করেছে, সমিতি তাদের দোকান বন্ধ করে দিয়েছে। বাজার স্থিতিশীল রাখার স্বার্থে ভবিষ্যতেও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সমিতি একই ব্যবস্থা নেবে।
বাজারে স্থিতিশীলতা রাখতে প্রয়োজনের তুলনায় বাড়তি পণ্য না কিনতে ভোক্তাদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআইর পরিচালক আবু মোতালেব।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, হারুন অর রশীদ, মোহাম্মদপুর টাউন হল সিটি করপোরেশন বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিন শিকদারসহ অন্যরা।

ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
৪ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
৪ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
৪ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও টানা দুই প্রান্তিকে বাংলাদেশে প্রকৃত বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৮ ঘণ্টা আগে