সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও

বাগানে সারি সারি কমলার গাছ। থোকায় থোকায় ঝুলছে ফল। কমলার রঙে চোখ জুড়িয়ে যাচ্ছে বাগান দেখতে আসা মানুষের। বাড়ি ফেরার পথে অনেকে এসব মিষ্টি কমলা কিনে নিয়ে যাচ্ছেন প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকায়। এই দৃশ্য গতকাল বুধবার দেখা গেছে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামের উদ্যোক্তা জয়নাল আবেদীনের কমলার বাগানে।
জেলার কৃষি বিভাগ থেকে জানা গেছে, ধান, গম, সরিষার পাশাপাশি বিভিন্ন ফল-ফসল চাষের জন্য ঠাকুরগাঁও জেলার মাটি উপযোগী। এ কারণে এই অঞ্চলে মাল্টা ও কমলাসহ বিভিন্ন ফলের বাগান তৈরিতে ঝুঁকছেন অনেক চাষি। জেলায় ছোট–বড় ৬০টি কমলার বাগান আছে।
জেলার কমলার চাষিদের মধ্যে অন্যতম হচ্ছেন পীরগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামের চাষি আবু জাহিদ ইবনুল ইরাম জুয়েল। তিনি ছয় বিঘা জমিতে কমলার বাগান করে সফল হয়েছেন। তিনি রঙিন মাল্টা ও দার্জিলিং জাতের কমলার চাষ করেছেন। এ ছাড়া সদর উপজেলার দক্ষিণ বঠিনা গ্রামের জয়নাল আবেদিন শখের বসে ছয় বিঘা জমিতে কমলা চাষ করেও ভালো ফলন পেয়েছেন। তিনি চায়না ও দার্জিলিং জাতের কমলার বাগান করেছেন। বাগানের অধিকাংশ গাছ থেকে ১০০–১৫০ কেজি ফলন পাচ্ছেন বলে জানান এই দুই উদ্যোক্তা।
কমলাচাষি আবু জাহিদ ইবনুল ইরাম জুয়েল বলেন, ‘১০ বছর আগে হর্টিকালচার থেকে কয়েকটি চারা কিনে জমিতে রোপণ করি। দুই বছরের মাথায় আশানুরূপ ফল পাওয়ায় বাগানের পরিধি বাড়ায়। এখন বাগানে ৪০০ বেশি মাল্টা ও কমলাগাছ আছে। বাগানের নাম দিয়েছি “অরেঞ্জ ভ্যালি”। বাগানেই বিক্রি হচ্ছে কমলা। প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। এবার বাগান থেকে ১৫ মেট্রিক টন কমলা পাব বলে আশা করছি।’
জেলার সদর উপজেলার দক্ষিণ বঠিনা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, ‘ভারতের দার্জিলিং ঘুরতে গেলে অনেকের অন্যতম আকর্ষণ থাকে কমলা বাগানের দৃশ্য ঘুরে দেখার। সেই দার্জিলিং ও চায়না জাতের কমলার চাষ শুরু করি চার বছর আগে। বর্তমানে দুই একরের বেশি জমিতে এই বাগান করেছি। আমার বাগানে এখন দার্জিলিং জাতের কমলার গাছ আছে ১৭০টি, চায়না ১৩০টি ও মালটা রয়েছে ১৩৫টি। কমলা বাগান দেখতে এসে দর্শনার্থীরা কিনে নিয়ে যাচ্ছেন এসব মিষ্টি কমলা।’
জয়নাল আবেদীন কমলার বাগানে গতকাল বুধবার ঘুরতে এসে কমলা কেনেন আবু তালহা নামের এক স্কুলশিক্ষক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু গাছ দেখে মন ভরেনি তাই বাগানের কমলা কিনে নিয়ে যাচ্ছি। অন্তত রাসায়নিকমুক্ত ফল কিনতে পেরে আনন্দিত।’
কমলার ক্রেতা দক্ষিণ বঠিনা গ্রামের বাসিন্দা দেলোয়া হোসেন জানান, তিনি পরিবারের জন্য এখান থেকে কমলা নিতে এসেছেন। কমলাগুলোর আকার ও রং বেশ আকর্ষণীয়। বাজারের কমলার চেয়ে এর স্বাদ ও রস বেশি।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘জেলায় ছোট-বড় ৬০টি কমলার বাগান রয়েছে। কমলা চাষে যুক্ত হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। কৃষকেরা যদি এভাবে বাগান করতে এগিয়ে আসেন তাহলে কৃষিতে বিপ্লব ঘটবে। লেবু জাতীয় এই ফসল বিদেশ থেকে আনতে হবে না।’

বাগানে সারি সারি কমলার গাছ। থোকায় থোকায় ঝুলছে ফল। কমলার রঙে চোখ জুড়িয়ে যাচ্ছে বাগান দেখতে আসা মানুষের। বাড়ি ফেরার পথে অনেকে এসব মিষ্টি কমলা কিনে নিয়ে যাচ্ছেন প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকায়। এই দৃশ্য গতকাল বুধবার দেখা গেছে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামের উদ্যোক্তা জয়নাল আবেদীনের কমলার বাগানে।
জেলার কৃষি বিভাগ থেকে জানা গেছে, ধান, গম, সরিষার পাশাপাশি বিভিন্ন ফল-ফসল চাষের জন্য ঠাকুরগাঁও জেলার মাটি উপযোগী। এ কারণে এই অঞ্চলে মাল্টা ও কমলাসহ বিভিন্ন ফলের বাগান তৈরিতে ঝুঁকছেন অনেক চাষি। জেলায় ছোট–বড় ৬০টি কমলার বাগান আছে।
জেলার কমলার চাষিদের মধ্যে অন্যতম হচ্ছেন পীরগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামের চাষি আবু জাহিদ ইবনুল ইরাম জুয়েল। তিনি ছয় বিঘা জমিতে কমলার বাগান করে সফল হয়েছেন। তিনি রঙিন মাল্টা ও দার্জিলিং জাতের কমলার চাষ করেছেন। এ ছাড়া সদর উপজেলার দক্ষিণ বঠিনা গ্রামের জয়নাল আবেদিন শখের বসে ছয় বিঘা জমিতে কমলা চাষ করেও ভালো ফলন পেয়েছেন। তিনি চায়না ও দার্জিলিং জাতের কমলার বাগান করেছেন। বাগানের অধিকাংশ গাছ থেকে ১০০–১৫০ কেজি ফলন পাচ্ছেন বলে জানান এই দুই উদ্যোক্তা।
কমলাচাষি আবু জাহিদ ইবনুল ইরাম জুয়েল বলেন, ‘১০ বছর আগে হর্টিকালচার থেকে কয়েকটি চারা কিনে জমিতে রোপণ করি। দুই বছরের মাথায় আশানুরূপ ফল পাওয়ায় বাগানের পরিধি বাড়ায়। এখন বাগানে ৪০০ বেশি মাল্টা ও কমলাগাছ আছে। বাগানের নাম দিয়েছি “অরেঞ্জ ভ্যালি”। বাগানেই বিক্রি হচ্ছে কমলা। প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। এবার বাগান থেকে ১৫ মেট্রিক টন কমলা পাব বলে আশা করছি।’
জেলার সদর উপজেলার দক্ষিণ বঠিনা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, ‘ভারতের দার্জিলিং ঘুরতে গেলে অনেকের অন্যতম আকর্ষণ থাকে কমলা বাগানের দৃশ্য ঘুরে দেখার। সেই দার্জিলিং ও চায়না জাতের কমলার চাষ শুরু করি চার বছর আগে। বর্তমানে দুই একরের বেশি জমিতে এই বাগান করেছি। আমার বাগানে এখন দার্জিলিং জাতের কমলার গাছ আছে ১৭০টি, চায়না ১৩০টি ও মালটা রয়েছে ১৩৫টি। কমলা বাগান দেখতে এসে দর্শনার্থীরা কিনে নিয়ে যাচ্ছেন এসব মিষ্টি কমলা।’
জয়নাল আবেদীন কমলার বাগানে গতকাল বুধবার ঘুরতে এসে কমলা কেনেন আবু তালহা নামের এক স্কুলশিক্ষক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু গাছ দেখে মন ভরেনি তাই বাগানের কমলা কিনে নিয়ে যাচ্ছি। অন্তত রাসায়নিকমুক্ত ফল কিনতে পেরে আনন্দিত।’
কমলার ক্রেতা দক্ষিণ বঠিনা গ্রামের বাসিন্দা দেলোয়া হোসেন জানান, তিনি পরিবারের জন্য এখান থেকে কমলা নিতে এসেছেন। কমলাগুলোর আকার ও রং বেশ আকর্ষণীয়। বাজারের কমলার চেয়ে এর স্বাদ ও রস বেশি।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘জেলায় ছোট-বড় ৬০টি কমলার বাগান রয়েছে। কমলা চাষে যুক্ত হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। কৃষকেরা যদি এভাবে বাগান করতে এগিয়ে আসেন তাহলে কৃষিতে বিপ্লব ঘটবে। লেবু জাতীয় এই ফসল বিদেশ থেকে আনতে হবে না।’

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
১ সেকেন্ড আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
৬ মিনিট আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
২ ঘণ্টা আগে