আসাদুজ্জামান নূর, ঢাকা

সংকটে আর্থিক সুরক্ষার জন্য মানুষ বিভিন্ন ধরনের বিমা পলিসি গ্রহণ করে থাকেন। তবে সেবা প্রদানে এখনো পিছিয়ে দেশের বিমা খাত। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে কোম্পানিগুলো সময়মতো গ্রাহকের বিমা দাবি নিষ্পত্তি করতে পারে না। ফলে আস্থার সংকটের কারণে দেশের সিংহভাগ জনগোষ্ঠীই বিমা পরিষেবার বাইরেই থেকে গেছেন।
জীবনবিমা এবং সাধারণ বিমার আওতায় অসুস্থতা, অকালমৃত্যু বা সম্পদের ক্ষতির বিপরীতে বিমা কোম্পানিগুলো গ্রাহককে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করে থাকে। এর জন্য কোম্পানিকে ফি প্রদান করতে হয়, যা প্রিমিয়াম নামে পরিচিত।
আইডিআরএর তথ্যমতে, ২০২৩ সালে জীবনবিমা ও সাধারণ বিমা মিলিয়ে মোট দাবি উত্থাপিত হয় ১৫ হাজার ৬৯৯ কোটি ৭৪ লাখ টাকা। বিপরীতে দাবি পরিশোধ হয় ১০ হাজার ২৩৬ কোটি ২২ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৬৫ শতাংশ, যা ২০২২ সালে ছিল ৬১ শতাংশ।
তথ্য বলছে, দেশের ১৯টি জীবনবিমা কোম্পানির দাবি পরিশোধের হার ৮০ শতাংশের ওপরে রয়েছে। তবে কিছু কোম্পানির বিমা দাবি পরিশোধের সক্ষমতাই নেই। অথচ দেশে ৮০টি বিমা কোম্পানি রয়েছে। এর মধ্যে ৩৪টি জীবনবিমা এবং ৪৬টি সাধারণ বিমা কোম্পানি।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপের মতো উন্নত দেশের প্রায় প্রত্যেক নাগরিক বিমা পলিসির অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে বাংলাদেশ এখনো পিছিয়ে।
এস এম জিয়াউল হক, সিইও, চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স
এসব কারণে বিমার প্রতি আগ্রহী নন সাধারণ মানুষ। তথ্যমতে, ১ কোটি ৭১ লাখ ১০ হাজার মানুষ বিমার আওতায় রয়েছেন। অথচ গত বছরের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত জনশুমারি ও গৃহগণনা শুমারির চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ।
এ বিষয়ে চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন গবেষণার তথ্যমতে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপের মতো উন্নত দেশের প্রায় প্রত্যেক নাগরিক বিমা পলিসির অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে বাংলাদেশ এখনো পিছিয়ে।
মানুষের বৈচিত্র্যপূর্ণ চাহিদা পূরণে জীবনবিমা এবং সাধারণ বিমার সংমিশ্রণে হাইব্রিড প্রোডাক্ট তৈরির মাধ্যমে সমন্বিত বিমা সেবা প্রদান করা দরকার।
শেখ রকিবুল করিম, সিইও, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স
গ্রাহকের দাবি নিষ্পত্তি ও বিমা খাতে সুশাসন ফেরাতে আইডিআরএ কাজ করে যাচ্ছে জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেন, নতুন যেসব গ্রাহক বিমা করবেন, তাঁদের টাকা ফেরতের নিশ্চয়তার জন্য কোম্পানিগুলোর বিনিয়োগ সঠিক হচ্ছে কি না, সেটা গাইডলাইন অনুসারে ত্রৈমাসিক ভিত্তিতে পর্যালোচনা করা হচ্ছে। বিনিয়োগের টাকা যাতে আত্মসাৎ না হয়, সে লক্ষ্যে এবং সলভেন্সি মার্জিন মেনটেইনের লক্ষ্যে কাজ করছে আইডিআরএ।
মানুষের বৈচিত্র্যপূর্ণ চাহিদা পূরণে জীবনবিমা এবং সাধারণ বিমার সংমিশ্রণে হাইব্রিড প্রোডাক্ট তৈরির মাধ্যমে সমন্বিত বিমা সেবা প্রদানের পরামর্শ দিয়েছেন গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের সিইও শেখ রকিবুল করিম। তিনি বলেন, ‘আমরা এটা করার স্বপ্ন দেখছি।’

সংকটে আর্থিক সুরক্ষার জন্য মানুষ বিভিন্ন ধরনের বিমা পলিসি গ্রহণ করে থাকেন। তবে সেবা প্রদানে এখনো পিছিয়ে দেশের বিমা খাত। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে কোম্পানিগুলো সময়মতো গ্রাহকের বিমা দাবি নিষ্পত্তি করতে পারে না। ফলে আস্থার সংকটের কারণে দেশের সিংহভাগ জনগোষ্ঠীই বিমা পরিষেবার বাইরেই থেকে গেছেন।
জীবনবিমা এবং সাধারণ বিমার আওতায় অসুস্থতা, অকালমৃত্যু বা সম্পদের ক্ষতির বিপরীতে বিমা কোম্পানিগুলো গ্রাহককে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করে থাকে। এর জন্য কোম্পানিকে ফি প্রদান করতে হয়, যা প্রিমিয়াম নামে পরিচিত।
আইডিআরএর তথ্যমতে, ২০২৩ সালে জীবনবিমা ও সাধারণ বিমা মিলিয়ে মোট দাবি উত্থাপিত হয় ১৫ হাজার ৬৯৯ কোটি ৭৪ লাখ টাকা। বিপরীতে দাবি পরিশোধ হয় ১০ হাজার ২৩৬ কোটি ২২ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৬৫ শতাংশ, যা ২০২২ সালে ছিল ৬১ শতাংশ।
তথ্য বলছে, দেশের ১৯টি জীবনবিমা কোম্পানির দাবি পরিশোধের হার ৮০ শতাংশের ওপরে রয়েছে। তবে কিছু কোম্পানির বিমা দাবি পরিশোধের সক্ষমতাই নেই। অথচ দেশে ৮০টি বিমা কোম্পানি রয়েছে। এর মধ্যে ৩৪টি জীবনবিমা এবং ৪৬টি সাধারণ বিমা কোম্পানি।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপের মতো উন্নত দেশের প্রায় প্রত্যেক নাগরিক বিমা পলিসির অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে বাংলাদেশ এখনো পিছিয়ে।
এস এম জিয়াউল হক, সিইও, চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স
এসব কারণে বিমার প্রতি আগ্রহী নন সাধারণ মানুষ। তথ্যমতে, ১ কোটি ৭১ লাখ ১০ হাজার মানুষ বিমার আওতায় রয়েছেন। অথচ গত বছরের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত জনশুমারি ও গৃহগণনা শুমারির চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ।
এ বিষয়ে চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন গবেষণার তথ্যমতে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপের মতো উন্নত দেশের প্রায় প্রত্যেক নাগরিক বিমা পলিসির অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে বাংলাদেশ এখনো পিছিয়ে।
মানুষের বৈচিত্র্যপূর্ণ চাহিদা পূরণে জীবনবিমা এবং সাধারণ বিমার সংমিশ্রণে হাইব্রিড প্রোডাক্ট তৈরির মাধ্যমে সমন্বিত বিমা সেবা প্রদান করা দরকার।
শেখ রকিবুল করিম, সিইও, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স
গ্রাহকের দাবি নিষ্পত্তি ও বিমা খাতে সুশাসন ফেরাতে আইডিআরএ কাজ করে যাচ্ছে জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেন, নতুন যেসব গ্রাহক বিমা করবেন, তাঁদের টাকা ফেরতের নিশ্চয়তার জন্য কোম্পানিগুলোর বিনিয়োগ সঠিক হচ্ছে কি না, সেটা গাইডলাইন অনুসারে ত্রৈমাসিক ভিত্তিতে পর্যালোচনা করা হচ্ছে। বিনিয়োগের টাকা যাতে আত্মসাৎ না হয়, সে লক্ষ্যে এবং সলভেন্সি মার্জিন মেনটেইনের লক্ষ্যে কাজ করছে আইডিআরএ।
মানুষের বৈচিত্র্যপূর্ণ চাহিদা পূরণে জীবনবিমা এবং সাধারণ বিমার সংমিশ্রণে হাইব্রিড প্রোডাক্ট তৈরির মাধ্যমে সমন্বিত বিমা সেবা প্রদানের পরামর্শ দিয়েছেন গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের সিইও শেখ রকিবুল করিম। তিনি বলেন, ‘আমরা এটা করার স্বপ্ন দেখছি।’

দেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
২২ মিনিট আগে
নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৬ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১৪ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১৪ ঘণ্টা আগে