Ajker Patrika

ঘুম থেকে না ওঠায় স্ত্রীকে হত্যা, থানায় স্বামীর আত্মসমর্পণ

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঘুম থেকে না ওঠায় স্ত্রীকে হত্যা, থানায় স্বামীর আত্মসমর্পণ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে ধরা দিয়েছেন স্বামী। আজ বুধবার উপজেলার হোসেনগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে। 

হোসেনগাঁও গ্রামের হবিবুর রহমান (৬০) তাঁর স্ত্রী রুখসানা বেগমকে (৫৫) নিজ শয়ন করে রডের শাবলের আঘাতে হত্যা করে। নিজেই ভোর সাড়ে ৪টায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, আজ বুধবার ফজরের নামাজের সময় স্ত্রী রুখসানাকে ঘুম থেকে জাগালে, স্বামী-স্ত্রীর মাঝে কথা-কাটাকাটির এক পর্যায় স্বামী শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে রুখসানার মৃত্যু হয়। তাঁদের ৩ মেয়ে ২ ছেলে রয়েছে। ২ মেয়ের বিয়ে হয়। এক মেয়ে দিনাজপুর হাজী দানেশ কলেজে অধ্যায়রত। ২ ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। 

এ বিষয়ে জানতে চাইলে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা থানায় দায়ের করেছে নিহতের বড় ভাই নুরুল হক। তিনি আরও বলেন, কী কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, তা পরিষ্কার নয়। তবে ওই গৃহবধূর স্বামী দাবি করেছেন নামাজ পড়ার কথা বলা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি মাথায় শাবল দিয়ে আঘাত করেন। এতেই গৃহবধূ রুখসানা মারা যায়। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার প্রকৃত কারণ উন্মোচন হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

হাদিকে হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ