ঠাকুরগাঁও প্রতিনিধি

দুই চোখে পানি, রিনা রানী মৃদু কাঁপা কণ্ঠে বলেন, ‘স্বামী নেই। এই চাকরিটা করেই বাচ্চাদের চালাই। এখন বলছে, আর চাকরি নাই। আমি কোথায় যাব?’
অভিযোগ শোনেনি কেউ। ব্যাখ্যা চাওয়ার সুযোগটুকুও মেলেনি। শুধু একটিই কথা বলা হয়েছে, ‘তোমাদের নিয়োগ স্বৈরাচারী সরকারের দলীয় প্যাডে, তাই বাতিল।’
তাঁর মতো ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে একসঙ্গে চাকরি হারিয়েছেন ৩৫ জন নারী-পুরুষ কর্মী।
হাসপাতাল সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়োগ পান ৬৯ জন। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সারমী ট্রেডার্স নিয়োগ দেয় পরিচ্ছন্নতাকর্মী, আয়া, নিরাপত্তা প্রহরী, ওয়ার্ডবয়, বাবুর্চিসহ বিভিন্ন পদে। প্রথম ধাপে চাকরি হারান নয়জন। দ্বিতীয় ৩ আগস্ট থেকে ছাঁটাই করা হয় আরও ৩৫ জনকে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, গত ২৩ জুন স্থানীয় সাংবাদিক, ছাত্রসংগঠন ও রাজনৈতিক নেতারা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে অভিযোগ করেছেন, সাবেক এমপি রমেশ চন্দ্র সেন ‘দলীয় প্যাডে’ ক্ষমতার অপব্যবহার করে যাঁদের নিয়োগ দিয়েছিল, তাঁদের নিয়োগ বাতিলের জন্য। সেই পরিপ্রেক্ষিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ব্যবস্থা নেওয়ার জন্য বললে আউটসোর্সিংয়ে ৩৫ জনের নিয়োগ বাতিল করে প্রতিষ্ঠানটি।
জানতে চাইলে রিনা রানী বলেন, ‘আমি কোনো দলের লোক না। আমাকে এমপি না, হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক চপল নিয়োগ দিয়েছিলেন। এখন কয়, তুমি আর চাকরিতে নাই। দুই মাসের বেতনও পাইনি।’
দীর্ঘদিন স্টোর সহকারী সুফল কুমার বলেন, ‘বাবা অসুস্থ। চিকিৎসা করাব কী দিয়ে? হঠাৎ চাকরি যাবে, ভাবিনি। আমি রাজনীতি করি না।’
আরও যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁরা হলেন শ্যামল চন্দ্র, জহিরুল ইসলাম, নরেশ চন্দ্র, বন্যা রানী ও কাজল মিয়া। তাঁরা সবাই বলছেন একই কথা, ‘কোনো রাজনৈতিক প্যাডে নয়, আমরা কাজ করেই চাকরি পেয়েছিলাম। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এখন এক চিঠিতে সব শেষ।’
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সারমী ট্রেডার্সের মালিক আশরাফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, ‘কিছু অভিযোগ এসেছিল। আমরা বিষয়টি ঠিকাদার প্রতিষ্ঠানকে জানিয়েছি। তারা সিদ্ধান্ত নিয়েছে।’

দুই চোখে পানি, রিনা রানী মৃদু কাঁপা কণ্ঠে বলেন, ‘স্বামী নেই। এই চাকরিটা করেই বাচ্চাদের চালাই। এখন বলছে, আর চাকরি নাই। আমি কোথায় যাব?’
অভিযোগ শোনেনি কেউ। ব্যাখ্যা চাওয়ার সুযোগটুকুও মেলেনি। শুধু একটিই কথা বলা হয়েছে, ‘তোমাদের নিয়োগ স্বৈরাচারী সরকারের দলীয় প্যাডে, তাই বাতিল।’
তাঁর মতো ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে একসঙ্গে চাকরি হারিয়েছেন ৩৫ জন নারী-পুরুষ কর্মী।
হাসপাতাল সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়োগ পান ৬৯ জন। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সারমী ট্রেডার্স নিয়োগ দেয় পরিচ্ছন্নতাকর্মী, আয়া, নিরাপত্তা প্রহরী, ওয়ার্ডবয়, বাবুর্চিসহ বিভিন্ন পদে। প্রথম ধাপে চাকরি হারান নয়জন। দ্বিতীয় ৩ আগস্ট থেকে ছাঁটাই করা হয় আরও ৩৫ জনকে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, গত ২৩ জুন স্থানীয় সাংবাদিক, ছাত্রসংগঠন ও রাজনৈতিক নেতারা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে অভিযোগ করেছেন, সাবেক এমপি রমেশ চন্দ্র সেন ‘দলীয় প্যাডে’ ক্ষমতার অপব্যবহার করে যাঁদের নিয়োগ দিয়েছিল, তাঁদের নিয়োগ বাতিলের জন্য। সেই পরিপ্রেক্ষিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ব্যবস্থা নেওয়ার জন্য বললে আউটসোর্সিংয়ে ৩৫ জনের নিয়োগ বাতিল করে প্রতিষ্ঠানটি।
জানতে চাইলে রিনা রানী বলেন, ‘আমি কোনো দলের লোক না। আমাকে এমপি না, হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক চপল নিয়োগ দিয়েছিলেন। এখন কয়, তুমি আর চাকরিতে নাই। দুই মাসের বেতনও পাইনি।’
দীর্ঘদিন স্টোর সহকারী সুফল কুমার বলেন, ‘বাবা অসুস্থ। চিকিৎসা করাব কী দিয়ে? হঠাৎ চাকরি যাবে, ভাবিনি। আমি রাজনীতি করি না।’
আরও যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁরা হলেন শ্যামল চন্দ্র, জহিরুল ইসলাম, নরেশ চন্দ্র, বন্যা রানী ও কাজল মিয়া। তাঁরা সবাই বলছেন একই কথা, ‘কোনো রাজনৈতিক প্যাডে নয়, আমরা কাজ করেই চাকরি পেয়েছিলাম। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এখন এক চিঠিতে সব শেষ।’
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সারমী ট্রেডার্সের মালিক আশরাফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, ‘কিছু অভিযোগ এসেছিল। আমরা বিষয়টি ঠিকাদার প্রতিষ্ঠানকে জানিয়েছি। তারা সিদ্ধান্ত নিয়েছে।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৭ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে