
চলতি সপ্তাহেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পরিশোধ করতে হবে আর্জেন্টিনাকে। তবে এই ঋণ পরিশোধ করতে গিয়ে রিজার্ভে থাকা এক ডলারও ব্যয় করবে না দেশটি। গত সোমবার দেশটির অর্থমন্ত্রী সার্জিও মাসা এ কথা জানিয়েছেন। একই সঙ্গে কীভাবে এই ঋণ পরিশোধ করা হবে, তা-ও জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার দেওয়া এক ভাষণে মাসা বলেছেন, চীনের সঙ্গে একটি বর্ধিত অদলবদল বা সোয়াপ চুক্তি (ইউয়ানের বিপরীতে ডলার কিনবে আর্জেন্টিনা) এবং লাতিন আমেরিকার ডেভেলপমেন্ট ব্যাংক (সিএএফ) থেকে নতুন পাওয়া ঋণের কারণে এটি সম্ভব হবে।
মাসা আগামী অক্টোবরে আর্জেন্টিনায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহে আইএমএফকে ২৭০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে। মাসা আরও জানিয়েছেন, আর্জেন্টিনা চলতি সপ্তাহেই চীনের কাছ থেকে ১৭০ কোটি ডলার পাবেন এবং সিএএফ থেকে পাবেন ১০০ কোটি ডলার। এই মোট ২৭০ কোটি ডলার তিনি আইএমএফের ঋণ পরিশোধে ব্যবহার করবেন।
সম্প্রতি তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। মূল্যস্ফীতি প্রসঙ্গে বলা যায় অনেকটাই আকাশছোঁয়া। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও কমছে প্রতিনিয়ত, বাড়ছে দেউলিয়া হওয়ার ঝুঁকি। দেশটির দেউলিয়া হওয়া এড়ানোর জন্য আগামী সোমবার নাগাদ অন্তত ২৬০ কোটি ডলার প্রয়োজন। এর পরদিন, অর্থাৎ মঙ্গলবার প্রয়োজন আরও ৮০ কোটি ডলার।
সোমবার আর্জেন্টিনার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মাসা বলেন, ‘আমি আপনাদের আশার বাণী শোনাতে চাই যে ঋণ পরিশোধ করতে গিয়ে আর্জেন্টিনা রিজার্ভ থেকে এক ডলারও ব্যয় করবে না।’ তিনি বলেন, ‘আর্জেন্টিনার জন্য এখন চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক কার্যকলাপ বজায় রেখে বিদেশি মুদ্রা সংরক্ষণের প্রচেষ্টা চালিয়ে যাওয়া।’

চলতি সপ্তাহেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পরিশোধ করতে হবে আর্জেন্টিনাকে। তবে এই ঋণ পরিশোধ করতে গিয়ে রিজার্ভে থাকা এক ডলারও ব্যয় করবে না দেশটি। গত সোমবার দেশটির অর্থমন্ত্রী সার্জিও মাসা এ কথা জানিয়েছেন। একই সঙ্গে কীভাবে এই ঋণ পরিশোধ করা হবে, তা-ও জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার দেওয়া এক ভাষণে মাসা বলেছেন, চীনের সঙ্গে একটি বর্ধিত অদলবদল বা সোয়াপ চুক্তি (ইউয়ানের বিপরীতে ডলার কিনবে আর্জেন্টিনা) এবং লাতিন আমেরিকার ডেভেলপমেন্ট ব্যাংক (সিএএফ) থেকে নতুন পাওয়া ঋণের কারণে এটি সম্ভব হবে।
মাসা আগামী অক্টোবরে আর্জেন্টিনায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহে আইএমএফকে ২৭০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে। মাসা আরও জানিয়েছেন, আর্জেন্টিনা চলতি সপ্তাহেই চীনের কাছ থেকে ১৭০ কোটি ডলার পাবেন এবং সিএএফ থেকে পাবেন ১০০ কোটি ডলার। এই মোট ২৭০ কোটি ডলার তিনি আইএমএফের ঋণ পরিশোধে ব্যবহার করবেন।
সম্প্রতি তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। মূল্যস্ফীতি প্রসঙ্গে বলা যায় অনেকটাই আকাশছোঁয়া। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও কমছে প্রতিনিয়ত, বাড়ছে দেউলিয়া হওয়ার ঝুঁকি। দেশটির দেউলিয়া হওয়া এড়ানোর জন্য আগামী সোমবার নাগাদ অন্তত ২৬০ কোটি ডলার প্রয়োজন। এর পরদিন, অর্থাৎ মঙ্গলবার প্রয়োজন আরও ৮০ কোটি ডলার।
সোমবার আর্জেন্টিনার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মাসা বলেন, ‘আমি আপনাদের আশার বাণী শোনাতে চাই যে ঋণ পরিশোধ করতে গিয়ে আর্জেন্টিনা রিজার্ভ থেকে এক ডলারও ব্যয় করবে না।’ তিনি বলেন, ‘আর্জেন্টিনার জন্য এখন চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক কার্যকলাপ বজায় রেখে বিদেশি মুদ্রা সংরক্ষণের প্রচেষ্টা চালিয়ে যাওয়া।’

অন্তর্বর্তী সরকার এখন ছয়টি মেগা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব তোলা হবে। প্রস্তাবিত মেগা প্রকল্পগুলোর মধ্যে পাঁচটির মেয়াদ চতুর্থবার এবং একটির পঞ্চমবার বাড়ানোর প্রক্রিয়ায় রয়েছে।
৩ ঘণ্টা আগে
বাণিজ্যিক পোলট্রি খামারের জন্য এক দিন বয়সী প্যারেন্ট স্টক বা প্রজননকারী মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ করতে চায় সরকার। জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা, ২০২৬-এর চূড়ান্ত খসড়ায় এ ধরনের প্রস্তাব রাখা হয়েছে। খসড়ায় বলা হয়, দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়িয়ে ধাপে ধাপে আমদানিনির্ভরতা কমানোই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
৩ ঘণ্টা আগে
এক দিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৫২ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম।
৬ ঘণ্টা আগে
নিপ্পন পেইন্ট বাংলাদেশকে অ্যাডভান্সড ট্রানজ্যাকশন ব্যাংকিং সলিউশন দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই উদ্যোগের লক্ষ্য হলো নিপ্পন পেইন্টের ডিলার ও ডিস্ট্রিবিউটর কালেকশন ব্যবস্থায় রিসিভেবল ম্যানেজমেন্ট শক্তিশালী, কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করা।
৬ ঘণ্টা আগে