Ajker Patrika

মির্জাপুরে জমির আইলে পড়ে ছিল প্রবাসীর লাশ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২৫, ২২: ১১
ফিরোজ মিয়া। ছবি: সংগৃহীত
ফিরোজ মিয়া। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে জমির আইল থেকে ফিরোজ মিয়া (৪৮) নামের এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের মাটিয়াঘাড়া এলাকায় তাঁর লাশটি পাওয়া যায়। ফিরোজের মাথায় রক্তাক্ত আঘাত ছিল।

ফিরোজ মিয়া তরফপুর গ্রামের মাটিয়াঘাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। চার মাস আগে মালয়েশিয়া থেকে তিনি দেশে আসেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে ফিরোজের লাশ বাড়ির পাশের ধানি জমির আইলের ওপর পড়ে থাকতে দেখে। খবর পেয়ে সকাল ১০টার দিকে থানার পুলিশ গিয়ে ফিরোজের লাশ উদ্ধার করে। ফিরোজের মাথায় রক্তাক্ত জখম রয়েছে। গতকাল সোমবার রাতের কোনো একসময় তাঁকে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন দাবি করেন, ফিরোজ মিয়ার সঙ্গে ওই এলাকার আরেক প্রবাসীর স্ত্রীর সম্পর্ক রয়েছে। এর জেরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনের রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত