টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নিপীড়নের মামলায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। তাঁদের মধ্যে একজন ওই ঘটনার পরিকল্পনাকারী বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া লুণ্ঠিত টাকা, মোবাইল ফোন, গয়না, জাতীয় পরিচয়পত্র, এটিএম কার্ডসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার আসামিরা হলেন ডাকাতির ঘটনায় পরিকল্পনাকারী আলমগীর হোসেন ও তাঁর সহযোগী হিসেবে থাকা ছোট ভাই রাজীব হোসেন। তাঁরা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আমতলী গ্রামের খোরশেদ শেখের ছেলে। গতকাল সোমবার রাতে আলমগীরকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার সাধুপাড়া গ্রাম থেকে এবং রাজীবকে আশুলিয়া থানার ধানসোনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ রাজীবের হেফাজতে থাকা ১০টি মোবাইল ফোন, নারী যাত্রীদের পাঁচ জোড়া চুড়ি, তিনটি ব্যাগ, তিনটি জাতীয় পরিচয়পত্র ও একটি এটিএম কার্ড উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতির ঘটনায় ব্যবহৃত দুটি ছুরি জব্দ করা হয়।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, আগের গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য এবং গুপ্তচরদের তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে বাস ডাকাতির পরিকল্পনাকারী হলেন আলমগীর হোসেন এবং সেকেন্ড ইন কমান্ড শহিদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মুহিত, যাকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছিল।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয় মো. শহিদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মুহিত (২৯) মো. সবুজ (৩০) ও মো. শরিফুজ্জামান ওরফে শরীফকে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে ইউনিক রয়েল আমরি ট্রাভেলস নামক বাসে ডাকাতি ও নারী যাত্রীদের ওপর যৌন নিপীড়নের ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল।
বাসের যাত্রীদের ভাষ্যমতে, গত সোমবার রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে বাসটি ছাড়ে। রাত সাড়ে ১২টার দিকে বাসটিতে ডাকাতেরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে বাসটি বিভিন্ন স্থানে ঘুরিয়ে ডাকাতি ও দুই নারীকে যৌন নিপীড়ন করে ডাকাতদল।
পরদিন গত মঙ্গলবার বেলা ১১টার পর যাত্রীরা বাসটি নাটোরের বড়াইগ্রাম থানায় নিয়ে থানা কর্তৃপক্ষকে অবহিত করেন। এ সময় ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে বাসের চালক বাবলু আলী (৩০), সুপারভাইজার সুমন ইসলাম (৩৩) ও হেলপার মাহবুব আলমকে (২৮) আটক করে ৫৪ ধারায় নাটোর আদালতে পাঠায় বড়াইগ্রাম থানার পুলিশ। পরে তাঁরা আদালত থেকে জামিনে মুক্তি পান।
ঘটনার তিন দিন পর ২১ ফেব্রুয়ারি সকালে মির্জাপুর থানায় ওমর আলী নামে এক যাত্রী মামলা করেন। মামলাটি স্পর্শকাতর হওয়ায় জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে নামে এবং মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মো. শহিদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মুহিত, মো. সবুজ ও মো. শরীফুজ্জামান ওরফে শরীফকে গ্রেপ্তার করে।
এ নিয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ‘ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় মামলা হওয়ার পরই আমাদের টিম মাঠে কাজ শুরু করে। ২৪ ঘণ্টার মধ্যেই আমাদের একটি টিম সাভারে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয় আলমগীর হোসেন ও রাজীব হোসেনকে। বিষয়টি নিয়ে আরও তদন্ত ও অভিযান চলমান রয়েছে। পুরো বিষয়টি আমাদের নখদর্পণে চলে এসেছে।’
ঘটনার দিন ডিউটি অফিসারের দায়িত্বে থাকা মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুজ্জামানকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করে টাঙ্গাইল পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। একই অভিযোগে এর আগে নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে বরখাস্ত করা হয়।

ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নিপীড়নের মামলায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। তাঁদের মধ্যে একজন ওই ঘটনার পরিকল্পনাকারী বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া লুণ্ঠিত টাকা, মোবাইল ফোন, গয়না, জাতীয় পরিচয়পত্র, এটিএম কার্ডসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার আসামিরা হলেন ডাকাতির ঘটনায় পরিকল্পনাকারী আলমগীর হোসেন ও তাঁর সহযোগী হিসেবে থাকা ছোট ভাই রাজীব হোসেন। তাঁরা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আমতলী গ্রামের খোরশেদ শেখের ছেলে। গতকাল সোমবার রাতে আলমগীরকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার সাধুপাড়া গ্রাম থেকে এবং রাজীবকে আশুলিয়া থানার ধানসোনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ রাজীবের হেফাজতে থাকা ১০টি মোবাইল ফোন, নারী যাত্রীদের পাঁচ জোড়া চুড়ি, তিনটি ব্যাগ, তিনটি জাতীয় পরিচয়পত্র ও একটি এটিএম কার্ড উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতির ঘটনায় ব্যবহৃত দুটি ছুরি জব্দ করা হয়।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, আগের গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য এবং গুপ্তচরদের তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে বাস ডাকাতির পরিকল্পনাকারী হলেন আলমগীর হোসেন এবং সেকেন্ড ইন কমান্ড শহিদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মুহিত, যাকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছিল।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয় মো. শহিদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মুহিত (২৯) মো. সবুজ (৩০) ও মো. শরিফুজ্জামান ওরফে শরীফকে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে ইউনিক রয়েল আমরি ট্রাভেলস নামক বাসে ডাকাতি ও নারী যাত্রীদের ওপর যৌন নিপীড়নের ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল।
বাসের যাত্রীদের ভাষ্যমতে, গত সোমবার রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে বাসটি ছাড়ে। রাত সাড়ে ১২টার দিকে বাসটিতে ডাকাতেরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে বাসটি বিভিন্ন স্থানে ঘুরিয়ে ডাকাতি ও দুই নারীকে যৌন নিপীড়ন করে ডাকাতদল।
পরদিন গত মঙ্গলবার বেলা ১১টার পর যাত্রীরা বাসটি নাটোরের বড়াইগ্রাম থানায় নিয়ে থানা কর্তৃপক্ষকে অবহিত করেন। এ সময় ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে বাসের চালক বাবলু আলী (৩০), সুপারভাইজার সুমন ইসলাম (৩৩) ও হেলপার মাহবুব আলমকে (২৮) আটক করে ৫৪ ধারায় নাটোর আদালতে পাঠায় বড়াইগ্রাম থানার পুলিশ। পরে তাঁরা আদালত থেকে জামিনে মুক্তি পান।
ঘটনার তিন দিন পর ২১ ফেব্রুয়ারি সকালে মির্জাপুর থানায় ওমর আলী নামে এক যাত্রী মামলা করেন। মামলাটি স্পর্শকাতর হওয়ায় জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে নামে এবং মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মো. শহিদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মুহিত, মো. সবুজ ও মো. শরীফুজ্জামান ওরফে শরীফকে গ্রেপ্তার করে।
এ নিয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ‘ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় মামলা হওয়ার পরই আমাদের টিম মাঠে কাজ শুরু করে। ২৪ ঘণ্টার মধ্যেই আমাদের একটি টিম সাভারে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয় আলমগীর হোসেন ও রাজীব হোসেনকে। বিষয়টি নিয়ে আরও তদন্ত ও অভিযান চলমান রয়েছে। পুরো বিষয়টি আমাদের নখদর্পণে চলে এসেছে।’
ঘটনার দিন ডিউটি অফিসারের দায়িত্বে থাকা মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুজ্জামানকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করে টাঙ্গাইল পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। একই অভিযোগে এর আগে নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে বরখাস্ত করা হয়।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩৬ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৩৯ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে