ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচপীড়ডাঙ্গা এলাকায় একটি পারিবারিক কবরস্থান থেকে একাধিক কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের তৎপরতায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ রোববার ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ৯টার দিকে কবরস্থান পরিষ্কার করতে গিয়ে গ্রামবাসী দেখতে পান অন্তত ১০ থেকে ১২টি কবর খোঁড়া অবস্থায় রয়েছে। ঘটনাটি নজরে আসার পর স্থানীয়রা কবরস্থানের আশপাশে সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পান। পরে ধাওয়া দিয়ে মো. আজিজুল ইসলাম (৩২) ও মোছা. রিনা বেগম (৩৫) নামের দুজনকে আটক করেন।
আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে কঙ্কাল চুরির বিষয়টি স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, পূর্বপরিকল্পিতভাবে আরও কয়েকজনের সঙ্গে মিলে তাঁরা দীর্ঘদিন ধরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে আসছিলেন। ওই দিনও তাঁরা একই উদ্দেশ্যে কবরস্থানে যান।
এ ঘটনায় স্থানীয় মো. আব্দুর রাজ্জাক বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। তিনি বলেন, ‘আমার চাচাসহ আত্মীয়স্বজনের কবর খুঁড়ে কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। এমন জঘন্য ঘটনা ভাবতেই গা শিউরে ওঠে।’
ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে আটক দুই আসামিকে মারধর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। পলাতক অন্য আসামিদের শনাক্ত করে ধরতে অভিযান চলছে।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সামসুল হক জানিয়েছেন, ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে আদালতে।

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচপীড়ডাঙ্গা এলাকায় একটি পারিবারিক কবরস্থান থেকে একাধিক কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের তৎপরতায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ রোববার ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ৯টার দিকে কবরস্থান পরিষ্কার করতে গিয়ে গ্রামবাসী দেখতে পান অন্তত ১০ থেকে ১২টি কবর খোঁড়া অবস্থায় রয়েছে। ঘটনাটি নজরে আসার পর স্থানীয়রা কবরস্থানের আশপাশে সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পান। পরে ধাওয়া দিয়ে মো. আজিজুল ইসলাম (৩২) ও মোছা. রিনা বেগম (৩৫) নামের দুজনকে আটক করেন।
আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে কঙ্কাল চুরির বিষয়টি স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, পূর্বপরিকল্পিতভাবে আরও কয়েকজনের সঙ্গে মিলে তাঁরা দীর্ঘদিন ধরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে আসছিলেন। ওই দিনও তাঁরা একই উদ্দেশ্যে কবরস্থানে যান।
এ ঘটনায় স্থানীয় মো. আব্দুর রাজ্জাক বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। তিনি বলেন, ‘আমার চাচাসহ আত্মীয়স্বজনের কবর খুঁড়ে কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। এমন জঘন্য ঘটনা ভাবতেই গা শিউরে ওঠে।’
ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে আটক দুই আসামিকে মারধর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। পলাতক অন্য আসামিদের শনাক্ত করে ধরতে অভিযান চলছে।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সামসুল হক জানিয়েছেন, ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে আদালতে।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
৬ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
৩৪ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে