ঠাকুরগাঁও প্রতিনিধি

স্কুলে নিয়ে যাচ্ছিলেন একমাত্র মেয়েকে। নিজের অটোরিকশায় রওনা দিয়েছিলেন বাবা। কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হলো না দুজনেরই। পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা—ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় তাঁদের গাড়িতে। ছিটকে পড়ে যান পাশের পুকুরে। ঘটনাস্থলেই বাবার মৃত্যু। গুরুতর আহত মেয়েটিও হাসপাতালে নেওয়ার আগেই প্রাণ হারায়।
ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লি থানার পোস্ট অফিস মোড়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে। নিহত ব্যক্তিরা হলেন ভূল্লি থানার দেবীপুর ইউনিয়নের বাসিন্দা আশরাফুল ইসলাম (৫০) ও তাঁর মেয়ে রুবি আতুল আক্তার (১৪)। রুবি বোদা গার্লস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রুবিকে নিয়ে প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হন আশরাফুল ইসলাম। নিজস্ব অটোরিকশা চালিয়ে রওনা দেন পাশের বোদা উপজেলায় মেয়ের স্কুলে। পথে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দেয় অটোরিকশাটিকে। গাড়িটি ছিটকে পড়ে পাশের পুকুরে।
ভূল্লি থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, বাসটি চালাচ্ছিলেন হেলপার। চালক স্থানীয় হওয়ায় কিছু দূর যাওয়ার পর গাড়ি হেলপারের হাতে তুলে দেন। হেলপারও দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত অবস্থায় রুবিকে দ্রুত ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রকিবুল আলম চয়ন বলেন, হাসপাতালে আনার আগেই বাবা-মেয়ে—দুজনেই মারা গেছেন।
আশরাফুল ইসলামের পরিবার জানায়, তিনি আগে একটি মাদ্রাসায় খণ্ডকালীন শিক্ষকতা করতেন। সেখানে বেতন না পাওয়ায় সংসার চালাতে থ্রি-হুইলার চালানো শুরু করেন। তাঁর তিন ছেলে ও এক মেয়ে ছিল।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘আশরাফুল ভাই খুব শান্তশিষ্ট মানুষ ছিলেন। নিজে কষ্ট করে মেয়েকে শিক্ষিত করার চেষ্টা করছিলেন। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।’
ভূল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, নিহত ব্যক্তিদের পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত না করে হস্তান্তর করা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চলছে।

স্কুলে নিয়ে যাচ্ছিলেন একমাত্র মেয়েকে। নিজের অটোরিকশায় রওনা দিয়েছিলেন বাবা। কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হলো না দুজনেরই। পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা—ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় তাঁদের গাড়িতে। ছিটকে পড়ে যান পাশের পুকুরে। ঘটনাস্থলেই বাবার মৃত্যু। গুরুতর আহত মেয়েটিও হাসপাতালে নেওয়ার আগেই প্রাণ হারায়।
ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লি থানার পোস্ট অফিস মোড়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে। নিহত ব্যক্তিরা হলেন ভূল্লি থানার দেবীপুর ইউনিয়নের বাসিন্দা আশরাফুল ইসলাম (৫০) ও তাঁর মেয়ে রুবি আতুল আক্তার (১৪)। রুবি বোদা গার্লস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রুবিকে নিয়ে প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হন আশরাফুল ইসলাম। নিজস্ব অটোরিকশা চালিয়ে রওনা দেন পাশের বোদা উপজেলায় মেয়ের স্কুলে। পথে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দেয় অটোরিকশাটিকে। গাড়িটি ছিটকে পড়ে পাশের পুকুরে।
ভূল্লি থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, বাসটি চালাচ্ছিলেন হেলপার। চালক স্থানীয় হওয়ায় কিছু দূর যাওয়ার পর গাড়ি হেলপারের হাতে তুলে দেন। হেলপারও দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত অবস্থায় রুবিকে দ্রুত ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রকিবুল আলম চয়ন বলেন, হাসপাতালে আনার আগেই বাবা-মেয়ে—দুজনেই মারা গেছেন।
আশরাফুল ইসলামের পরিবার জানায়, তিনি আগে একটি মাদ্রাসায় খণ্ডকালীন শিক্ষকতা করতেন। সেখানে বেতন না পাওয়ায় সংসার চালাতে থ্রি-হুইলার চালানো শুরু করেন। তাঁর তিন ছেলে ও এক মেয়ে ছিল।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘আশরাফুল ভাই খুব শান্তশিষ্ট মানুষ ছিলেন। নিজে কষ্ট করে মেয়েকে শিক্ষিত করার চেষ্টা করছিলেন। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।’
ভূল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, নিহত ব্যক্তিদের পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত না করে হস্তান্তর করা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চলছে।

ফরিদপুরে উদ্ধার করা বোমাটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বলে শনাক্ত করা হয়েছে। শক্তিশালী বোমাটি দূরযন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল। আজ সোমবার সকালে শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাটে বোমাটি নিষ্ক্রিয় করেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বম্ব ডিসপোজালের সদস্যরা।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
১ ঘণ্টা আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে