খুরশিদ আলম শাওন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভদ্বেশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ঘেঁষে একটি বড় পুকুর খনন করা হচ্ছে। হঠাৎ পুকুর খননের কারণে শিক্ষার্থীদের নিয়ে আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, চলাচলের মূল রাস্তার পাশে নতুন করে প্রায় এক একর জমিতে বিশাল গর্ত করে পুকুর খনন করা হচ্ছে। পুকুরটির পশ্চিম পাশে সাধারণ মানুষের চলাচলের রাস্তা আর পূর্ব পাশে বিদ্যালয়ের মাঠ। এ ছাড়া বিদ্যালয়ের মাঠের জমি পাড়ের সঙ্গে পুকুরে ধসে গেছে। বিদ্যালয়ের মাঠ থেকে পুকুরের খনন গভীরতা প্রায় ২০ ফুট। ফলে শিশু শিক্ষার্থীদের জন্য স্কুলের মাঠে খেলাধুলা বেশ বিপজ্জনক মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অভিভাবকেরা বলছেন, যেভাবে পুকুরটি খনন করা হয়েছে, তাতে ছোট শিশুরা যেকোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে। এ কারণে অনেক অভিভাবক শিক্ষার্থীদের আপাতত বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিদ্যালয়ের মাঠের নিরাপত্তা না পাওয়া গেলে বিদ্যালয়টিতে শিক্ষার্থী না পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাবে। তাই দ্রুত মাঠের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া জরুরি।
খোঁজ নিয়ে জানা গেছে, পুকুরটি ওয়ারিশের সম্পত্তি। এ কারণে ১০ জনের অধিক মিলে খণ্ড খণ্ড করে পুকুর খনন করছেন। খননের বিষয়ে পুকুরের জমির মালিক মোহাম্মদ আলীসহ অনেকের সঙ্গে কথা বলতে চাইলেও তাঁরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফেন্সি বেগম বলেন, ‘রমজান মাসে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে এখানকার জমির মালিকেরা পুকুরটি খনন শুরু করেন। বাধা দিলেও তাঁরা মানেননি। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে পুকুর খনন বন্ধ করা হয়েছে। পুকুরটির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসছে না।’

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভদ্বেশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ঘেঁষে একটি বড় পুকুর খনন করা হচ্ছে। হঠাৎ পুকুর খননের কারণে শিক্ষার্থীদের নিয়ে আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, চলাচলের মূল রাস্তার পাশে নতুন করে প্রায় এক একর জমিতে বিশাল গর্ত করে পুকুর খনন করা হচ্ছে। পুকুরটির পশ্চিম পাশে সাধারণ মানুষের চলাচলের রাস্তা আর পূর্ব পাশে বিদ্যালয়ের মাঠ। এ ছাড়া বিদ্যালয়ের মাঠের জমি পাড়ের সঙ্গে পুকুরে ধসে গেছে। বিদ্যালয়ের মাঠ থেকে পুকুরের খনন গভীরতা প্রায় ২০ ফুট। ফলে শিশু শিক্ষার্থীদের জন্য স্কুলের মাঠে খেলাধুলা বেশ বিপজ্জনক মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অভিভাবকেরা বলছেন, যেভাবে পুকুরটি খনন করা হয়েছে, তাতে ছোট শিশুরা যেকোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে। এ কারণে অনেক অভিভাবক শিক্ষার্থীদের আপাতত বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিদ্যালয়ের মাঠের নিরাপত্তা না পাওয়া গেলে বিদ্যালয়টিতে শিক্ষার্থী না পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাবে। তাই দ্রুত মাঠের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া জরুরি।
খোঁজ নিয়ে জানা গেছে, পুকুরটি ওয়ারিশের সম্পত্তি। এ কারণে ১০ জনের অধিক মিলে খণ্ড খণ্ড করে পুকুর খনন করছেন। খননের বিষয়ে পুকুরের জমির মালিক মোহাম্মদ আলীসহ অনেকের সঙ্গে কথা বলতে চাইলেও তাঁরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফেন্সি বেগম বলেন, ‘রমজান মাসে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে এখানকার জমির মালিকেরা পুকুরটি খনন শুরু করেন। বাধা দিলেও তাঁরা মানেননি। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে পুকুর খনন বন্ধ করা হয়েছে। পুকুরটির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসছে না।’

মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
৩৮ মিনিট আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
৪১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৬ ঘণ্টা আগে