Ajker Patrika

মির্জা ফখরুলের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
মির্জা ফখরুলের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ২
গ্রেপ্তার সহিদুল ইসলাম ও হায়দার রহমান। ছবি: আজকের পত্রিকা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নীলফামারীর ডিমলা উপজেলার সহিদুল ইসলাম ও টাঙ্গাইলের দিঘুলিয়া উপজেলার হায়দার রহমান।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা ফখরুল ও তাঁর ভাইয়ের নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্রটি ভুয়া পরিচয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছিল।

পুলিশ জানায়, রোববার (২৫ মে) নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে হায়দার রহমানের তিন দিন ও সহিদুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রতারণার অভিযোগে দুটি মামলা দায়ের হয়েছে। মির্জা ফখরুলের পক্ষে নূর এ শাহাদৎ স্বজন ২৫ মে ও ফয়সল আমীনের পক্ষে সাইফুল ইসলাম সবুজ ২১ মে ঠাকুরগাঁও থানায় অভিযোগ করেন।

মামলার এজাহারে বলা হয়, ১৭ মে জয় খান নামের একটি ফেসবুক আইডি ও মো. শাকিল আহমেদ নামের এক ব্যক্তি মির্জা ফখরুলের নামে একটি ভুয়া আইডি তৈরি করেন। ওই আইডি ব্যবহার করে প্রতারক চক্রটি নিজেদের ফখরুল পরিচয় দিয়ে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ এবং সংসদ নির্বাচনে মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাসে অর্থ দাবি করছিল।

পুলিশ বলছে, অভিযুক্তরা পরিকল্পিতভাবে ডিজিটাল মাধ্যমে পরিচয় ভুয়া উপস্থাপন করে সাইবার স্পেসে প্রতারণা করে আসছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত