নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমনের ভরা মৌসুমে বাজারে চালের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। আর আন্তর্জাতিক বাজারে গমের দাম কমলেও দেশে উল্টো বাড়ছে আটা-ময়দার দাম। দেশে উৎপাদন হলেও আলুর দামও বাড়তি। আমদানি করা মসুর ও ছোলার ডালের দামেও স্বস্তি নেই ক্রেতাদের।
আমদানি করা পণ্যের দাম বেশি হওয়ার জন্য ডলারের বাড়তি দাম ও ঋণপত্র খুলতে জটিলতাকে দায়ী করছেন আমদানিকারকেরা।
পুরান ঢাকার বাবুবাজারের পাইকারি চাল ব্যবসায়ীরা জানান, গত তিন-চার দিনের ব্যবধানে বাজারে প্রায় সব ধরনের চালের দামই কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে। আগে প্রতি কেজি মিনিকেট চালের দাম ছিল ৬১-৬৩ টাকা, বর্তমানে তা ৬৩-৬৬ টাকায় বিক্রি হচ্ছে।
একইভাবে ৬১-৬২ টাকার নাজিরশাইল ৬৪-৬৫ টাকা, ৪৭ টাকার বিআর-২৮ চাল ৫০ টাকা, ৪৫ টাকার স্বর্ণা ৪৭ টাকা এবং ৪৭-৪৮ টাকার পাইজাম ৪৯-৫০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর নিউমার্কেট এলাকার খুচরা চাল ব্যবসায়ী সুমন মাহমুদ বলেন, বাজারে চালের ক্রেতার সংখ্যা খুবই কম। এরপরও মিল থেকে দাম কিছুটা বাড়ানোয় খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা পর্যন্ত বেড়েছে।
আলুর দাম বেশি হওয়ার কারণ সম্পর্কে কারওয়ান বাজারের ব্যবসায়ী দুলাল হোসেন বলেন, বাজারে চাহিদা অনুযায়ী আলুর সরবরাহ হচ্ছে না। বাজারে দৈনিক চাহিদা ১০০ টন হলে সেখানে আসছে ৪০-৫০ টন। বাড়তি চাহিদার কারণে দাম বাড়ছে। বর্তমানে প্রতি কেজি আলু খুচরায় বিক্রি হচ্ছে ৬০ টাকা। আর পাইকারিতে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। আর এক সপ্তাহ আগে আলুর দাম ছিল পাইকারিতে ৫০ টাকা এবং খুচরায় ৫৫ টাকা।
রাজধানীর রামপুরা বাজারের মেসার্স হালিম স্টোর থেকে ৫০০ গ্রাম ডাল কিনছিলেন বেসরকারি চাকরিজীবী আরিফ হোসেন। দোকানি আবদুল হালিম বলেন, এই ক্রেতারা দুই কেজির কম ডাল আগে কিনতেন না। এখন বাধ্য হয়ে কম কিনছেন। আগে প্রতি কেজি মোটা দানার মসুর ডালের দাম ছিল ৯৫-১০০ টাকা, বর্তমানে তা ১০৫-১১০ টাকায় বিক্রি হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে গমের দাম কমলেও দেশের বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে আটা-ময়দার দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। মুদিদোকানি সিরাজুল ইসলাম বলেন, মিলমালিকেরা আটা-ময়দার বস্তায় ২০-৫০ টাকা দাম বাড়িয়েছেন। এ কারণে তাঁরাও দাম বাড়িয়ে বিক্রি করছেন।

আমনের ভরা মৌসুমে বাজারে চালের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। আর আন্তর্জাতিক বাজারে গমের দাম কমলেও দেশে উল্টো বাড়ছে আটা-ময়দার দাম। দেশে উৎপাদন হলেও আলুর দামও বাড়তি। আমদানি করা মসুর ও ছোলার ডালের দামেও স্বস্তি নেই ক্রেতাদের।
আমদানি করা পণ্যের দাম বেশি হওয়ার জন্য ডলারের বাড়তি দাম ও ঋণপত্র খুলতে জটিলতাকে দায়ী করছেন আমদানিকারকেরা।
পুরান ঢাকার বাবুবাজারের পাইকারি চাল ব্যবসায়ীরা জানান, গত তিন-চার দিনের ব্যবধানে বাজারে প্রায় সব ধরনের চালের দামই কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে। আগে প্রতি কেজি মিনিকেট চালের দাম ছিল ৬১-৬৩ টাকা, বর্তমানে তা ৬৩-৬৬ টাকায় বিক্রি হচ্ছে।
একইভাবে ৬১-৬২ টাকার নাজিরশাইল ৬৪-৬৫ টাকা, ৪৭ টাকার বিআর-২৮ চাল ৫০ টাকা, ৪৫ টাকার স্বর্ণা ৪৭ টাকা এবং ৪৭-৪৮ টাকার পাইজাম ৪৯-৫০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর নিউমার্কেট এলাকার খুচরা চাল ব্যবসায়ী সুমন মাহমুদ বলেন, বাজারে চালের ক্রেতার সংখ্যা খুবই কম। এরপরও মিল থেকে দাম কিছুটা বাড়ানোয় খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা পর্যন্ত বেড়েছে।
আলুর দাম বেশি হওয়ার কারণ সম্পর্কে কারওয়ান বাজারের ব্যবসায়ী দুলাল হোসেন বলেন, বাজারে চাহিদা অনুযায়ী আলুর সরবরাহ হচ্ছে না। বাজারে দৈনিক চাহিদা ১০০ টন হলে সেখানে আসছে ৪০-৫০ টন। বাড়তি চাহিদার কারণে দাম বাড়ছে। বর্তমানে প্রতি কেজি আলু খুচরায় বিক্রি হচ্ছে ৬০ টাকা। আর পাইকারিতে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। আর এক সপ্তাহ আগে আলুর দাম ছিল পাইকারিতে ৫০ টাকা এবং খুচরায় ৫৫ টাকা।
রাজধানীর রামপুরা বাজারের মেসার্স হালিম স্টোর থেকে ৫০০ গ্রাম ডাল কিনছিলেন বেসরকারি চাকরিজীবী আরিফ হোসেন। দোকানি আবদুল হালিম বলেন, এই ক্রেতারা দুই কেজির কম ডাল আগে কিনতেন না। এখন বাধ্য হয়ে কম কিনছেন। আগে প্রতি কেজি মোটা দানার মসুর ডালের দাম ছিল ৯৫-১০০ টাকা, বর্তমানে তা ১০৫-১১০ টাকায় বিক্রি হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে গমের দাম কমলেও দেশের বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে আটা-ময়দার দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। মুদিদোকানি সিরাজুল ইসলাম বলেন, মিলমালিকেরা আটা-ময়দার বস্তায় ২০-৫০ টাকা দাম বাড়িয়েছেন। এ কারণে তাঁরাও দাম বাড়িয়ে বিক্রি করছেন।

দেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
৩৬ মিনিট আগে
নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৬ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১৪ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১৪ ঘণ্টা আগে