বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মধ্যরাতে টিসিবির পণ্যবোঝাই একটি ইজিবাইক জব্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় চালককে আটক করে উপজেলা প্রশাসনের হাতে তুলে দেন তাঁরা। তবে ঘটনার সঙ্গে ইজিবাইক চালকের সম্পৃক্ততা না থাকায় মালামাল রেখে চালককে ছেড়ে দেয় প্রশাসন।
গত শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. যোবায়ের হোসেন। তিনি বলেন, ‘টিসিবির সয়াবিন তৈলসহ অন্যান্য মালামাল আমাদের কাছে রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে অফিস খোলা। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার প্রত্যক্ষদর্শী জেলা পরিষদের সাবেক সদস্য হুমায়ুন কবির জানান, গত শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার কলেজ মোড় ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা দিয়ে একটি ইজিবাইক যাচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তাঁরা ইজিবাইকটি আটকান। এ সময় ইজিবাইক রেখে পালিয়ে যায় দুজন ব্যক্তি। পরে দেখা যায় ইজিবাইকে টিসিবির সয়াবিন তৈলসহ অন্যান্য মালামাল রয়েছে। ইজিবাইক চালককে জিজ্ঞাসা করলে তিনি জানান, মালামালগুলো দুওসুও ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে জিয়াখোর বাজারে যাচ্ছিলেন তিনি।
বালিয়াডাঙ্গী উপজেলায় টিসিবির ডিলার সাহা ট্রেডার্সের মালিক বিশ্বনাথ সাহা দাবি করেন, ঈদের দিন বিতরণের জন্য মালামালগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হচ্ছিল। মানুষের হট্টগোল, বিশাল গ্যাঞ্জাম, বিভিন্ন গ্রুপিংয়ের কারণে কিছু মাল খোয়া গেছে। স্থানীয় থানা ও ইউএনওকে বিষয়টি অবহিত করেছেন তিনি।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম ডন বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনের। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মধ্যরাতে টিসিবির পণ্যবোঝাই একটি ইজিবাইক জব্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় চালককে আটক করে উপজেলা প্রশাসনের হাতে তুলে দেন তাঁরা। তবে ঘটনার সঙ্গে ইজিবাইক চালকের সম্পৃক্ততা না থাকায় মালামাল রেখে চালককে ছেড়ে দেয় প্রশাসন।
গত শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. যোবায়ের হোসেন। তিনি বলেন, ‘টিসিবির সয়াবিন তৈলসহ অন্যান্য মালামাল আমাদের কাছে রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে অফিস খোলা। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার প্রত্যক্ষদর্শী জেলা পরিষদের সাবেক সদস্য হুমায়ুন কবির জানান, গত শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার কলেজ মোড় ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা দিয়ে একটি ইজিবাইক যাচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তাঁরা ইজিবাইকটি আটকান। এ সময় ইজিবাইক রেখে পালিয়ে যায় দুজন ব্যক্তি। পরে দেখা যায় ইজিবাইকে টিসিবির সয়াবিন তৈলসহ অন্যান্য মালামাল রয়েছে। ইজিবাইক চালককে জিজ্ঞাসা করলে তিনি জানান, মালামালগুলো দুওসুও ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে জিয়াখোর বাজারে যাচ্ছিলেন তিনি।
বালিয়াডাঙ্গী উপজেলায় টিসিবির ডিলার সাহা ট্রেডার্সের মালিক বিশ্বনাথ সাহা দাবি করেন, ঈদের দিন বিতরণের জন্য মালামালগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হচ্ছিল। মানুষের হট্টগোল, বিশাল গ্যাঞ্জাম, বিভিন্ন গ্রুপিংয়ের কারণে কিছু মাল খোয়া গেছে। স্থানীয় থানা ও ইউএনওকে বিষয়টি অবহিত করেছেন তিনি।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম ডন বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনের। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১৬ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৪৪ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে