ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও শহরের পশ্চিম হাজীপাড়া এলাকায় এক দম্পতিকে চেতনানাশক খাইয়ে অচেতন করে প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে ভাড়াটিয়া পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্থানীয় বাসিন্দা মো. সাইফুল্লাহ, তাঁর স্ত্রী জান্নাত আরা এবং তাঁদের ছেলে হাবিবুল্লাহ। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ১০ মে রাতে ভাড়াটিয়া জান্নাত আরা বাড়ির মালিক মো. আব্দুল খালেক ও তাঁর স্ত্রীকে জানান, স্থানীয় একটি মাদ্রাসায় মিলাদ মাহফিল রয়েছে, যেখানে তাঁর ভাই দোয়া পড়াবেন। মাহফিলের আগে নিজের হাতে রান্না করা মাংস ও পানি খাওয়ান তিনি। খাওয়ার পরপরই আব্দুল খালেক ও তাঁর স্ত্রী অচেতন হয়ে পড়েন।
পরদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা তাঁদের অচেতন অবস্থায় দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে তাঁদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিন দিন পর তাঁরা বাড়ি ফিরে আসেন।
বাড়ি ফিরে তাঁরা দেখতে পান, ঘরের আলমারি ও ওয়ার্ডরোব ভাঙা অবস্থায় পড়ে আছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, তিনটি দামি মোবাইল ফোন (মূল্য ২ লাখ ২০ হাজার টাকা), স্বর্ণালংকার (মূল্য ৩ লাখ টাকা), একটি হেয়ার এইড মেশিন (মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা) ও বিভিন্ন কসমেটিকস।
আব্দুল খালেক বলেন, ‘চেতনানাশক খাইয়ে আমাদের অচেতন করে দীর্ঘ সময় ধরে ঘরে লুটপাট চালানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কিছুই বুঝতে পারিনি।’
এ ঘটনায় আব্দুল খালেক ভাড়াটিয়া জান্নাত আরা, তাঁর স্বামী-ছেলেসহ মোট পাঁচজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন। মামলায় আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুর রহমান বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ঠাকুরগাঁও শহরের পশ্চিম হাজীপাড়া এলাকায় এক দম্পতিকে চেতনানাশক খাইয়ে অচেতন করে প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে ভাড়াটিয়া পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্থানীয় বাসিন্দা মো. সাইফুল্লাহ, তাঁর স্ত্রী জান্নাত আরা এবং তাঁদের ছেলে হাবিবুল্লাহ। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ১০ মে রাতে ভাড়াটিয়া জান্নাত আরা বাড়ির মালিক মো. আব্দুল খালেক ও তাঁর স্ত্রীকে জানান, স্থানীয় একটি মাদ্রাসায় মিলাদ মাহফিল রয়েছে, যেখানে তাঁর ভাই দোয়া পড়াবেন। মাহফিলের আগে নিজের হাতে রান্না করা মাংস ও পানি খাওয়ান তিনি। খাওয়ার পরপরই আব্দুল খালেক ও তাঁর স্ত্রী অচেতন হয়ে পড়েন।
পরদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা তাঁদের অচেতন অবস্থায় দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে তাঁদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিন দিন পর তাঁরা বাড়ি ফিরে আসেন।
বাড়ি ফিরে তাঁরা দেখতে পান, ঘরের আলমারি ও ওয়ার্ডরোব ভাঙা অবস্থায় পড়ে আছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, তিনটি দামি মোবাইল ফোন (মূল্য ২ লাখ ২০ হাজার টাকা), স্বর্ণালংকার (মূল্য ৩ লাখ টাকা), একটি হেয়ার এইড মেশিন (মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা) ও বিভিন্ন কসমেটিকস।
আব্দুল খালেক বলেন, ‘চেতনানাশক খাইয়ে আমাদের অচেতন করে দীর্ঘ সময় ধরে ঘরে লুটপাট চালানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কিছুই বুঝতে পারিনি।’
এ ঘটনায় আব্দুল খালেক ভাড়াটিয়া জান্নাত আরা, তাঁর স্বামী-ছেলেসহ মোট পাঁচজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন। মামলায় আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুর রহমান বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২৯ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩৩ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩৫ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
৩৮ মিনিট আগে