মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের অন্যতম সড়ক ফতেপুর ইউনিয়নের কুর্নী-ফতেপুর পাকা সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যত্রতত্র মাটিবোঝাই ট্রাক চলাচলের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কটিতে স্বাভাবিকভাবে কোনো যানবাহন চলতে পারছে না। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারের জন্য টেন্ডার আহ্বানের কথা শোনা গেলেও বাস্তবে তার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
জানা গেছে, ফতেপুর ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের মানুষ মির্জাপুর উপজেলা সদরে যাতায়াত করেন এই সড়ক দিয়ে। পার্শ্ববর্তী মহেড়া ইউনিয়ন এবং বাসাইল উপজেলার কয়েকটি ইউনিয়নের বাসিন্দারাও জেলা সদর ও রাজধানীতে যাওয়ার জন্য এই সড়ক ব্যবহার করেন।
বৃহস্পতিবার কুর্নী ও বহনতলী এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে আছে। এতে গর্তের গভীরতা ও অবস্থান বোঝা কঠিন হয়ে পড়েছে চালকদের জন্য। প্রতিনিয়ত যানবাহন এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।
কুর্নী গ্রামের বাসিন্দা নাহিদ, হাতকুড়া গ্রামের হারুন অর রশিদ এবং ফতেপুরের নুরু মিয়া জানান, বড় বড় গর্তের কারণে সিএনজি ও অটোরিকশায় চলাচল করতে ভয় লাগে। অনেক সময় গর্তে পড়ে উল্টে গিয়ে দুর্ঘটনাও ঘটছে।
ফতেপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক শুভাশিষ কর্মকার বলেন, ‘সড়কটি এতটাই নাজুক যে আমাকে বিকল্প পথে মহেড়া ইউনিয়নের ধল্যা-ছাওয়ালী রাস্তা ঘুরে যেতে হয়। দ্রুত সংস্কার প্রয়োজন।’
এ বিষয়ে মির্জাপুর উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন জানান, ‘সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে টেন্ডার সম্পন্ন হয়েছে এবং ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী জুলাই মাসে কাজ শুরু হবে।’

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের অন্যতম সড়ক ফতেপুর ইউনিয়নের কুর্নী-ফতেপুর পাকা সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যত্রতত্র মাটিবোঝাই ট্রাক চলাচলের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কটিতে স্বাভাবিকভাবে কোনো যানবাহন চলতে পারছে না। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারের জন্য টেন্ডার আহ্বানের কথা শোনা গেলেও বাস্তবে তার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
জানা গেছে, ফতেপুর ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের মানুষ মির্জাপুর উপজেলা সদরে যাতায়াত করেন এই সড়ক দিয়ে। পার্শ্ববর্তী মহেড়া ইউনিয়ন এবং বাসাইল উপজেলার কয়েকটি ইউনিয়নের বাসিন্দারাও জেলা সদর ও রাজধানীতে যাওয়ার জন্য এই সড়ক ব্যবহার করেন।
বৃহস্পতিবার কুর্নী ও বহনতলী এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে আছে। এতে গর্তের গভীরতা ও অবস্থান বোঝা কঠিন হয়ে পড়েছে চালকদের জন্য। প্রতিনিয়ত যানবাহন এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।
কুর্নী গ্রামের বাসিন্দা নাহিদ, হাতকুড়া গ্রামের হারুন অর রশিদ এবং ফতেপুরের নুরু মিয়া জানান, বড় বড় গর্তের কারণে সিএনজি ও অটোরিকশায় চলাচল করতে ভয় লাগে। অনেক সময় গর্তে পড়ে উল্টে গিয়ে দুর্ঘটনাও ঘটছে।
ফতেপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক শুভাশিষ কর্মকার বলেন, ‘সড়কটি এতটাই নাজুক যে আমাকে বিকল্প পথে মহেড়া ইউনিয়নের ধল্যা-ছাওয়ালী রাস্তা ঘুরে যেতে হয়। দ্রুত সংস্কার প্রয়োজন।’
এ বিষয়ে মির্জাপুর উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন জানান, ‘সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে টেন্ডার সম্পন্ন হয়েছে এবং ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী জুলাই মাসে কাজ শুরু হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৩ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে