ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ভাতার টাকা হাতিয়ে নিতে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। নিজেদের সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে হাতিয়ে নিয়েছে হাজারো সুবিধাভোগীর বিকাশ-নগদ অ্যাকাউন্টের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নম্বর।
এ বিষয়ে গত কয়েকদিন ধরে প্রতারণার শিকার সুবিধাভোগীরা জেলার রাণীশংকৈল থানায় অভিযোগ করেন। এরপরই অভিযানে নামে পুলিশ। অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেনে এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, গত ১ জুন থেকে সরকার নতুন করে ৫ লাখ প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা-ভোগীদের বিকাশ-নগদের মাধ্যমে এক বছরের ভাতা ১০ হাজার ২০০ টাকা করে প্রদান করছে। অপরাধী চক্রটি কৌশলে এ তালিকা সংগ্রহ করে। এ জন্য অর্থের বিনিময়ে প্রতারকেরা প্রথমে প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতাভোগীদের তালিকা যে সকল সরকারি-বেসরকারি দপ্তরের সংরক্ষিত থাকে, সেসব প্রতিষ্ঠান থেকে তালিকাটি সংরক্ষণ করেন। এরপর প্রতারকরা নিজেদের সমাজসেবা অফিসার পরিচয় দিয়ে ব্রিলিয়ান্ট অ্যাপের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা-ভোগীদের ফোন করে ভাতা পাঠানোর নামে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) জেনে নেয়। এভাবে প্রতারক চক্র টাকা হাতিয়ে নিচ্ছে।
পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় অভিযোগ আসার পর তদন্তে নেমে এ চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন— গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকার মো. আজল হক (৫৭), কামরুল ইসলাম ওরফে হিরু (২৫), ও মো. শাকিল (২৩)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন, সিম, বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের কিট, অর্থ লেনদেনের রেকর্ডপত্র ও সিপিইউ জব্দ করা হয়। আজ বিকেলে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ভাতার টাকা হাতিয়ে নিতে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। নিজেদের সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে হাতিয়ে নিয়েছে হাজারো সুবিধাভোগীর বিকাশ-নগদ অ্যাকাউন্টের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নম্বর।
এ বিষয়ে গত কয়েকদিন ধরে প্রতারণার শিকার সুবিধাভোগীরা জেলার রাণীশংকৈল থানায় অভিযোগ করেন। এরপরই অভিযানে নামে পুলিশ। অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেনে এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, গত ১ জুন থেকে সরকার নতুন করে ৫ লাখ প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা-ভোগীদের বিকাশ-নগদের মাধ্যমে এক বছরের ভাতা ১০ হাজার ২০০ টাকা করে প্রদান করছে। অপরাধী চক্রটি কৌশলে এ তালিকা সংগ্রহ করে। এ জন্য অর্থের বিনিময়ে প্রতারকেরা প্রথমে প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতাভোগীদের তালিকা যে সকল সরকারি-বেসরকারি দপ্তরের সংরক্ষিত থাকে, সেসব প্রতিষ্ঠান থেকে তালিকাটি সংরক্ষণ করেন। এরপর প্রতারকরা নিজেদের সমাজসেবা অফিসার পরিচয় দিয়ে ব্রিলিয়ান্ট অ্যাপের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা-ভোগীদের ফোন করে ভাতা পাঠানোর নামে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) জেনে নেয়। এভাবে প্রতারক চক্র টাকা হাতিয়ে নিচ্ছে।
পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় অভিযোগ আসার পর তদন্তে নেমে এ চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন— গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকার মো. আজল হক (৫৭), কামরুল ইসলাম ওরফে হিরু (২৫), ও মো. শাকিল (২৩)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন, সিম, বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের কিট, অর্থ লেনদেনের রেকর্ডপত্র ও সিপিইউ জব্দ করা হয়। আজ বিকেলে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
১১ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
১৩ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে