ঠাকুরগাঁও প্রতিনিধি

একসময় জেলার বিভিন্ন মাঠ মাতিয়ে বেড়িয়েছেন কৃতী নারী খেলোয়াড় জাকিয়া আফরোজ মৌ (১৬)। চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছে সে। মাঠে প্রতিপক্ষ দলকে পরাস্ত করায় ছিল যার নেশা, এখন তিনিই পরাস্ত ইনজুরিতে। গত দেড় বছর থেকে পেট ব্যথা ও রক্ত বমির অজানা রোগে ভুগেছে মে। অর্থাভাবে উন্নত চিকিৎসাও করাতে পারছে না। চিকিৎসা এবং পরিবার চালানো লড়াকু এই নারীর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে নিজেকে সুস্থ করে তোলা।
মৌ সদর উপজেলা সালন্দর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা মহসিন আলী ও তাজমিরা আক্তার দম্পতির বড় মেয়ে।
মৌ আজকের পত্রিকাকে জানান, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় রাগবি, বাস্কেটবলসহ অন্যান্য খেলায় নিয়মিত অংশ নিয়েছে সে। এরই ধারাবাহিকতায় সে ২০২০ সালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে অংশগ্রহণও করেছে। এরপরে তার শরীরে বাসা বেঁধেছে অজানা রোগ। এই রোগের কারণে বদলে গেছে তার জীবন। বন্ধ হয়ে গেছে খেলাধুলা। অসুস্থ অবস্থায় গত দেড় বছর পড়ে থাকলেও কেউ তার খোঁজ নেয়নি বলে আক্ষেপ করে মৌ।
নারী খেলোয়াড় মৌ বলে, ‘আমি বিদ্যালয়ের হয়ে অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। রাগবি, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে শতাধিক মেডেল ও সনদপত্র পেয়েছি। যখন বিদ্যালয়ের খেলাধুলা হতো তখন বিদ্যালয়ের শিক্ষকগণ নিয়মিত খোঁজ-খবর রাখত। কিন্তু গত দেড় বছর থেকে গুরুতর অসুস্থ থাকলেও কেউ খবর নেয়নি। আমার দীর্ঘদিন ধরে পেট ব্যথা, খেলেই বমি হয় সঙ্গে রক্ত আসে। আমি সুস্থ হয়ে পুনরায় মাঠে ফিরতে চাই। জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিবারের স্বপ্ন পূরণ করতে চাই।’
পরিবারের জন্য উঠে দাঁড়াতে চায় মৌ। মৌয়ের মা তাজমিরা আক্তার বলেন, ‘গত দেড় বছর থেকে পেটের পীড়াসহ অজ্ঞাত রোগে ভুগছে সে। এ রোগের কারণে মেয়েটি আমার রাতে ঘুমাতে পারে না। সারাক্ষণ অস্থির আর ছটফট করতে থাকে। এতে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়াতে হয়।’
তার মা আরও জানান, কয়েক দিন আগে মৌ গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চার দিন থাকার পর চিকিৎসকেরা ঢাকায় নিয়ে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর মতো টাকা তাঁদের নেই। এরই মধ্যে স্থানীয় দু-একজন সহায়তার হাত বাড়িয়েছেন। কিন্তু এই সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানান তিনি।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, প্রতিভাবান নারী খেলোয়াড় মৌয়ের বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে তার চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

একসময় জেলার বিভিন্ন মাঠ মাতিয়ে বেড়িয়েছেন কৃতী নারী খেলোয়াড় জাকিয়া আফরোজ মৌ (১৬)। চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছে সে। মাঠে প্রতিপক্ষ দলকে পরাস্ত করায় ছিল যার নেশা, এখন তিনিই পরাস্ত ইনজুরিতে। গত দেড় বছর থেকে পেট ব্যথা ও রক্ত বমির অজানা রোগে ভুগেছে মে। অর্থাভাবে উন্নত চিকিৎসাও করাতে পারছে না। চিকিৎসা এবং পরিবার চালানো লড়াকু এই নারীর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে নিজেকে সুস্থ করে তোলা।
মৌ সদর উপজেলা সালন্দর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা মহসিন আলী ও তাজমিরা আক্তার দম্পতির বড় মেয়ে।
মৌ আজকের পত্রিকাকে জানান, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় রাগবি, বাস্কেটবলসহ অন্যান্য খেলায় নিয়মিত অংশ নিয়েছে সে। এরই ধারাবাহিকতায় সে ২০২০ সালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে অংশগ্রহণও করেছে। এরপরে তার শরীরে বাসা বেঁধেছে অজানা রোগ। এই রোগের কারণে বদলে গেছে তার জীবন। বন্ধ হয়ে গেছে খেলাধুলা। অসুস্থ অবস্থায় গত দেড় বছর পড়ে থাকলেও কেউ তার খোঁজ নেয়নি বলে আক্ষেপ করে মৌ।
নারী খেলোয়াড় মৌ বলে, ‘আমি বিদ্যালয়ের হয়ে অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। রাগবি, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে শতাধিক মেডেল ও সনদপত্র পেয়েছি। যখন বিদ্যালয়ের খেলাধুলা হতো তখন বিদ্যালয়ের শিক্ষকগণ নিয়মিত খোঁজ-খবর রাখত। কিন্তু গত দেড় বছর থেকে গুরুতর অসুস্থ থাকলেও কেউ খবর নেয়নি। আমার দীর্ঘদিন ধরে পেট ব্যথা, খেলেই বমি হয় সঙ্গে রক্ত আসে। আমি সুস্থ হয়ে পুনরায় মাঠে ফিরতে চাই। জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিবারের স্বপ্ন পূরণ করতে চাই।’
পরিবারের জন্য উঠে দাঁড়াতে চায় মৌ। মৌয়ের মা তাজমিরা আক্তার বলেন, ‘গত দেড় বছর থেকে পেটের পীড়াসহ অজ্ঞাত রোগে ভুগছে সে। এ রোগের কারণে মেয়েটি আমার রাতে ঘুমাতে পারে না। সারাক্ষণ অস্থির আর ছটফট করতে থাকে। এতে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়াতে হয়।’
তার মা আরও জানান, কয়েক দিন আগে মৌ গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চার দিন থাকার পর চিকিৎসকেরা ঢাকায় নিয়ে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর মতো টাকা তাঁদের নেই। এরই মধ্যে স্থানীয় দু-একজন সহায়তার হাত বাড়িয়েছেন। কিন্তু এই সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানান তিনি।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, প্রতিভাবান নারী খেলোয়াড় মৌয়ের বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে তার চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
১৬ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
১ ঘণ্টা আগে