Ajker Patrika

ওঝার ভরসায় সময় পার, বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 
আপডেট : ১৪ মে ২০২৫, ১৪: ৩৩
ওঝার ভরসায় সময় পার, বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে জামাল উদ্দীন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওঝার ভরসায় সময় শেষ করে চার ঘণ্টা পর হাসপাতালে নেওয়ার কারণে ওই যুবককে ভ্যাকসিন দিয়েও বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার ভোররাতে উপজেলার সীমান্তবর্তী এলাকা আমজানখোর ইউনিয়নের রত্নাই বারসা গ্রামে এ ঘটনা। মৃত জামাল উদ্দীন ওই গ্রামের নফিল উদ্দীনের ছেলে।

স্বজনরা জানান, ভোরবেলায় নিজ বাড়ীতে সাপে কামড় দেয় জামাল উদ্দীনকে। স্থানীয় কয়েকজন ওঝাকে ডেকে এনে ঝাড়ফুঁক করে সাপের বিষ নামানোর চেষ্টা করেন। দীর্ঘ সময় চেষ্টা করে বিষ নামাতে ব্যর্থ হলে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান জামালের স্বজনেরা। এরপর চিকিৎসক ভ্যাকসিন দিলেও আর বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। বুধবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় জামাল মারা যান।

ঠাকুরগাঁও মেডিকেল অফিসার ডা. মো. ফুয়াদ বলেন, সাপে কাটার প্রায় চার ঘণ্টা পর রোগীকে হাসপাতালে এনেছিলেন স্বজনেরা। তখন রোগীর অবস্থা আশঙ্কাজনক। ভ্যাকসিন দেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। সাপে কামড়ানোর সাথে সাথে এসব রোগী হাসপাতালে আনার পরামর্শ দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত