ঠাকুরগাঁও প্রতিনিধি

দুই হাতে ক্রাচে ভর করে ঠাকুরগাঁও সদরের আদর্শ কলোনি থেকে কানের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন বৃদ্ধ নুর ইসলাম। দুটি পায়ের অনুভূতি শক্তি হারানো এই বৃদ্ধ দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর চিকিৎসকের শরণাপন্ন হন। এ সময় ওই চিকিৎসকের সামনে একজন ম্যাটস শিক্ষার্থী বসে থাকলেও এ বৃদ্ধকে বসতে দেননি তিনি।
আজ সোমবার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের বর্হিবিভাগে এমন দৃশ্য দেখা যায়।
শুধু বৃদ্ধ নুর ইসলাম নন। সেবা নিতে আসা সব রোগীকেই দাঁড় করিয়ে রেখেই ব্যবস্থাপত্র লিখেন বলে অভিযোগ নাক-কান ও গলা বিশেষজ্ঞ ডা. শেখ মাসুদের বিরুদ্ধে। যদিও তাঁর চেম্বারে রোগীদের বসার জন্য নির্ধারিত চেয়ার রয়েছে।
চিকিৎসক দেখানোর পর ৭৫ বছর বয়সী বৃদ্ধ নুর ইসলাম আজকের পত্রিকা’কে বলেন, ‘দুই পায়ে ক্রাচে ভর করে অনেক কষ্টের পর ডাক্তার দেখাতে পেরেছি। দাঁড় করিয়ে রেখে চিকিৎসা দিলেও এসব কথা হাসপাতালে বলা যাবে না। কষ্ট হয়, তবুও কিছু করার নেই।’
রোগীদের দাঁড় করিয়ে ব্যবস্থাপত্র দেওয়ার কারণ জানতে চাইলে ডা. শেখ মাসুদ বলেন, ‘এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসা করুন, তিনি বলতে পারবেন।’
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘রোগীদের দাঁড় করিয়ে রেখে চিকিৎসকেরা চিকিৎসা দেবেন, এটি কাঙ্ক্ষিত না। বসে থেকে চিকিৎসকের কাছ থেকে সেবা নিবে, এটাই হওয়া উচিত। শুধু একটি চেম্বারে না, সবগুলো চেম্বারে রোগীদের বসে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে কি না এ বিষয়টি খতিয়ে দেখা হবে।’
আরও খবর পড়ুন:

দুই হাতে ক্রাচে ভর করে ঠাকুরগাঁও সদরের আদর্শ কলোনি থেকে কানের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন বৃদ্ধ নুর ইসলাম। দুটি পায়ের অনুভূতি শক্তি হারানো এই বৃদ্ধ দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর চিকিৎসকের শরণাপন্ন হন। এ সময় ওই চিকিৎসকের সামনে একজন ম্যাটস শিক্ষার্থী বসে থাকলেও এ বৃদ্ধকে বসতে দেননি তিনি।
আজ সোমবার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের বর্হিবিভাগে এমন দৃশ্য দেখা যায়।
শুধু বৃদ্ধ নুর ইসলাম নন। সেবা নিতে আসা সব রোগীকেই দাঁড় করিয়ে রেখেই ব্যবস্থাপত্র লিখেন বলে অভিযোগ নাক-কান ও গলা বিশেষজ্ঞ ডা. শেখ মাসুদের বিরুদ্ধে। যদিও তাঁর চেম্বারে রোগীদের বসার জন্য নির্ধারিত চেয়ার রয়েছে।
চিকিৎসক দেখানোর পর ৭৫ বছর বয়সী বৃদ্ধ নুর ইসলাম আজকের পত্রিকা’কে বলেন, ‘দুই পায়ে ক্রাচে ভর করে অনেক কষ্টের পর ডাক্তার দেখাতে পেরেছি। দাঁড় করিয়ে রেখে চিকিৎসা দিলেও এসব কথা হাসপাতালে বলা যাবে না। কষ্ট হয়, তবুও কিছু করার নেই।’
রোগীদের দাঁড় করিয়ে ব্যবস্থাপত্র দেওয়ার কারণ জানতে চাইলে ডা. শেখ মাসুদ বলেন, ‘এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসা করুন, তিনি বলতে পারবেন।’
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘রোগীদের দাঁড় করিয়ে রেখে চিকিৎসকেরা চিকিৎসা দেবেন, এটি কাঙ্ক্ষিত না। বসে থেকে চিকিৎসকের কাছ থেকে সেবা নিবে, এটাই হওয়া উচিত। শুধু একটি চেম্বারে না, সবগুলো চেম্বারে রোগীদের বসে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে কি না এ বিষয়টি খতিয়ে দেখা হবে।’
আরও খবর পড়ুন:

খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
২৬ মিনিট আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
২৯ মিনিট আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
৪০ মিনিট আগে
অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে