মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুর মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে টনসিল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম পাঁচ সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির সভাপতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যানেসথেসিয়া জুনিয়র কনসালট্যান্ট মোহাম্মদ আলী। কমিটির অন্য সদস্যরা হলেন জুনিয়র কনসালট্যান্ট সার্জারি রাজিব কর্মকার, আবাসিক মেডিকেল অফিসার লিটন চন্দ সাহা, মেডিকেল অফিসার মো. বাবুল আক্তার (রোগ নিয়ন্ত্রণ) ও স্যানিটারি ইন্সপেক্টর ইসরাত জাহান।
গত শুক্রবার দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের পাচুটিয়া গ্রামের পারভেজ মিয়ার মেয়ে তাশরিফা আক্তার (৯) টনসিল অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি হয়। দুপুরে অপারেশন করা হয়। অপারেশনের প্রায় দুই ঘণ্টার মধ্যে ওই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে শিশুটির স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, গোপনে সমঝোতার মাধ্যমে পরিবারের সদস্যরা শিশুটির লাশ ওই দিন রাতেই নিয়ে যান।
এ বিষয়ে গতকাল শনিবার আজকের পত্রিকার ৬–এর পাতায় ‘টনসিল অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু, ডাক্তার উধাও’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি স্থানীয় স্বাস্থ্য বিভাগের নজরে এলে আজ এ বিষয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি আমাদের নজরে আসে। ঘটনার সত্যতা উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।’

টাঙ্গাইলের মির্জাপুর মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে টনসিল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম পাঁচ সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির সভাপতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যানেসথেসিয়া জুনিয়র কনসালট্যান্ট মোহাম্মদ আলী। কমিটির অন্য সদস্যরা হলেন জুনিয়র কনসালট্যান্ট সার্জারি রাজিব কর্মকার, আবাসিক মেডিকেল অফিসার লিটন চন্দ সাহা, মেডিকেল অফিসার মো. বাবুল আক্তার (রোগ নিয়ন্ত্রণ) ও স্যানিটারি ইন্সপেক্টর ইসরাত জাহান।
গত শুক্রবার দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের পাচুটিয়া গ্রামের পারভেজ মিয়ার মেয়ে তাশরিফা আক্তার (৯) টনসিল অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি হয়। দুপুরে অপারেশন করা হয়। অপারেশনের প্রায় দুই ঘণ্টার মধ্যে ওই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে শিশুটির স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, গোপনে সমঝোতার মাধ্যমে পরিবারের সদস্যরা শিশুটির লাশ ওই দিন রাতেই নিয়ে যান।
এ বিষয়ে গতকাল শনিবার আজকের পত্রিকার ৬–এর পাতায় ‘টনসিল অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু, ডাক্তার উধাও’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি স্থানীয় স্বাস্থ্য বিভাগের নজরে এলে আজ এ বিষয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি আমাদের নজরে আসে। ঘটনার সত্যতা উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।’

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১৯ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২১ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪১ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে