নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমনের ভরা মৌসুমে বাজারে চালের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। আর আন্তর্জাতিক বাজারে গমের দাম কমলেও দেশে উল্টো বাড়ছে আটা-ময়দার দাম। দেশে উৎপাদন হলেও আলুর দামও বাড়তি। আমদানি করা মসুর ও ছোলার ডালের দামেও স্বস্তি নেই ক্রেতাদের।
আমদানি করা পণ্যের দাম বেশি হওয়ার জন্য ডলারের বাড়তি দাম ও ঋণপত্র খুলতে জটিলতাকে দায়ী করছেন আমদানিকারকেরা।
পুরান ঢাকার বাবুবাজারের পাইকারি চাল ব্যবসায়ীরা জানান, গত তিন-চার দিনের ব্যবধানে বাজারে প্রায় সব ধরনের চালের দামই কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে। আগে প্রতি কেজি মিনিকেট চালের দাম ছিল ৬১-৬৩ টাকা, বর্তমানে তা ৬৩-৬৬ টাকায় বিক্রি হচ্ছে।
একইভাবে ৬১-৬২ টাকার নাজিরশাইল ৬৪-৬৫ টাকা, ৪৭ টাকার বিআর-২৮ চাল ৫০ টাকা, ৪৫ টাকার স্বর্ণা ৪৭ টাকা এবং ৪৭-৪৮ টাকার পাইজাম ৪৯-৫০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর নিউমার্কেট এলাকার খুচরা চাল ব্যবসায়ী সুমন মাহমুদ বলেন, বাজারে চালের ক্রেতার সংখ্যা খুবই কম। এরপরও মিল থেকে দাম কিছুটা বাড়ানোয় খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা পর্যন্ত বেড়েছে।
আলুর দাম বেশি হওয়ার কারণ সম্পর্কে কারওয়ান বাজারের ব্যবসায়ী দুলাল হোসেন বলেন, বাজারে চাহিদা অনুযায়ী আলুর সরবরাহ হচ্ছে না। বাজারে দৈনিক চাহিদা ১০০ টন হলে সেখানে আসছে ৪০-৫০ টন। বাড়তি চাহিদার কারণে দাম বাড়ছে। বর্তমানে প্রতি কেজি আলু খুচরায় বিক্রি হচ্ছে ৬০ টাকা। আর পাইকারিতে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। আর এক সপ্তাহ আগে আলুর দাম ছিল পাইকারিতে ৫০ টাকা এবং খুচরায় ৫৫ টাকা।
রাজধানীর রামপুরা বাজারের মেসার্স হালিম স্টোর থেকে ৫০০ গ্রাম ডাল কিনছিলেন বেসরকারি চাকরিজীবী আরিফ হোসেন। দোকানি আবদুল হালিম বলেন, এই ক্রেতারা দুই কেজির কম ডাল আগে কিনতেন না। এখন বাধ্য হয়ে কম কিনছেন। আগে প্রতি কেজি মোটা দানার মসুর ডালের দাম ছিল ৯৫-১০০ টাকা, বর্তমানে তা ১০৫-১১০ টাকায় বিক্রি হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে গমের দাম কমলেও দেশের বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে আটা-ময়দার দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। মুদিদোকানি সিরাজুল ইসলাম বলেন, মিলমালিকেরা আটা-ময়দার বস্তায় ২০-৫০ টাকা দাম বাড়িয়েছেন। এ কারণে তাঁরাও দাম বাড়িয়ে বিক্রি করছেন।

আমনের ভরা মৌসুমে বাজারে চালের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। আর আন্তর্জাতিক বাজারে গমের দাম কমলেও দেশে উল্টো বাড়ছে আটা-ময়দার দাম। দেশে উৎপাদন হলেও আলুর দামও বাড়তি। আমদানি করা মসুর ও ছোলার ডালের দামেও স্বস্তি নেই ক্রেতাদের।
আমদানি করা পণ্যের দাম বেশি হওয়ার জন্য ডলারের বাড়তি দাম ও ঋণপত্র খুলতে জটিলতাকে দায়ী করছেন আমদানিকারকেরা।
পুরান ঢাকার বাবুবাজারের পাইকারি চাল ব্যবসায়ীরা জানান, গত তিন-চার দিনের ব্যবধানে বাজারে প্রায় সব ধরনের চালের দামই কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে। আগে প্রতি কেজি মিনিকেট চালের দাম ছিল ৬১-৬৩ টাকা, বর্তমানে তা ৬৩-৬৬ টাকায় বিক্রি হচ্ছে।
একইভাবে ৬১-৬২ টাকার নাজিরশাইল ৬৪-৬৫ টাকা, ৪৭ টাকার বিআর-২৮ চাল ৫০ টাকা, ৪৫ টাকার স্বর্ণা ৪৭ টাকা এবং ৪৭-৪৮ টাকার পাইজাম ৪৯-৫০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর নিউমার্কেট এলাকার খুচরা চাল ব্যবসায়ী সুমন মাহমুদ বলেন, বাজারে চালের ক্রেতার সংখ্যা খুবই কম। এরপরও মিল থেকে দাম কিছুটা বাড়ানোয় খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা পর্যন্ত বেড়েছে।
আলুর দাম বেশি হওয়ার কারণ সম্পর্কে কারওয়ান বাজারের ব্যবসায়ী দুলাল হোসেন বলেন, বাজারে চাহিদা অনুযায়ী আলুর সরবরাহ হচ্ছে না। বাজারে দৈনিক চাহিদা ১০০ টন হলে সেখানে আসছে ৪০-৫০ টন। বাড়তি চাহিদার কারণে দাম বাড়ছে। বর্তমানে প্রতি কেজি আলু খুচরায় বিক্রি হচ্ছে ৬০ টাকা। আর পাইকারিতে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। আর এক সপ্তাহ আগে আলুর দাম ছিল পাইকারিতে ৫০ টাকা এবং খুচরায় ৫৫ টাকা।
রাজধানীর রামপুরা বাজারের মেসার্স হালিম স্টোর থেকে ৫০০ গ্রাম ডাল কিনছিলেন বেসরকারি চাকরিজীবী আরিফ হোসেন। দোকানি আবদুল হালিম বলেন, এই ক্রেতারা দুই কেজির কম ডাল আগে কিনতেন না। এখন বাধ্য হয়ে কম কিনছেন। আগে প্রতি কেজি মোটা দানার মসুর ডালের দাম ছিল ৯৫-১০০ টাকা, বর্তমানে তা ১০৫-১১০ টাকায় বিক্রি হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে গমের দাম কমলেও দেশের বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে আটা-ময়দার দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। মুদিদোকানি সিরাজুল ইসলাম বলেন, মিলমালিকেরা আটা-ময়দার বস্তায় ২০-৫০ টাকা দাম বাড়িয়েছেন। এ কারণে তাঁরাও দাম বাড়িয়ে বিক্রি করছেন।

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
২ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
২ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
৬ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
৬ ঘণ্টা আগে