নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির (পূর্বের নাম আরএন স্পিনিং মিলস লিমিটেড) গত ৬ বছরের কার্যক্রমের বিভিন্ন বিষয় তদন্তের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শন, অনুসন্ধান ও তদন্ত বিভাগের অনুসন্ধান ও তদন্ত শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
তিন সদস্যদের তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএসইসির উপপরিচালক মো. সহিদুল ইসলাম, সহকারী পরিচালক মো. আনোয়ারুল আজিম ও মো. আরিফুল ইসলাম।
বিএসইসির আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (যা কমিশন বা বিএসইসি নামে পরিচিত) মনে করছে যে পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির (পূর্বে আরএন স্পিনিং মিলস লিমিটেড নামে পরিচিত) গত ৬ বছরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরীক্ষা করার জন্য একটি অনুসন্ধান পরিচালনা করা প্রয়োজন। অতএব, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ (অধ্যাদেশ নং XVII of 1969)-এর ধারা ২১ অনুসারে প্রদত্ত ক্ষমতাবলে কমিশন উল্লেখিত বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দেওয়া করছে।
তদন্তের বিষয় উল্লেখ করে বিএসইসির আদেশে বলা হয়েছে, ২০২০-২৪ সালের মধ্যে কোম্পানির বিষয়ে নিরীক্ষকের বিরূপ মতামত বিশ্লেষণ করা; প্রতিষ্ঠানের ধারাবাহিকতা (গোয়িং কনসার্ন) সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা নিরূপণ করা; কোম্পানির অভ্যন্তরীণ ব্যক্তিরা সংস্থার একীভূতকরণ (অ্যামালগ্যামেশন) বা এই সময়কালে সম্পাদিত অন্য কোনো গুরুত্বপূর্ণ লেনদেন থেকে অন্যায় সুবিধা নিয়েছে কি না, তা নির্ধারণ করা; গত ৬ বছরে কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয়াদি পরীক্ষা করা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় যাচাই করা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির (পূর্বের নাম আরএন স্পিনিং মিলস লিমিটেড) গত ৬ বছরের কার্যক্রমের বিভিন্ন বিষয় তদন্তের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শন, অনুসন্ধান ও তদন্ত বিভাগের অনুসন্ধান ও তদন্ত শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
তিন সদস্যদের তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএসইসির উপপরিচালক মো. সহিদুল ইসলাম, সহকারী পরিচালক মো. আনোয়ারুল আজিম ও মো. আরিফুল ইসলাম।
বিএসইসির আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (যা কমিশন বা বিএসইসি নামে পরিচিত) মনে করছে যে পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির (পূর্বে আরএন স্পিনিং মিলস লিমিটেড নামে পরিচিত) গত ৬ বছরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরীক্ষা করার জন্য একটি অনুসন্ধান পরিচালনা করা প্রয়োজন। অতএব, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ (অধ্যাদেশ নং XVII of 1969)-এর ধারা ২১ অনুসারে প্রদত্ত ক্ষমতাবলে কমিশন উল্লেখিত বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দেওয়া করছে।
তদন্তের বিষয় উল্লেখ করে বিএসইসির আদেশে বলা হয়েছে, ২০২০-২৪ সালের মধ্যে কোম্পানির বিষয়ে নিরীক্ষকের বিরূপ মতামত বিশ্লেষণ করা; প্রতিষ্ঠানের ধারাবাহিকতা (গোয়িং কনসার্ন) সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা নিরূপণ করা; কোম্পানির অভ্যন্তরীণ ব্যক্তিরা সংস্থার একীভূতকরণ (অ্যামালগ্যামেশন) বা এই সময়কালে সম্পাদিত অন্য কোনো গুরুত্বপূর্ণ লেনদেন থেকে অন্যায় সুবিধা নিয়েছে কি না, তা নির্ধারণ করা; গত ৬ বছরে কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয়াদি পরীক্ষা করা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় যাচাই করা।

জেসিআই বাংলাদেশ গর্বের সঙ্গে ২০২৬ সালের ন্যাশনাল জেসিআই ইন বিজনেস (জেবিআই) কমিটি ঘোষণা করছে। এই কমিটিতে রয়েছেন অভিজ্ঞ ও উদ্যমী ব্যবসায়ী নেতারা, যাঁরা উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক নেটওয়ার্ক শক্তিশালীকরণ ও সারা দেশে অর্থবহ ব্যবসায়িক সংযোগ তৈরিতে কাজ করবেন।
৪ ঘণ্টা আগে
বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে অচলাবস্থার কারণে চীন আন্তর্জাতিক বাজার থেকে ব্যাপক পরিমাণে পাইকারি এলপিজি কিনেছে। গত নভেম্বর-ডিসেম্বরে অসংখ্য জাহাজ কালোতালিকাভুক্ত করা হয়।
৭ ঘণ্টা আগে
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তিনজনকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
১২ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাব অনুযায়ী, এ বছর দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। তবে সাময়িক এই মন্থরতার পর আগামী অর্থবছরে অর্থনীতি কিছুটা...
১৪ ঘণ্টা আগে