বিশেষ প্রতিনিধি, ঢাকা

বিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েলের দাম কমায় বিমানভাড়া কমানোর লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টার দিকে বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে মঞ্জুর কবীর ভূঁইয়া এই আহ্বান জানান। বৈঠকে তিনি বলেন, ‘জেট ফুয়েলের দাম কমার ফলে যাত্রীসাধারণ যেন ভাড়ার ক্ষেত্রে এর সুফল পায়, সে বিষয়টি নিশ্চিত করতে এয়ারলাইনসগুলোর দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
সভায় উপস্থিত এয়ারলাইনস প্রতিনিধিরা বেবিচক চেয়ারম্যানের আহ্বানের সঙ্গে একমত পোষণ করেন এবং খুব শিগগির বিষয়টি বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভায় জানানো হয়, ২১ মে ২০২৫ থেকে নভোএয়ার পুনরায় তাদের ফ্লাইট পরিচালনা শুরু করবে। এ উপলক্ষে বেবিচক চেয়ারম্যানসহ উপস্থিত এয়ারলাইনস প্রতিনিধিরা নভোএয়ারকে আন্তরিক অভিনন্দন জানান।
বেবিচক চেয়ারম্যান বৈঠকে জানান, বহুল প্রতীক্ষিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিনি বলেন, টার্মিনালের সব নির্মাণকাজ ও সেবামূলক কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে, যাতে দেশি-বিদেশি যাত্রীরা সর্বোচ্চ মানসম্পন্ন ও আধুনিক সেবা পেতে পারেন।
বেবিচক চেয়ারম্যান আরও জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা, কাস্টমস, ইমিগ্রেশনসহ অন্যান্য সুবিধা দ্রুতগতিতে উন্নত করা হচ্ছে। আশা করা হচ্ছে, ২০২৫ সালের জুন মাসের শেষভাগ বা জুলাই মাসের শুরুতেই কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে।
বেবিচক চেয়ারম্যান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘দেশের রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করতে এই দুটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অধিকসংখ্যক কার্গো অপারেশন চালু করা জরুরি।
বেবিচক চেয়ারম্যান সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ওপর জোর দেন। তিনি এয়ারলাইনস প্রতিনিধিদের এসব বিমানবন্দরকে কেন্দ্র করে নতুন আন্তর্জাতিক রুট চালু করার আহ্বান জানান। এ বিষয়ে তিনি আশ্বাস দেন, প্রয়োজনীয় অবকাঠামো, লজিস্টিক সহায়তা ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত করতে বেবিচক সব ধরনের সহায়তা দেবে।
বৈঠকে এয়ারলাইনস প্রতিনিধিরা গ্রাউন্ড হ্যান্ডলিংসহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। বেবিচক চেয়ারম্যান আশ্বস্ত করে বলেন, ‘এই সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। বিমান চলাচলকে আরও সহজ, সাশ্রয়ী ও কার্যকর করতে এয়ারলাইনসগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে সব প্রতিবন্ধকতা দূর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
সভায় বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস), পরিচালকসহ (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) দেশি ও বিদেশি এয়ারলাইনস কোম্পানির উচ্চপদস্থ প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও সমস্যাগুলোর সমাধানে পরামর্শ দেন।

বিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েলের দাম কমায় বিমানভাড়া কমানোর লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টার দিকে বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে মঞ্জুর কবীর ভূঁইয়া এই আহ্বান জানান। বৈঠকে তিনি বলেন, ‘জেট ফুয়েলের দাম কমার ফলে যাত্রীসাধারণ যেন ভাড়ার ক্ষেত্রে এর সুফল পায়, সে বিষয়টি নিশ্চিত করতে এয়ারলাইনসগুলোর দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
সভায় উপস্থিত এয়ারলাইনস প্রতিনিধিরা বেবিচক চেয়ারম্যানের আহ্বানের সঙ্গে একমত পোষণ করেন এবং খুব শিগগির বিষয়টি বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভায় জানানো হয়, ২১ মে ২০২৫ থেকে নভোএয়ার পুনরায় তাদের ফ্লাইট পরিচালনা শুরু করবে। এ উপলক্ষে বেবিচক চেয়ারম্যানসহ উপস্থিত এয়ারলাইনস প্রতিনিধিরা নভোএয়ারকে আন্তরিক অভিনন্দন জানান।
বেবিচক চেয়ারম্যান বৈঠকে জানান, বহুল প্রতীক্ষিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিনি বলেন, টার্মিনালের সব নির্মাণকাজ ও সেবামূলক কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে, যাতে দেশি-বিদেশি যাত্রীরা সর্বোচ্চ মানসম্পন্ন ও আধুনিক সেবা পেতে পারেন।
বেবিচক চেয়ারম্যান আরও জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা, কাস্টমস, ইমিগ্রেশনসহ অন্যান্য সুবিধা দ্রুতগতিতে উন্নত করা হচ্ছে। আশা করা হচ্ছে, ২০২৫ সালের জুন মাসের শেষভাগ বা জুলাই মাসের শুরুতেই কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে।
বেবিচক চেয়ারম্যান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘দেশের রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করতে এই দুটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অধিকসংখ্যক কার্গো অপারেশন চালু করা জরুরি।
বেবিচক চেয়ারম্যান সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ওপর জোর দেন। তিনি এয়ারলাইনস প্রতিনিধিদের এসব বিমানবন্দরকে কেন্দ্র করে নতুন আন্তর্জাতিক রুট চালু করার আহ্বান জানান। এ বিষয়ে তিনি আশ্বাস দেন, প্রয়োজনীয় অবকাঠামো, লজিস্টিক সহায়তা ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত করতে বেবিচক সব ধরনের সহায়তা দেবে।
বৈঠকে এয়ারলাইনস প্রতিনিধিরা গ্রাউন্ড হ্যান্ডলিংসহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। বেবিচক চেয়ারম্যান আশ্বস্ত করে বলেন, ‘এই সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। বিমান চলাচলকে আরও সহজ, সাশ্রয়ী ও কার্যকর করতে এয়ারলাইনসগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে সব প্রতিবন্ধকতা দূর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
সভায় বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস), পরিচালকসহ (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) দেশি ও বিদেশি এয়ারলাইনস কোম্পানির উচ্চপদস্থ প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও সমস্যাগুলোর সমাধানে পরামর্শ দেন।

বাংলাদেশে ভোটের দিন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন—এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক মূল্যায়নে।
১ ঘণ্টা আগে
স্বতন্ত্র ধারার কবি, উত্তর-ঔপনিবেশিক তাত্ত্বিক ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান গত শনিবার (১০ জানুয়ারি) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়। ‘ফয়েজ আলম: তার সৃষ্টিশীল পথরেখা’ শিরোনামে অনুষ্ঠিত ওই শুভেচ্ছা জ্ঞাপন ও আলোচনা সভায় অতিথি হিসেবে
১ ঘণ্টা আগে
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এই অর্থ দিয়ে ১৪ জানুয়ারি শরিয়াহভিত্তিক সুকুক বন্ড ইস্যু করা হচ্ছে। ইজারা পদ্ধতিতে ১০ বছর মেয়াদি এই বন্ড থেকে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা মিলবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
৪ ঘণ্টা আগে
দেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
৫ ঘণ্টা আগে